For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজীব গান্ধীর জন্যই বেঁচেছিলেন বাজপেয়ী! ‘কৃতজ্ঞতা’য় ব্যতিক্রমী দৃষ্টান্তের নজির

অটলবিহারী বাজপেয়ী রাজীব গান্ধীর প্রতি যেমন কৃতজ্ঞ ছিলেন, তেমনই বাজপেয়ীর প্রতি একেবারেই ব্যতিক্রমী ধারণা ছিল রাজীব গান্ধীর। ভারতীয় রাজনীতিতে নয়া সম্পর্কের ইতিহাস তৈরি হয়েছিল উভয়ের মহানুভবতার মেলবন্ধনে।

Google Oneindia Bengali News

শাসক-বিরোধী সম্পর্কের নজিরবিহীন ইতিহাস তৈরি করেছিলেন অটলবিহারী বাজপেয়ী ও রাজীব গান্ধী। অটলবিহারী বাজপেয়ী রাজীব গান্ধীর প্রতি যেমন কৃতজ্ঞ ছিলেন, তেমনই বাজপেয়ীর প্রতি একেবারেই ব্যতিক্রমী ধারণা ছিল রাজীব গান্ধীর। ভারতীয় রাজনীতিতে নয়া সম্পর্কের ইতিহাস তৈরি হয়েছিল উভয়ের মহানুভবতার মেলবন্ধনে।

রাজীব গান্ধীর জন্যই বেঁচেছিলেন বাজপেয়ী! ‘কৃতজ্ঞতা’য় ব্যতিক্রমী দৃষ্টান্তের নজির

'দ্য আনটোল্ড বাজপেয়ী : পলিটিসিয়ান অ্যান্ড প্যারাডক্স'- বইতে অটলবিহারী বাজপেয়ী জানিয়েছিলেন তাঁর কৃতজ্ঞতার কথা। জানিয়েছিলেন, রাজীব গান্ধীর জন্যই বেঁচে আছি। কীভাবে রাজীব গান্ধী তাঁকে আমেরিকায় গিয়ে চিকিৎসা করাতে সাহায্য করেছিলেন, তা তিনি বর্ণনা করেছিলেন। জানিয়ছিলেন, কিডনির সমস্যার জন্য চিকিৎসা করাতে বিদেশে গিয়েছিলেন তিনি রাজীব গান্ধীর সহায়তায়।

[আরও পড়ুন:ইন্দিরা গান্ধীকে 'মা দুর্গা' মনে করতেন বাজপেয়ী! প্রতিপক্ষকে সম্মান প্রদর্শনেও 'অনন্য' ][আরও পড়ুন:ইন্দিরা গান্ধীকে 'মা দুর্গা' মনে করতেন বাজপেয়ী! প্রতিপক্ষকে সম্মান প্রদর্শনেও 'অনন্য' ]

রাজনীতিতে উভয়ের বিরোধ ছিল চরমে। কিন্তু তা কোনওদিন ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলেনি তাঁদের। বাজপেয়ীকে বরাবর আলাদা চোখে দেখে এসেছেন রাজীব গান্ধী। এখনও সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী যেভাবে শ্রদ্ধা ব্যক্ত করেছেন প্রয়াত নেতার প্রতি, তাতেও লুকিয়ে রয়েছে রাজীব গান্ধীর সঙ্গে বাজপেয়ীর মধুর সম্পর্কের আবহ।

সংসদে রাজীব গান্ধী কড়া ভাষায় বিজেপির সমালোচনা করতেন, কিন্তু বাজপেয়ীর ক্ষেত্রে তিনি ছিলেন ব্যতিক্রমী। রাজনীতির সম্পর্কের বাইরেও যে তাঁদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ছিল, তা প্রতিনিয়ত বোঝা যেত। উভয়ের যে সম্পর্ক তৈরি হয়েছিল রাজনীতির বাইরে, তা ছিল একপ্রকার নজিরবিহীন, বর্তমান রাজনীতিতে বিরল।

[আরও পড়ুন:ইন্দিরার পর অটলই বাইরের নেতা হিসাবে এত ভালোবাসা পেয়েছেন বাংলায় ][আরও পড়ুন:ইন্দিরার পর অটলই বাইরের নেতা হিসাবে এত ভালোবাসা পেয়েছেন বাংলায় ]

রাজীবের মৃত্যুর পর স্মৃতিচারণায় অটলবিহারী বাজপেয়ী জানান, তাঁর অসুস্থতার খবর পেয়েই নিজের অফিসে ডেকে পাঠিয়েছিলেন রাজীব গান্ধী। শুনেছিলেন তাঁর শারীরিক সমস্যার কথা। তারপরই তিনি মনে করেছিলেন আমেরিকায় গিয়ে চিকিৎসা করানো দরকার। রাষ্ট্রসংঘের ভারতীয় প্রতিনিধিদের মধ্যে বাজপেয়ীর নাম জুড়ে দিয়েছিলেন তিনি। তাঁর উদ্দেশ্য ছিল, এই সুযোগ কাজে লাগিয়ে যাতে নিউইয়র্কে তিনি চিকিৎসা করাতে পারেন।

[আরও পড়ুন: ভারতের প্রধানমন্ত্রী হিসাবে দুটি বিশেষ রেকর্ড গড়েছেন অটল বিহারী বাজপেয়ী][আরও পড়ুন: ভারতের প্রধানমন্ত্রী হিসাবে দুটি বিশেষ রেকর্ড গড়েছেন অটল বিহারী বাজপেয়ী]

আর এই কথা প্রকাশ করেছিলেন বাজপেয়ী স্বয়ং, রাজীব গান্ধীর প্রয়াণের পর এক স্মৃতিচারণায়। বলেছিলেন, আজ বেঁচে আছি রাজীব গান্ধীর জন্যই। বিরোধী দলের নেতার প্রতি এই শ্রদ্ধাজ্ঞাপন, কৃতজ্ঞতা প্রকাশ ক-জন নেতা করতে পারেন, তা নিয়ে প্রশ্ন রয়েই যায়। কিন্তু পেরেছিলেন অটলবিহারী বাজপেয়ী, প্রতিপক্ষ নেতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে, তাঁর মহানুভবতাকে প্রকাশ করে, নিজের উদারতা ও আন্তরিকতার প্রদর্শন করছিলেন বাজপেয়ী।

[আরও পড়ুন:অটল বিহারী বাজপেয়ীর সবচেয়ে পছন্দের মিষ্টি কি ছিল জানেন ][আরও পড়ুন:অটল বিহারী বাজপেয়ীর সবচেয়ে পছন্দের মিষ্টি কি ছিল জানেন ]

English summary
Atal Bihari Vajpeyee expressed gratitude to Rajiv Gandhi. Rajiv Gandhi sent him at America for treatment. Atal says that he lives for Rajiv Gandhi,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X