উত্তরপ্রদেশে ভিনগ্রহী আতঙ্ক ? তদন্তে নেমে চোখ কপালে উঠল পুলিশের
করোনা আবহের মধ্যে এবার ভিনগ্রহী আতঙ্কে ঘুম উড়ল উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডা এলাকার বাসিন্দাদের। অজানা জীবের ভয়ে সকাল থেকেই কার্যত ঘরে সিঁধিয়ে গিয়েছিলেন এলাকার বাসিন্দারা। অবশেষে ভিনগ্রহী ধরতে গিয়ে চোখ কপালে উঠল উত্তরপ্রদেশ পুলিশের। যা নিয়ে শুরু হয়ে তুমুল হইচই। সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে একাধিক ভিডিও।

সূত্রের খবর, শনিবার উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডা এলাকার দানকউর শহরের আকাশে বিশালাকর কিছু একটা উড়ে বেড়াতে দেখেন এলাকার বাসিন্দারা। দেখতে হুবহু মানুষের মতো। কিন্তু মেঘের আড়ালেই এদিন সকাল থেকেই লুকোচুরি খেলতে থাকে বিশালাকার ওই 'জীব’। কৌতূহল হলেও এলিয়েন আতঙ্কে গতকাল থেকেই কার্যত ঘুরে উড়ে যায় এলাকার বাসিন্দাদের। দীর্ঘক্ষণ লুকোচুরি খেলার পর দেখা যায় ওই বিশালকার অজানা 'জীবটি’ ধীর ধীরে পাশের ভাট্টা পারসুয়াল গ্রামে একটা খালের ধারে নেমে আসে।
আর তখনই সেটির কাছে গিয়ে পুলিশ দেখতে পায় সেটি আদপে মার্ভেল কমিকসের জনপ্রিয় চরিত্র 'আয়রন ম্যান’-এর আদলে তৈরি একটি গ্যাস বেলুন। আর রোবটের মতো দেখতে ওই বেলুনটিকে দেখেই এলাকাবাসী ভাবেন ভিনগ্রহ থেকেই অজানা কোনও জীবের রোষানলে পড়েছে তাদের গ্রাম। যদিও দানকউরের পুলিশ আধিকারিক অনিল কুমার পাণ্ডে ছবি সহ সংবাদমাধ্যমে জানান ওটি আদপেই একটি গ্যাস বেলুন। কেউ ইচ্ছাকৃত ভাবে গ্যাস ভরে সেটি আকাশে ছেড়ে দিয়েছিল। গ্যাস শেষ হতেই সেটি ভাট্টা পারসুয়ালের একটি খালের ধারে পড়ে যায়।

কেরলের উদাহরণ পেশ করে নবরাত্রিতে করোনা নিয়ে সতর্কতা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর