আগুন লাগার পরেই বিস্ফোরণ! ফের আতঙ্ক বিশাখাপত্তনমের কেমিক্যাল ফ্যাক্টরিকে ঘিরে
অন্ধ্রপ্রদেশের বিশাথাপত্তনমে রাসায়নিকের কারখানায় ব্যাপক বিস্ফোরণ। এখনও পর্যন্ত ৪ জন জখম বলে জানা গিয়েছে। এঁদের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক। আগুন লাগার পরে বিস্ফোরণ হয় বলে জানা গিয়েছে। গত ২ মাসে একই জেলায় এই ধরনের তৃতীয় ঘটনা।
ফের কাঁপল উত্তর পূর্বের রাজ্য! আতঙ্ক বাসিন্দাদের মধ্যে

রাত ১১ টা নাগাদ আগুন থেকে বিস্ফোরণ
রাত ১১ টা নাগাদ বিশাখাপত্তনম শহরের বাইরে পারাভাদায় রামকি ফার্মা সিটিতে বিশাখা সলভেন্টস আগুন থেকে বিস্ফোরণ হয়। জেলাশাসক জানিয়েছেন, প্রাথমিক তদন্তে দেখা গিয়েছে পাঁচটি রিঅ্যাক্টরের মধ্যে একটিতে বিস্ফোরণ হয়।

৪ জন জখম
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় ৪ জন সেই প্ল্যান্টে উপস্থিত ছিলেন। সবাই জখম হয়েছেন। এঁগের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে গাজুওয়াকার বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ফার্মা সিটি থেকে ১৫ কিমি দূরে বিশাখাপত্তনম শহরে বিস্ফোরণের আওয়াজ পাওয়া গিয়েছে। শহরবাসী বলছেন, ১২ থেকে ১৫ টি বিস্ফোরণের শব্দ তাঁরা পেয়েছেন।

আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা
খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে আগুন নেভানোর জন্য তৎপরতা শুরু হয়ে যায়। দমকলের ১২ টি ইঞ্জিয় যায় ঘটনাস্থলে। জলের সঙ্গে আগুন নেভাতে ফোমও ব্যবহার করা হয়। প্রায় ৪ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

৭ মে গ্যাস লিক করে ১২ জনের মৃত্যু
৭ মে বিশাখাপত্তনমের এলজি পরিমার্সে গ্যাস লিক করে ১২ জনের মৃত্যু হয়। অসুস্থ হয়ে পড়েছিলেন বহু মানুষ।
