For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আত্মনির্ভরতার পথে আরও এক ধাপ, হিউম্যান ট্রায়ালের অনুমতি পেল প্রথম দেশীয় করোনা ভ্যাকসিন

Google Oneindia Bengali News

পুনের সংস্থা জিনোভার সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি করোনা ভাইরাস রোধক ভ্য়াকসিনের হিউম্যান ট্রায়ালের অনুমতি দিল কেন্দ্রীয় সরকার৷ জিনোভার তৈরি এই ভ্যাকসিনটির নাম ম্যাসেঞ্জার আরএনএ৷ কেন্দ্রীয় সরকারর একটি বিবৃতি দিয়ে একথা জানায়৷

হিউম্যান ট্রায়ালের অনুমতি পেল প্রথম দেশীয় করোনা ভ্যাকসিন

জানা গিয়েছে, মেসাঞ্জার ভ্যাকসিনটি নিরাপদ কারণ, এটি প্রকৃতিগতভাবে সংক্রমক নয় এবং স্ট্যান্ডার সেলুলার মেকানিজমের দ্বারা পরীক্ষিত৷ এমনই জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে৷ আমেরিকার ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থা ফাইজারও এই ম্যাসেঞ্জার আরএনএ পদ্ধতি অনুসরণ করেছে৷

জানা গিয়েছে, প্রস্তুতিপর্বে থাকা অন্যান্য করোনা ভাইরাস রোধক ভ্যাকসিনের থেকে আলাদা এই ভ্য়াকসিন৷ বিবৃতি দিয়ে কেন্দ্রীয় সরকারের তরফে বলা হয়েছে, 'ম্যাসেঞ্জার আরএনএ ভ্যাকসিনটি চিরাচরিত রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধিতে কাজ করে না৷ পরিবর্তে মেসাঞ্জার আরএনএ ভ্যাকসিনটি ভাইরাসটির একটি সিন্থেটিক আরএনএর মাধ্যমে শরীরে প্রোটিন তৈরি করার নির্দেশ বহন করে৷'

এদিকে জানা গিয়েছে জানুয়ারি থেকে ভারত বায়োটেকের করোনার দ্বিতীয় ভ্য়াকসিনের ট্রায়াল শুরু হবে৷ এই ভ্য়াকসিনটি নাকের ড্রপের মাধ্য়মে মানুষের শরীরে দেওয়া হবে৷ সংস্থার চেয়ারম্য়ান ডঃ কৃষ্ণা এলা একথা জানান৷ প্রথম ও দ্বিতীয় ধাপে এই ইন্টারনজাল ভ্য়াকসিনের পরীক্ষা শুরু হবে আগামী মাস থেকে৷ ওয়াশিংটন স্কুল অফ মেডিসিনের সঙ্গে এই ভ্য়াকসিন তৈরির জন্য় লাইসেন্সিং চুক্তি করেছে ভারত বায়োটেক৷

English summary
Atmanirbhar Bharat, First Homemade mRNA Vaccine Gets Permission To Start Human Trials in India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X