For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুধু রাজনৈতিক গাম্ভীর্য নয়, শিশুর সারল্যও ছিল অটল বিহারী বাজপেয়ীর, দেখুন নাচের ভিডিও

হোলির দিনে সাদা পাঞ্জাবিতে রং মেখে বাজপেয়ী সকলের সঙ্গে উল্লাসে মেতেছেন। নেচে আনন্দ ভাগ করে নিচ্ছেন।

  • |
Google Oneindia Bengali News

স্বাধীন ভারতের অন্যতম সেরা রাজনীতিক হিসাবে পরিচিত অটল বিহারী বাজপেয়ী এদিন দিল্লির এইমস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়সজনিত কারণে একাধিক শারীরিক অসুস্থতা গ্রাস করেছিল তাঁকে। কিডনি, মূত্রনালীর সংক্রমণের পাশাপাশি অনেক সমস্যায় জরাজীর্ণ হয়ে পড়েছিলেন তিনি। এদিন বিকেলে তাঁর জীবনাবসান হয়।

শুধু রাজনৈতিক গাম্ভীর্য নয়, শিশুর সারল্যও ছিল অটল বিহারী বাজপেয়ীর, দেখুন নাচের ভিডিও

বাজপেয়ী মিতভাষী, স্বল্পভাষী ও কিছুটা চাপা স্বভাবের ছিলেন। কবিতা ও ভাষণের মধ্যে দিয়ে নিজের মনে ভাব প্রকাশ করতেন। একবার হোলির সময়ে তাঁকে নাচতেও দেখা গিয়েছে। সেই দৃশ্য অবশ্যই বিরল। কবে এই ভিডিও তোলা হয়েছে তা নিশ্চিতভাবে জানা যায়নি। বাজপেয়ীজির প্রয়াণের পর সংবাদসংস্থা এএনআই এই ভিডিও সামনে এনেছে।

দেখা যাচ্ছে, একদল লোকশিল্পী ঘিরে রেখেছে বাজপেয়ীকে। হোলির দিনে সাদা পাঞ্জাবিতে রং মেখে বাজপেয়ী সকলের সঙ্গে উল্লাসে মেতেছেন। নেচে আনন্দ ভাগ করে নিচ্ছেন। আর্কাইভ থেকে এই ভিডিও তুলে এনেছে এএনআই।

[আরও পড়ুন:অটল বিহারীর প্রয়াণে সবচেয়ে কাছের বন্ধু লালকৃষ্ণ আডবাণী কী বললেন ][আরও পড়ুন:অটল বিহারীর প্রয়াণে সবচেয়ে কাছের বন্ধু লালকৃষ্ণ আডবাণী কী বললেন ]

অটল বিহারী বাজপেয়ী দেশের হয়ে তিনবার প্রধানমন্ত্রীর চেয়ারে বসেছেন। প্রথমবার ১৩ দিনের জন্য। দ্বিতীয়বার ১৩ মাসের জন্য ও তৃতীয়বার পুরো পাঁচ বছর অ-কংগ্রেসী সরকার চালনা করেন তিনি। ১৯৯৯-২০০৪ সাল পর্যন্ত তিনি ভারতের প্রধানমন্ত্রী ছিলেন।

[আরও পড়ুন:বাজপেয়ী ছিলেন কুশল ও সংবেদনশীল সাংসদ ! প্রতিক্রিয়া সিপিএম নেতা হান্নান মোল্লার][আরও পড়ুন:বাজপেয়ী ছিলেন কুশল ও সংবেদনশীল সাংসদ ! প্রতিক্রিয়া সিপিএম নেতা হান্নান মোল্লার]

English summary
Atal Bihari Vajpayee enjoy dancing on the occasion of Holi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X