For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাজারে এল ২০০ টাকার নোট, তা হাতে পেতে ছুটে যেতে পারে কালঘাম

বাজারে ছাড়া হলেও এটিএম থেকে নতুন ২০০ টাকার নোট পেতে আরও মাসখানেক অপেক্ষা করতে হবে

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

সরকারিভাবে শুক্রবারই জারি হয়ে গেল ২০০ টাকার নোট। কিন্তু এটিএম থেকে এখনই পাওয়া যাবে না এই নোট। অবশ্য সামনের সপ্তাহ থেকেই ব্যাঙ্কের শাখা থেকে নতুন নোট হাতে পাবেন সাধারণ মানুষ। কিন্তু এটিএম থেকে নতুন নোট পেতে আরও মাসখানেক অপেক্ষা করতে হবে।

বাজারে এল ২০০ টাকার নোট, তা হাতে পেতে ছুটে যেতে পারে কালঘাম

রিজার্ভ ব্যাঙ্ক সূত্রে জানা গিয়েছে, ২০০ টাকার নোটের যা মাপ তাতে করে এটিএমগুলিকে রিক্যালিব্রেশন করতে হবে। সহজভাবে বলতে গেলে, এটিএম ডিসপেন্সরে যে ক্যাসেট বা খাপের মধ্যে নোট থাকে, তা বদলাতে অন্তত মাসখানেক সময় লাগবে। বর্তমানে ১০০, ৫০০ বা ২০০০ টাকার নোটের ক্যাসেটে ২০০ টাকার নোট রাখা যাবে না। ঠিক একই জিনিস দেখা গিয়েছিল গত বছর নোট বাতিলের সময়েও। নতুন ২০০০ ও ৫০০ টাকার নোটের ক্ষেত্রেও একই সমস্যা হয়েছিল।

দেশজুড়ে বিপুল সংখ্যক এটিএমকে রিক্যালিব্রেট করা একদিনের কাজ নয়। ফলে মাসখানেক সময় কমপক্ষে লাগবেই। কিন্তু উপযুক্ত পরিকাঠামো তৈরি না করেই কেন তড়িঘড়ি ২০০ টাকার নোট বাজারে ছাড়া হল সেই প্রশ্নও উঠে আসছে। নোট বাতিলের পর ৫০০ ও ২০০০ টাকার নোট বাজারে আনা হলেও তা প্রয়োজনের তুলনায় অনেক কম। দ্বিতীয়ত ২০০০ টাকার নোট ভাঙাতে সমস্যাও হচ্ছে সাধারণ মানুষের। সেই সমস্ত দিক বিবেচনা করেই এবার ছোট অঙ্কের নোট বাজারে ছাড়া হল আরবিআইএর পক্ষ থেকে জানানো হয়েছে।

[আরও পড়ুন: বাজারে আসার আগেই চিনে নিন নয়া ৫০ টাকার নোটের ৫ টি বৈশিষ্ট্য][আরও পড়ুন: বাজারে আসার আগেই চিনে নিন নয়া ৫০ টাকার নোটের ৫ টি বৈশিষ্ট্য]

English summary
It will take atleast a month for the availability of rs 200 note through ATM's.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X