For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আজ ৯০তম জন্মদিন অটলবিহারী বাজপেয়ীর

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

অটলবিহারী বাজপেয়ী
নয়াদিল্লি, ২৫ ডিসেম্বর: শুভ জন্মদিন।

৯০ বছরে পা দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী। বুধবার তাঁর জন্মদিন উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে নানা অনুষ্ঠান, আলোচনাসভার আয়োজন করে বিজেপি।

বিজেপি-র একদা স্তম্ভ হিসাবে পরিচিত অটলবিহারী বাজপেয়ী এখন শারীরিক কারণে রাজনীতি থেকে অবসর নিয়েছেন। কিন্তু, তাঁর জনপ্রিয়তা আজও অটুট। ৯০তম জন্মদিনে তাঁর দীর্ঘায়ু কামনা করেন লালকৃষ্ণ আদবানি, নরেন্দ্র মোদী, রাজনাথ সিং, সুষমা স্বরাজ, অরুণ জেটলি প্রমুখ নেতৃবৃন্দ।

১৯২৪ সালের ২৫ ডিসেম্বর জন্মগ্রহণ করেন অটলবিহারী বাজপেয়ী। পরাধীন ভারতে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আন্দোলন করায় জেল খেটেছেন। ১৯৫৭ সালে প্রথম নির্বাচিত হন লোকসভায়। তার পর পাঁচ দশক ধরে ব্যাপ্ত ছিল তাঁর সংসদীয় জীবন। ১৯৯৬ সালে মাত্র ১৩ দিন বসেছিলেন প্রধানমন্ত্রীর কুর্সিতে। তার পর ১৯৯৮ সালে ফের প্রধানমন্ত্রী। ১৯৯৯ সালে জোট রাজনীতির চক্করে সরকার পড়ে গেলে ফের ভোট হয়। আবার জিতে ২০০৪ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী হিসাবে দেশ শাসন করেন। ২০০৯ সালে শারীরিক সঙ্কটের কারণে সরে দাঁড়ান সক্রিয় রাজনীতি থেকে। তবু এখনও তিনি বিজেপি-র কাছে সম্পদ!

রাজনীতি ছাড়াও কবিতা লেখা অটলবিহারী বাজপেয়ীর নেশা। কবি হিসাবে তিনি বন্দিত। গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের একান্ত ভক্ত অটলবিহারী বাজপেয়ী একজন ভালো সাহিত্য সমালোচকও বটে।

English summary
Atal Bihari Vajpayee turns 89 today
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X