For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নীতি আয়োগের সভায় ফের একবার একযোগে নির্বাচনের বিষয়টি তুললেন মোদী

নীতি আয়োগ গভর্নিং কাউন্সিলের চতুর্থ সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবার কেন্দ্রীয় ও রাজ্য স্তরে একযোগে নির্বাচনের বিষয়টি তুলেছেন।

Google Oneindia Bengali News

রবিবার নীতি আয়োগের বৈঠকে ফের একবার একসঙ্গে লোকসভা ও বিধানসভা ভোট করার জন্য সওয়াল করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবিষয়ে বিস্তারিত আলোচনা দাবি করেছেন তিনি। দীর্ঘদিন ধরেই কেন্দ্র এই সমান্তরাল নির্বাচনের প্রস্তাব দিয়ে আসছে। তাদের দাবি এতে সময় ও অর্থ দুই বাঁচবে। বিরোধীরা অবশ্য এর বাস্তবতা নিয়েই প্রশ্ন তুলেছে। সেইসঙ্গে এই ব্যবস্থা ফেডেরাল নীতিরও বিরোধী বলে দাবি তাদের।

ফের একযোগে নির্বাচনের কথা তুললেন মোদী

এর আগে প্রধানমন্ত্রী এ বিষয়ে সব দলগুলিকে রাজনীতির ঊর্ধে উছে ভাবার আহ্বান জানিয়েছিলেন। এমনকী, লোকসভার অধিবেশনেও বিষয়টি উত্থাপন করেছিলেন। গত বছর নীতি আয়োগ ২০২৪ সাল থেকে দুই পর্যায়ে একই সঙ্গে লোকসভা ও বিধানসভা ভোট করার প্রস্তাব দিয়েছিল। তারা বলেছিল এতে সরকারের উন্নয়নমূলক কাজ কম বাধাপ্রাপ্ত হবে। কিন্তু সে সেই প্রস্তাব কোনও দলই সমর্থন করেনি।

রবিবার সেই নীতি আয়োগের বৈঠকে সেই প্রসঙ্গ ফের তোলেন প্রধানমন্ত্রী। বৈঠকের পরে এক বিবৃতিতে বলা হয়, 'আর্থিক সাশ্রয় এবং সম্পদের সর্বোত্তম ব্যবহারের মতো বিভিন্ন দিক বিবেচনা করে প্রধানমন্ত্রী একযোগে লোকসভা ও বিধানসভার নির্বাচন করার বিষয়ে ব্যাপক বিতর্ক ও আলোচনা আহ্বান করেছেন।' নীতি আয়োগের ভাইস-চেয়ারম্যান রাজিব কুমার জানান বৈঠকে মোদী ভারতে একটি 'স্থায়ী নির্বাচনী ব্যবস্থা' রয়েছে জানিয়ে সব নির্বাচনের জন্য এক অভিন্ন ভোটার তালিকার প্রস্তাব দিয়েছেন।

বৈঠক শেষে নীতি আয়োগের প্রধান অমিতাভ কান্ত জানান, কমিশনকে ১৫ বছরের ভিশন ডকুমেন্ট, ৭ বছরের অ্যাকশন ডকুমেন্ট এবং ৩ বছরের অ্যাকশন প্ল্যান তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বলেন, 'আমরা উন্নয়নের বিষয়ে কঠোর পরিশ্রম করেছি এবং এটা প্রস্তুত হয়ে গিয়েছে। আমাদের মতো এত দ্রুতগতিতে কেউ কাজ করেনি।'

English summary
In the fourth meeting of the Niti Aayog Governing Council, the Prime Minister Narendra Modi again flagged the issue of simultaneous elections at the central and the state level.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X