For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীর উদ্বোধনের ১৫ দিনের মধ্যে উদয়পুরের রেলট্র্যাকে বিস্ফোরণ! সন্ত্রাসবাদী হানার সন্দেহে এটিএস তদন্ত

রেলপথে বিস্ফোরণে সন্ত্রাসবাদী যোগ সন্দেহে তদন্ত শুরু করেছে এটিএস। প্রসঙ্গত শনিবার রাতে উদয়পুরের আসারভা রেল স্টেশনের কাছে একটি ব্রিজের ওপরে বিস্ফোরণটি হয়। এব্যাপারে উল্লেখ করা প্রয়োজন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত

  • |
Google Oneindia Bengali News

রেলপথে বিস্ফোরণে সন্ত্রাসবাদী যোগ সন্দেহে তদন্ত শুরু করেছে এটিএস। প্রসঙ্গত শনিবার রাতে উদয়পুরের আসারভা রেল স্টেশনের কাছে একটি ব্রিজের ওপরে বিস্ফোরণটি হয়। এব্যাপারে উল্লেখ করা প্রয়োজন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত ৩১ অক্টোবর আসারভা স্টেশন থেকে উদয়পুর-আহমেদাবাদ রেলপথের উদ্বোধন করেছিলেন।

রেলট্র্যাকে বিস্ফোরণ

রেলট্র্যাকে বিস্ফোরণ

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে উদয়পুর এক্সপ্রেস ট্রেনটি যাওয়ার কয়েকঘন্টা আগে আসারভার কাছে বিস্ফোরণটি হয়। তবে স্থানীয় গ্রামবাসীরাই রেল কর্তৃপক্ষকে বিষয়টি জানান। যার জেরে বড় দুর্ঘটনা এড়ানো যায়।

তদন্ত শুরু করেছে এটিএস

তদন্ত শুরু করেছে এটিএস

এরপর ঘটনার তদন্ত শুরু করে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড। এছাড়াও পুলিশ ও রেলকর্মীরাও ঘটনাস্থলে যান। স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে, বিস্ফোরণস্থল থেকে ডিনোনেটর, ডিনামাইট এবং গানপাউডার পাওয়া গিয়েছে। যার জেরে সন্দেহ করা হচ্ছে, এর পিছনে সন্ত্রাসবাদী যোগ রয়েছে।

 রেলের ব্যাখ্যা

রেলের ব্যাখ্যা

উত্তর-পশ্চিম রেলের সিপিআরও জানিয়েছেন, তারা এদিন সকালে খবর পেয়েছেন, ডিনোনেটর ব্যবহার করে আজমীর বিভাগের অন্তর্গত উদয়পুর-হিম্মতনগর সেকশনে জাওয়ার ও খারওয়া চান্দার মধ্যে রেলপথ ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হয়। যার জেরে সেখানে ট্রেনের যাত্রা পথ সংক্ষিপ্ত করা হয়েছে। এব্যাপারে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রীর উদ্বেগপ্রকাশ

রেলপথে বিস্ফোরণের ঘটনায় উদ্বেগপ্রকাশ করে টুইট করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। তিনি বলেছেন উদয়পুর-আহমেদাবাদ রেলপথে ওডা রেল সেতুতে বিস্ফোরণে রেললাইনের ক্ষতির ঘটনা উদ্বেগজনক। পুলিশ-প্রশাসনের পদস্থকর্তারা ঘটনাস্থলে তদন্ত করছেন বলেও জানান তিনি। ডিজিপি নির্দেশ দিয়েছেন, ঘটনার গভীরে গিয়ে তদন্ত করতে। রেল সেতু পুনর্নির্মাণে রাজ্য সরকার পুরো সহযোগিতা করবে বলে জানিয়েছেন তিনি। এই রুটের যাত্রীদের গন্তব্যে পৌঁছতে যানবাহনের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

ইস্তানবুলের ব্যস্ত রাস্তায় ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ১ জনের মৃত্যু! বেশ কয়েকজন আহতইস্তানবুলের ব্যস্ত রাস্তায় ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ১ জনের মৃত্যু! বেশ কয়েকজন আহত

English summary
ATS investigation has started in Udaipur rail track blast which is inaugurated by PM Modi on 31 October
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X