For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৭৫-এ মাতৃত্বের স্বাদ! কন্যা সন্তানের জন্ম দিয়ে নতুন রেকর্ড বৃদ্ধার

আজ কাশ্মীর নিয়ে সুপ্রিমকোর্টের রোষের সামনে পরল কেন্দ্রীয় সরকার এবং জম্মু ও কাশ্মীর প্রশাসন। ৩৭০ ধারা প্রত্যাহার পরবর্তী সময়ে কাশ্মীরিদের আটক করে রাখা সংক্রান্ত এক মামলার আবেদনের

  • |
Google Oneindia Bengali News

মা হওয়ার যে আসলেই কোনও বয়স হয়না তা প্রমাণ করলেন রাজস্থানের ৭৫ বছরের এক বৃদ্ধা। রাজস্থানের কোটায় আইভিএফ পদ্ধতিতে ৬০০ গ্রাম ওজনের একটি কন্যা সন্তানের জন্ম দেন তিনি। এই মুহূর্তে সদ্য সন্তান প্রসবা ওই বৃদ্ধা রয়েছেন কোটার কিঙ্কর হাসপাতালের চিকিৎসাধীন। নবজাতকের ওজন স্বাভাবিকের থেকে কম হওয়ায় তাকে 'নবজাতক পরিচর্যা ইউনিটে’ (এনআইসিইউ) স্থানান্তরিত করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর।

৭৫-এ মাতৃত্বের স্বাদ! কন্যা সন্তানের জন্ম দিয়ে নতুন রেকর্ড বৃদ্ধার

গত সপ্তাহে ভ্রূণের এবং মহিলার স্বাস্থ্য পরীক্ষার পর তাদের বিপজ্জনক অবস্থা দেখে সত্বর বিশেষ 'সি-সেকশন’ পদ্ধতিতে প্রসবের সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা। চিকিৎসকেরা জরুরি অবস্থায় এই বিশেষ পদ্ধতিতে প্রসবের জন্য চিকিত্সকেরা প্রায় সব ধরণের পরিকাঠামোই মজুত রেখেছিলেন বলে হাসপাতাল সূত্রে খবর। পরিপূর্ণ অবস্থায় পৌঁছানোর আগেই গর্ভাবস্থায় মাত্র সাড়ে ছয় মাস থাকার পরই শিশুটির ভূমিষ্ঠ হয় বলে জানান চিকিৎসকেরা।

যেহেতু শিশুটির অকাল প্রসব হয় তাই জরুরি ভিত্তিতে ইতিমধ্যেই শিশুটির পরিচর্যা শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। ওই হাসপাতালরেই চিকিৎসক ড. অভিলাষ কিঙ্কর বলেন 'প্রবীণ মহিলার কোনও সন্তান না থাকায় তিনি এই বয়সেই নিজের একটি সন্তান প্রসবের সিদ্ধান্ত নেন। আমরা ওনাকে সাহায্য করতে পেরে খুশি।’

পাশাপাশি চিকিৎসকেরা এও জানিয়েছেন ওই বৃদ্ধা তাদের পরামর্শ মতো 'আইএফভি’ ও 'আইএএনএস’ পদ্ধতিতেও গর্ভধারণের জন্য রাজি ছিলেন। বয়স-জনিত সমস্যা ছাড়াও যক্ষ্মার কারণে বৃদ্ধার ফুসফুসটি কিছু বছর আগে অকেজো হয়ে পড়ে, এছাড়াও উচ্চ-রক্তচাপ জনিত সমস্যার কারণে 'সি-সেকশন’ পদ্ধতিতে প্রসব করানো বেশ কঠিন ছিল বলে জানান ওই হাসপাতালেরই চিকিৎসক মহলের একাংশ। চিকিৎসকেরা আরও জানান আইভিএফ পদ্ধতিতে গর্ভধারণের ক্ষেত্রে মাত্র ২০ থেকে ৪০ শতাংশ সাফল্যের সম্ভাবনা থাকে। এত বাধা কাটিয়ে অবশেষে গত শনিবার রাতে ওই বৃদ্ধার প্রসব প্রক্রিয়া সফল হয়।

অন্যদিকে গত সেপ্টেম্বরে অন্ধ্রপ্রদেশের গুন্টুর শহরে এরামত্তি নামে বছর ৭৪ এক মহিলা দুটি যমজ কন্যা সন্তানের জন্ম দেন বলে সূত্রের খবর। আইভিএফ পদ্ধতি গর্ভধারণ করে বিয়ের ৫৪ বছর সন্তান প্রসবে সক্ষম হন তিনি। এবার সেই একই অসাধ্য ঘটনা ঘটিয়ে নতুন রেকর্ড গড়লেন রাজস্থানের ওই বৃদ্ধা।

English summary
At the age of 75 rajasthani women give a birth her daughter
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X