For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিংঘু সীমান্তে নিখোঁজ ও গ্রেফতার কৃষকদের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিলেন এই পাঁচ আইনজীবী

সিংঘু সীমান্তে নিখোঁজ ও গ্রেফতার কৃষকদের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিলেন এই পাঁচ আইনজীবী

Google Oneindia Bengali News

লাগাতার আন্দোলন চলছে দিল্লির সিংঘু সীমান্তে। গত ২৬ নভেম্বর থেকে কৃষকরা তিনটে কৃষি আইনের বিপক্ষে এই সীমান্তে এসে প্রতিবাদ করতে শুরু করেছেন। এবার কৃষকদের পাশে এসে দাঁড়ালেন পাঞ্জাবের একদল তরুণ আইনজীবী। তাঁরা সিংঘু সীমান্তে হেল্প ডেস্ক খুলে বসেছেন যাতে গ্রেফতার হওয়া ও নিখোঁজ কৃষকদের সহায়তা করা যায়।

সিংঘু সীমান্তে নিখোঁজ ও গ্রেফতার কৃষকদের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিলেন এই পাঁচ আইনজীবী


পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের ২৪ থেকে ৩৪ বছরের পাঁচজন আইনজীবী প্রতিবাদস্থানের একদম কাছে নিজেদের হেল্প ডেস্ক খুলে বসেছেন, যাতে প্রতিবাদরত কৃষকরা সহজেই তাঁদের সাহায্য চাইতে পারেন। মানসার এক আইনজীবী রমনদীপ কউর (‌২৪)‌ বলেন, '‌আমাদের ১৫০ জনের টিম রয়েছে এবং আমরা তিনটে প্রতিবাদের স্থানে ছড়িয়ে রয়েছি। আমরা বর্তমানে ১৮১ জনের জন্য কাজ করছি, যার মধ্যে ১২৮ জন গ্রেফতার এবং বাকিরা মনে হচ্ছে নিখোঁজ। গ্রেফতার কৃষকদের আমরা জামিনে মুক্তি ও বাড়ির লোকের সঙ্গে সাক্ষাতের ওপর জোর দিচ্ছি।’‌

আইনের দলের পক্ষ থেকে বলা হয় যে তাঁরা গ্রেফতার ও নিখোঁজ কৃষকদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে আর এখন ৬০টি পরিবারের সঙ্গে তাঁদের যোগাযোগ চলছে। কউর বলেন, '‌আমরা এখনও এর ওপর কাজ করে চলেছি। আমরা নিখোঁজ ও গ্রেফতার কৃষকদের বন্ধুদের থেকে তথ্য সংগ্রহ করছি, যাঁরা এখানে রয়েছেন এবং একই ট্রলিতে ছিলেন। আমরা প্রত্যেক ট্রলিতে গিয়ে খোঁজ নিচ্ছি এবং আমাদের পরিষেবা সম্পর্কে সচেতন করছি।’ এই আইনজীবীর দল তাঁদের হেল্প লাইন নম্বর কিষাণ একতা মোর্চার সোশ্যাল সাইটে ও স্থানীয় সংবাদমাধ্যমে প্রচার করেছে। ‌

সিংঘু সীমান্ত ইন্টারনেট না থাকায় অনেক কাজেই বিঘ্ন ঘটছে। চণ্ডীগড়ের আইনজীবী সুখদেব কউর ব্রার বলেন, '‌যে জিনিসগুলির জন্য ইন্টারনেট প্রয়োজন তার জন্য আমরা পাঞ্জাবের আমাদের দলের অন্যান্য সদস্যদের সঙ্গে সমন্বয় করছি। উদাহরণস্বরূপ, আমরা এখানে অনলাইনে এফআইআরগুলি দেখতে পাচ্ছি না, তাই আমরা তাদের ফোন করে এফআইআর নম্বরগুলি বলি এবং তারা সেগুলিতে আমাদের দেয়।’

সংযুক্ত কিষাণ মোর্চার পক্ষ থেকে দাবি করা হয়েছে যে কমপক্ষে ২১ জন ব্যক্তি নিখোঁজ প্রজাতন্ত্র দিবসের হিংসাত্মক ঘটনার দিন থেকে। তাঁদের কথা না এফআইআরে উল্লেখ রয়েছে না তাঁরা বাড়ি ফিরে গিয়েছে। আইনজীবীদের সহায়ককারী ভাঙ্গু বলেন, '‌আমরা এরকম ২১ জন ব্যক্তির খোঁজ করছি। তাঁদের পরিবার ও বন্ধুরা আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। এর পাশাপাশি দিল্লি পুলিষের এফআইআরেও এঁদের কথা উল্লেখ করা নেই।’‌‌

৫ কোটি দিলেই খুন মোদীকে! চাঞ্চল্যকর ফেসবুক পোস্ট করে গ্রেফতার যুবক ৫ কোটি দিলেই খুন মোদীকে! চাঞ্চল্যকর ফেসবুক পোস্ট করে গ্রেফতার যুবক

English summary
A team of lawyers at the Singh border in Delhi to help farmers
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X