For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিল্লিতে ডিএমকে-র নতুন পার্টি অফিসেই বিজেপি বিরোধী জোটের বার্তা সোনিয়াদের

দিল্লিতে ডিএমকে-র নতুন পার্টি অফিসেই বিজেপি বিরোধী জোটের বার্তা সোনিয়াদের

  • |
Google Oneindia Bengali News

শনিবার দিল্লিতে ডিএমকে-এর নতুন অফিস উদ্বোধন করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন৷ এই অনুষ্ঠানে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, সিপিআই(এম) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি এবং ন্যাশনাল কনফারেন্সের ফারুক আবদুল্লাহ সহ বিজেপি-বিরোধী দলের নেতাদের দেখা গিয়েছে৷ অনুষ্ঠানে তৃণমূল, টিডিপি, সিপিআই, বিজেডি এবং এসএডি-র নেতারাও উপস্থিত ছিলেন। দিল্লিতে ডিএমকের নতুন কার্যালয়টি উদ্বোধন করেছেন পার্টির প্রধান এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন এবং সোনিয়া গান্ধী অফিসের একটি অংশে ফিতা কেটেছেন। তামিলনাড়ুতে কংগ্রেস ও ডিএমকে জোটে রয়েছে৷

দিল্লিতে ডিএমকে-র নতুন পার্টি অফিসেই বিজেপি বিরোধী জোটের বার্তা সোনিয়াদের

এই অনুষ্ঠানে টিএমসির প্রতিনিধিত্ব হিসেবে উপস্থিত ছিলেন মহুয়া মৈত্র, টিডিপি নেতা রামমোহন নাইডু এবং কে রবীন্দ্র কুমার, সিপিআই থেকে ডি রাজা, বিজেডি থেকে অমর পট্টনায়েক এবং এসএডি থেকে হরসিমরত বাদলও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এদিন দিল্লিতে তামিলনাড়ু সরকারের একাধিক মন্ত্রী, উভয় কক্ষের ডিএমকে-এর সাংসদ এবং স্টালিনের ছেলে উদয়নিধি স্টালিনও উপস্থিত ছিলেন। দিল্লিতে নতুন পার্টি অফিস উদ্বোধন করে দক্ষিণ ভারতের ইতিহাসে নতুন অধ্যায় যোগের দাবি করেছেন স্ট্যালিন।

শনিবার তিনি বলেন, যে এই অফিস তার দল, দলের নীতি এবং তা বাস্তবায়নের বাহন, সঙ্গেই 'দ্রাবিড় মডেল'-এর জন্য জাতীয় রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ স্থান। সারা দেশে ডিএমকে কর্মীদের কাছে একটি আবেদনে স্টালিন 'আন্না-কালাইগনার আরিবালিয়াম' নামের নতুন অফিসটিকে দ্রাবিড়দের দুর্গ হিসাবে স্বাগত জানিয়েছেন। দিল্লিতে ডিএমকের এই নতুন অভিস উদ্বোধনের জন্য বিজেপি এবং অন্যান্য নন-ইউপিএ দলগুলির শীর্ষ নেতাদের সহ প্রায় সমস্ত দলের নেতাদের আমন্ত্রণ জানিয়েছিলেন স্টালিন৷ তবে দিল্লি এসে অফিস উদ্বোধনের আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন এবং শ্রীলঙ্কার অর্থনৈতিক অবস্থার কথা ভেবে সেখানকার তামিলদের সহায়তা করার অনুমতি চেয়েছেন৷

দিল্লিতে ডিএমকে-র নতুন পার্টি অফিসেই বিজেপি বিরোধী জোটের বার্তা সোনিয়াদের

মোদীর সঙ্গে দেখা করে স্টালিন তাঁকে জানিয়েছে যে, লঙ্কার অর্থনৈতিক সংকট তামিলদের সে দেশ ছেড়ে পালাতে বাধ্য করছে। সম্প্রতি এরকম ১৬ জন তামিল শ্রীলঙ্কা থেকে তামিলনাড়ুর উপকূলে এসে পৌঁছেছেন। শ্রীলঙ্কায় জিনিসপত্রের সঙ্কটের কারণে তারা বিপদজনক ঝুঁকি নিয়ে তামিলনাড়ুতে যাত্রা করেছেন বলেও জানিয়েছেন স্টালিন৷ তবে এটা শুরু এরকম আরও লোক আসার সম্ভাবনার কথা প্রধানমন্ত্রীকে জানিয়েছেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করির সঙ্গেও এর আগে দেখা করেছেন স্টালিন।

বঙ্গে রাজনৈতিক দলগুলির জন্য ৪০ কোটির 'ইলেক্টোরাল বন্ড'-এর অনুমোদন দিল আইএফবি অ্যাগ্রোবঙ্গে রাজনৈতিক দলগুলির জন্য ৪০ কোটির 'ইলেক্টোরাল বন্ড'-এর অনুমোদন দিল আইএফবি অ্যাগ্রো

English summary
At the DMK's new party office in Delhi, Sonia gave the message of the anti-BJP alliance
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X