For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নগদের আকালে হয়রানি! কবে সমাধান, কী বলছেন মোদী সরকারের মন্ত্রী

দেশ জুড়ে একাধিক রাজ্যে নগর সংকট। টাকা নেই এটিএম-এ। অনেক এটিএম বন্ধ। আর যেগুলি খোলা রয়েছে সেগুলিতে টাকা পাওয়া যাচ্ছে না। উদ্বেগজনক পরিস্থিতিতে হস্তক্ষেপ করেছে আরবিআই।

  • |
Google Oneindia Bengali News

দেশ জুড়ে একাধিক রাজ্যে নগর সংকট। টাকা নেই এটিএম-এ। অনেক এটিএম বন্ধ। আর যেগুলি খোলা রয়েছে সেগুলিতে টাকা পাওয়া যাচ্ছে না। উদ্বেগজনক পরিস্থিতিতে হস্তক্ষেপ করেছে আরবিআই। অর্থমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী এসপি শুক্লা জানিয়েছেন, তিন দিনের মধ্যে সমস্যার সমাধান হবে।

 নগদের আকালে হয়রানি! কবে সমাধান, কী বলছেন মোদী সরকারের মন্ত্রী

দেশের দশ রাজ্য অসম, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্নাটক, মহারাষ্ট্র, রাজস্থান, উত্তর প্রদেশ এবং মধ্যপ্রদেশের শহরগুলির অধিকাংশ এটিএম-এ টাকা পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ। দিল্লিরও অনেক এটিএম-এ টাকা পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ। আরবিআই-এর তরফে সাফাই, স্বাভাবিকের থেকে বেশি টাকা তোলার কারণেই নগদ সংকট দেখা দিয়েছে অধিকাংশ রাজ্যে।

সকাল থেকেই উল্লিখিত রাজ্যগুলির বিভিন্ন শহরের এটিএমগুলির সামনে লাইন পড়ে যায়। অনেক ক্ষেত্রেই এটিএমগুলি ছিল আউট অফ সার্ভিস কিংবা নো ক্যাশ লেখা।

অর্থমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী এসপি শুক্লা জানিয়েছেন, সরকারের হাতে ১,২৫,০০০ কোটি টাকা রয়েছে। কোনও কোনও রাজ্যে বেশি আর কোনও রাজ্যে কম টাকা থাকায় সমস্যা তৈরি হয়েছে বলে জানিয়েছেন তিনি। সরকারের তরফে রাজ্য ভিত্তিক কমিটি গঠন করা হয়েছে। আরবিআই-এর তরফেও গড়া হয়েছে কমিটি। যাঁরা একরাজ্য থেকে অপর রাজ্যে টাকা নিয়ে যাওয়ার কাজটি দেখছেন। দিন তিনেকের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশাপ্রকাশ করেছেন তিনি।

English summary
ATMs run dry in many parts of the country, solution in 3 days says MoS
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X