For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Atal Pension Yojana: দিনে মাত্র ৭টাকা বাঁচিয়ে কীভাবে পাবেন মাসে ৫০০০টাকা করে পেনশন?

অটল পেনশন যোজনার (Atal Pension Yojana) সুবিধা নিয়ে আসা হয়েছে। অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের ভবিষ্যৎ সুরক্ষিত করতেই এই যোজনা নিয়ে আসে মোদী সরকার। অসাধারণ এই যোজনার শুরু হয় ২০১৫ সালের ৯ মে।

  • |
Google Oneindia Bengali News

বহু মানুষ অসংগঠিত ক্ষেত্রে কাজ করেন। পেনশন কেন বহু সুযোগ সুবিধার বাইরেও কাজ করতে হয় বহু মানুষকে। এই অবস্থায় অবসরের পর সংসার চলবে সেটাই এখন বড় চ্যালেঞ্জ।

আর এই অবস্থায় অটল পেনশন যোজনার (Atal Pension Yojana) সুবিধা নিয়ে আসা হয়েছে।

অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের ভবিষ্যৎ সুরক্ষিত করতেই এই যোজনা নিয়ে আসে মোদী সরকার। অসাধারণ এই যোজনার শুরু হয় ২০১৫ সালের ৯ মে।

নরেন্দ্র মোদীর হাত ধরে এই পেনশন যোজনা শুরু হয়। কয়েক লাখ মানুষ এই যোজনার লাভ পাচ্ছেন। আর তাতেই বোঝা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকারের এই যোজনা ঠিক কতটা সফল!

এই যোজনার মাধ্যমে এই প্রতিবেদনে কীভাবে উপকৃত হতে হবে সেটাই বিস্তারিত ভাবে জানানো হল-

 ৩.৩ কোটিরও বেশি মানুষ APY এর সুবিধা পাচ্ছেন

৩.৩ কোটিরও বেশি মানুষ APY এর সুবিধা পাচ্ছেন

বিভিন্ন সংবাদমাধ্যম এবং PFRDA এর তরফে দেওয়া তথ্যের ভিত্তিতে জানা যাচ্ছে যে, অটল পেনশন যোজনাতে (Atal Pension Yojana) অংশ নিয়েছেন দেশের ৩.৩ কোটিরও বেশি মানুষ।

২০২১ সালের ২৫ অগস্ট পর্যন্ত পাওয়া হিসাব অনুযায়ী বিশাল সংখ্যায় মানুষ এই যোজনাতে সুবিধা পাচ্ছেন। চলতি আর্থিক বছরে সেভিংস অ্যাকাউন্টের মাধ্যমে ২৮ লক্ষ মানুষ এই পেনশনের সুবিধা পাওয়ার জন্যে নাম নথিভুক্ত করেছে। সরকার মনে করছে আরও মানুষ এই যোজনার সঙ্গে যুক্ত হবে আগামীদিনে।

 ১৮ বছর হলেই এই পেনশনের সুবিধা পাওয়া যাবে

১৮ বছর হলেই এই পেনশনের সুবিধা পাওয়া যাবে

PFRDA এর চালানো একটি সমীক্ষার ভিত্তিতে জানা গিয়েছে, ৭৮ শতাংশ অংশগ্রহণকারী ১০০০ টাকা পেনশন পাওয়ার যোজনা নির্দিষ্ট করেছে। মাত্র ১৪ শতাংশ এই যোজনাতে অংশগ্রহণকারী পাঁচ হাজার টাকার পেনশন যোজনার সুবিধা পাওয়ার জন্যে আবেদন করেছে।

এই যোজনার মাধ্যমে ৬০ বছরের পর এক হাজার, দুহাজার, তিন হাজার, চার হাজার, এবং পাঁচ হাজার টাকা পেনশন পাবেন। যে কোনও ভারতীয় নাগরিক ১৮ বছর বয়স হলেই এই যোজনার সুবিধা পাওয়ার জন্যে আবেদন করতে পারবে।

সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত এই আবেদন করতে পারবেন। ডাকঘর কিংবা ব্যাঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট খুলে এই যোজনার সুবিধা নিতে পারবেন।

সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত পেনশন পাওয়া যাবে

সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত পেনশন পাওয়া যাবে

আপনি যদি এই যোজনার মাধ্যমে সুবিধা পেতে চান তাহলে একটি নির্দিষ্ট টাকা প্রিমিয়াম হিসাবে দিতে হবে। প্রত্যেক মাসে ২১০ টাকা করে জমা দিতে হবে। প্রত্যেকদিন সাত টাকা করে জমালে ৩০*৭= ২১০ টাকা হবে।

এই হিসাবে বছরে ২৫২০ টাকা হবে। এই ২১০ টাকা ৬০ বছর পর্যন্ত দিতে হবে। অবসরের পর প্রত্যেক মাসে পাঁচ হাজার টাকা করে পেনশনে পড়তে থাকবে। যা বছরে ৬০ হাজার টাকা হবে।

যদি আপনি এই যোজনার লাভ তুলতে হয় তাহলে যত দ্রুত সম্ভব এই যোজনার সঙ্গে যুক্ত হতে হবে। যদি আপনি মাত্র ১৮ বছর বয়সেই এই যোজনাতে যুক্ত হয়ে সুবিধা পেতে চান তাহলে প্রত্যেকদিন কেবল ৭ টাকা দিতে হবে।

আর তাতে ৬০ বছর বয়সের পর ৫ হাজার টাকা পেনশন পেতে থাকবেন। তবে যদি প্রত্যেক মাস এক হাজার টাকা করে পেনশন পেতে চান তাহলে প্রত্যেক মাসে ৪২ টাকা জমা করতে হবে।

যদি কেউ দুহাজার টাকা পেনশন পেতে চায় তাহলে মাসে ৮৪ টাকা, তিন হাজার টাকা পেনশন পেতে দিতে হবে ১২৬ টাকা। আর যদি মাসে চারর হাজার টাকা পেনশন পেতে হয় তাহলে দিতে হবে মাসে ১৬৮ টাকা।

কীভাবে বিনিয়োগ করবেন?

কীভাবে বিনিয়োগ করবেন?

অটল পেনশন যোজনাতে বিনিয়োগ করতে হলে https://enps.nsdl.com/eNPS/NationalPensionSystem.html ওয়েবসাইটে ভিজিট করতে হবে।

এখানে আপনার আধার কার্ডের বিস্তারিত তথ্য জমা করতে হবে।

এই সমস্ত তথ্য দেওয়ার পরেই রেজিস্টার মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। চার ডিজিটের ওটিপি দেওয়ার পর ভেরিফিকেশন হয়ে যাবে।

ব্যাংকে এবার বিস্তারিত তথ্য দিতে হবে। অ্যাকাউন্ট নম্বর এবং ঠিকানা টাইপ করার পর আপনার অ্যাকাউন্ট অ্যাকটিভ হয়ে যাবে।

এরপর নমিনি সহ সমস্ত তথ্য আপনাকে জানাতে হবে।

ভেরিফিকেশনের জন্যে ফর্মে ই-সাইন করতে হবে। এর সঙে সঙে অটল পেনশন যোজনাতে আপনার রেজিস্ট্রশন সম্পূর্ণ হয়ে যাবে।

English summary
Atal pension yojana: you can get 5000 rupee pension per month, know the details
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X