For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আত্মনির্ভর ভারত: পরিযায়ী শ্রমিকরা অগাস্ট থেকেই পাবে এক দেশ এক রেশন কার্ডের সুবিধা

আত্মনির্ভর ভারত অভিযান আর্থিক প্যাকেজ: পরিযায়ী শ্রমিকদের জন্য অগস্ট থেকেই দেশ এক রেশন কার্ড

Google Oneindia Bengali News

করোনা পরিস্থিতি গোটা দেশে লকডাউন চলছে। তাতে সবচেয়ে বেশি সংকটে পড়েছেন বিভিন্ন রাজ্যে কাজ করতে যাওয়া পরিযায়ী শ্রমিকরা। এই পরিস্থিতিতে তাঁদের কাছে খাবারের যোগান থাকা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। তাই নির্ধারিত সময়ের আগেই এক দেশ এক রেশন কার্ড চালু করার কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। বৃহস্পতিবার আত্মনির্ভর ভারত অভিযান প্যাকেজে পরিযায়ী শ্রমিকদের স্বার্থে এই রেশন পরিষেবা চালু করার কথা জানান তিনি।

এক দেশ এক রেশন

এক দেশ এক রেশন

কেন্দ্রীয় বাজেট অধিবেশনেই ঘোষণা করা হয়েছিল এক দেশ এক রেশন কার্ড চালু করা হয়ে গোটা দেশে। সেই কাজ শুরুও হয়েছিল গোটা দেশে। কেন্দ্রীয় খাদ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছিল গোটা দেশেই সেপ্টেম্বর মাস থেকে এই প্রক্রিয়া ধাপে ধাপে শুরু করা হবে। মূলক পরিযায়ী শ্রমিকদের কথা মাথায় রেখেই এই প্রক্রিয়া শুরু হয়।

অগাস্টেই চালু করার সিদ্ধান্ত

অগাস্টেই চালু করার সিদ্ধান্ত

করোনা আবহের মধ্যেই এক দেশ এক রেশন কার্ড চালু করার সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। আত্মনির্ভর ভারত অভিযানের আর্থিক প্যাকেজ ঘোষণার দ্বিতীয় দিনে পরিযায়ী শ্রমিকদের মুখে অন্ন তুলে দিতে অগস্ট মাস থেকেই এক দেশ এক রেশন কার্ড চালু করার কথা জানিয়েছেন তিনি। ২০২১ সালের মধ্যেই পুরো প্রক্রিয়া শেষ হয়ে যাবে বলে জানানো হয়েছে।

পরিযায়ী শ্রমিকদের স্বার্থে সিদ্ধান্ত

পরিযায়ী শ্রমিকদের স্বার্থে সিদ্ধান্ত

এক দেশ এক রেশন কার্ড চালু হলে দেশের যেকোনও প্রান্তে থাকলেই পরিযায়ী শ্রমিকরা রেশন পাবেন। তাতে তাঁদের অন্নের সংস্থান করার সুবিধা হবে। করোনা আবহে অসংখ্য পরিযায়ী শ্রমিক কাজ হারিয়েছেন এই মুহূর্তে রেশনে পাওয়া চাল-ডালই তাঁদের একমাত্র অন্নের সংস্থান হতে চলেছে।

রেশন কার্ড ছাড়াও খাবার

রেশন কার্ড ছাড়াও খাবার

করোনা পরিস্থিতিতে যে খাদ্য সংকট তৈরি হয়েছে পরিযায়ী শ্রমিকদের তাতে এই মুহূর্তে রেশন কার্ড না থাকলেও খাবার পাবেন তাঁরা। সরকারি নির্ধারিত বিনামূল্যে চাল-ডাল রেশন মারফৎ পাবেন পরিযায়ী শ্রমিকরা। তাতে তাঁদের খাদ্য সংকট কিছুটা হলেও কমবে।

৮ কোটি পরিযায়ী শ্রমিককে বিনামূল্যে খাদ্যশস্য! ৩৫০০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা অর্থমন্ত্রী নির্মলার৮ কোটি পরিযায়ী শ্রমিককে বিনামূল্যে খাদ্যশস্য! ৩৫০০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা অর্থমন্ত্রী নির্মলার

English summary
Atma Nirbhar Bharat Abhiyan Economic Package: Nirmala Sitharaman announce One Nation One Ration card from August
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X