For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সোনিয়া গান্ধীকে ইডির ডেকে পাঠানো নিয়ে প্রতিবাদে কংগ্রেস, যুব নেতাকে চুল ধরে টেনে গাড়িতে ঢোকাল পুলিশ

সোনিয়া গান্ধীকে ইডির ডেকে পাঠানো নিয়ে প্রতিবাদে কংগ্রেস, যুব নেতাকে চুল ধরে টেনে গাড়িতে ঢোকাল পুলিশ

Google Oneindia Bengali News

ন্যাশনাল হেরাল্ড কেস নিয়ে আজ সোনিয়া গান্ধীকে দ্বিতীয়বারের মতো জিজ্ঞাসাবাদ করায় দিল্লিতে আজ কংগ্রেস প্রতিবাদ দেখাচ্ছিল। সেখানেই দেখা গেল ভয়ঙ্কর চিত্র। যুব কংগ্রেস নেতাকে চুল ধরে হির হির করে টানতে টানতে নিয়ে যাওয়া হল।

সোনিয়া গান্ধীকে ইডির ডেকে পাঠানো নিয়ে প্রতিবাদে কংগ্রেস, যুব নেতাকে চুল ধরে টেনে গাড়িতে ঢোকাল পুলিশ

যুব কংগ্রেসের জাতীয় সভাপতি শ্রীনিবাস বিভিকে চুলে টান ধরে টানতে দেখা গেল পুলিশকে। এদিন সোনিয়া গান্ধীকে ন্যাশনাল হেরাল্ড কাণ্ডে জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকেছিল ইডি। তা নিয়েই কংগ্রেস নেতা, কর্মী ও সমর্থকরা রাস্তায় নেমেছিলেন৷ শ্রীনিবাস বিভিকে তখন তাঁর দলের নেতাদের সঙ্গে কথা বলছিলেন এবং দেখাচ্ছিলেন বিক্ষোভ। আচমকা পুলিশ তাঁর সামনে আসে। এরপর তাঁকে চুল ধরে টানতে টানতে নিয়ে গাড়ির ভিতর থেকে বার করার চেষ্টা করে। এরপর নাগাড়ে তাঁকে ধাক্কা দেওয়া হয়৷ ভিডিওতে শ্রীনিবাস গাড়িতে উঠে দাঁড়ানোর চেষ্টা করছিলেন। সাথে সাথে কয়েকজন র‌্যাপিড অ্যাকশন ফোর্সের কর্মী এসে তাঁকে গাড়ির ভিতরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেওয়ার চেষ্টা করে।

নেতা শেষ পর্যন্ত গাড়িতে উঠলে একজন অফিসার নেতাকে গাড়িতে রাখার চেষ্টায় তাকে হাত দিয়ে চেপে ধরে। আগের দিন, রাহুল গান্ধী তার মা সোনিয়া গান্ধীকে ইডি জিজ্ঞাসাবাদের প্রতিবাদে সংসদের কাছে বিজয় চকে বসেছিলেন। পরে তাকে বেশ কয়েকজন কংগ্রেস সাংসদের সাথে পুলিশ আটক করে যারা সেখানে জড়ো হয়েছিল রাষ্ট্রপতি ভবনের দিকে মিছিল করতে কেন্দ্রের দ্বারা এজেন্সিগুলির কথিত অপব্যবহারের প্রতি রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করতে।

যখন তাকে একটি পুলিশ বাসে তুলে একটি অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়, রাহুল গান্ধী অভিযোগ করেন যে "ভারত একটি পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে" এবং "মোদী এর রাজা"।

ওইদিন রাহুল গান্ধী ছাড়াও আটক করা হয় মল্লিকার্জুন খাড়গে, কেসি বেণুগোপাল, শক্তিসিংহ গোহিল-সহ বেশ কয়েকজন সাংসদকে। এই সমস্ত কংগ্রেস সাংসদরা প্রতিবাদ মিছিল করে সংসদ থেকে রাষ্ট্রপতি ভবনে যাচ্ছিলেন, তখনই তাঁদের আটক করা হয়। উল্লেখ্য, ইডির এই অমানবিক জিজ্ঞাসাবাদের বিরুদ্ধে কংগ্রেস সারাদশে সত্যাগ্রহের ডাক দেয়। এনফোর্সমেন্ট জিরেক্টরেট বা ইডি দিল্লির অফিসে সোনিয়া গান্ধী ডেকে দ্বিতীয়বার জিজ্ঞাসাবাদ করছে মঙ্গলবার সকাল থেকে। তাঁর হাজিরার পর থেকে দেশজুড়ি দফায় দফায় বিক্ষোভ প্রদর্শন চলছে। ন্যাশনাল হেরাল্ড আর্তিক দুর্নীতিকাণ্ডে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে।

গত সপ্তাহে একবার দীর্ঘ জিজ্ঞাসাবাদ পর্ব চালিয়েছিল ইডি। তারপর তাঁকে ফেল সমন পাঠানো হয়। মঙ্গলবার হাজিরার সমন পাঠান ইডি। সেইমতো তিনি ইডি দফতরে হাজিরা দিয়েছেন এবং তাঁকে জিজ্ঞাসাবাদ চলছে। সোমবারের মধ্যে হাজিরা দিয়ে বলা হয়েছিল সোনিয়া গান্ধীকে। পরে আরও একটি সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়। সেইমতোই সোনিয়া গান্ধী এদিন হাজিরা দিতে যান। গত বৃহস্পতিবার তাঁকে ২ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁকে সেদিন দু'ডজন প্রশ্ন করা হয়েছিল। সেদিনও কংগ্রেস ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেছিল। কংগ্রেসের নেতানেত্রীদের দাবি ছিল, বিজেপিশাসিত কেন্দ্রীয় সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই এই ষড়যন্ত্র করেছে।

শুধু সোনিয়া গান্ধীই নন, এর আগে রাহুল গান্ধীকে ৫৪ ঘণ্টা জেরা করা হয়েছিল। ৫ দিন ধরে তাঁকে ৫৪ ঘণ্টা জেরা করা হয়। তখনই সোনিয়া গান্ধীকে তলব করা হয়েছিল। কিন্তু করোনা আক্রান্ত হওয়ায় তিন হাসপাতালে ভর্তি ছিলেন। ফলে তিনি সেইসময় হাজিরা দিতে পারেননি ইডি অফিসে। হাসপাতাল থেকে ফিরতেই তাঁকে ফের সমন পাঠানো হয়। শেষমেশ গত বৃহস্পতিবার তিনি হাজিরা দেন। তারপর ফের তিনি হাজিরা দিলেন মঙ্গলবার।

English summary
at the time of protest youth congress leader hair grabbed by police
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X