গোয়ার এটিএম রক্ষী ও হামলাকারীর লড়াই, তারপর কী হল, দেখুন ভিডিও
আঘাত সত্ত্বেও স্নায়ু-যুদ্ধে এটিএম-এ লুট করতে যাওয়া দুষ্কৃতীকে পরাস্ত করলেন রক্ষী। গোয়ার এক এটিএম-এর এই ঘটনা ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। যদিও পালিয়ে যায় ওই দুষ্কৃতী।

গোয়ার পানজিম-এ ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের এটিএম। শুক্রবার ভোর রাতে সেখানে লুটের উদ্দেশে যায় মুখোশ পরা এক দুষ্কৃতী। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে দুষ্কৃতীকে বাধা দিতে যান এটিএম-এর রক্ষী। বাধা পেয়েই হাতুড়ি দিয়ে বারবার ওই রক্ষীর মাথা লক্ষ্য করে আঘাত করতে থাকে হামলাকারী। মাটিতে পড়ে গিয়েও লড়াই চালিয়ে যান এটিএমের ওই রক্ষী। হামলাকারী দরজা খুলে বেরনোর সময়ও পা এগিয়ে দিলেও আর কিছু করতে পারেননি ওই রক্ষী। রক্তাক্ত অবস্থাতেও ধাওয়া করেন এটিএম রক্ষী। দেহে একাধিক আঘাত নিয়ে লড়াই করেও হামলাকারীকে ধরতে ব্যর্থ হন তিনি।
#WATCH:Hit multiple times on the head by a robber, security guard of Bank of Maharashtra ATM in #Goa's Panaji foils attempt. Case registered pic.twitter.com/Ca75oFPGED
— ANI (@ANI) October 28, 2017
পানজিম থানায় বিষয়টি নিয়ে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। সিসিটিভি ফুটেজকে হাতিয়ার করেই ঘটনার তদন্ত শুরু করেছে পানজিম থানা।