For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাহুল গান্ধীর 'ভারত জোড়ো যাত্রা'র হাই অ্যালার্টের মধ্যেই বিস্ফোরণ! জম্মুতে আহত কমপক্ষে ছয়জন

জম্মুও শক্তিশালী দুই বিস্ফোরণে ছয়জন আহত হয়েছেন। শহরের নারওয়াল এলাকায় বিস্ফোরণগুলি হয়। বিস্ফোরণের সময় ঘটনাস্থলে বেশ কয়েকজন পুলিশকর্মী উপস্থিত ছিলেন। ফলে বিস্ফোরণে আহতদের মধ্যে তাঁদের সংখ্যাই বেশি।

  • |
Google Oneindia Bengali News

জম্মুও শক্তিশালী দুই বিস্ফোরণে ছয়জন আহত হয়েছেন। শহরের নারওয়াল এলাকায় বিস্ফোরণগুলি হয়। বিস্ফোরণের সময় ঘটনাস্থলে বেশ কয়েকজন পুলিশকর্মী উপস্থিত ছিলেন। ফলে বিস্ফোরণে আহতদের মধ্যে তাঁদের সংখ্যাই বেশি। বিস্ফোরণের পরে আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

জম্মু জোনের পুলিশের অতিরিক্ত মহানির্দেশক জানিয়েছেন জম্মুর নারওয়ালে জোড়ো বিস্ফোরণে ছয়জন আহত হয়েছেন।

আইইডি বিস্ফোরণ হতে পারে

প্রশাসনিক আধিকারিকরা জানিয়েছেন, ফরেনসিক দল এবং বম্ব স্কোয়াডের সদস্যরা নারওয়ালের বিস্ফোরণ স্থলে গিয়েছেন। প্রাথমিক তদন্ত পুলিশের অনুমান এই বিস্ফোরণ আইইডি বিস্ফোরণ হতে পারে। ত্রিশ মিনিটের ব্যবধানে বিস্ফোরণ দুটি হয়। বিস্ফোরণের পরে এলাকাটি ঘিরে রাখে পুলিশ। এই বিস্ফোরণের কয়েকদিন আগে রাজৌরিতে হওয়া বিস্ফোরণে দুই শিশু-সহ সেখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের সাতজন মৃত এবং চোদ্দজন আহত হয়েছিলেন।

যাঁরা আহত হয়েছেন

যাঁরা আহত হয়েছেন

পুলিশ সূত্রে খবর, বিস্ফোরণে মাহিন্দা বোলেরো গাড়ি ব্যবহার করা হয়। এই বিস্ফোরণে আহতরা হলেন সুহেল ইকবাল(৩৫), সুীল কুমার (২৬), বিশ্বপ্রতাপ (২৫), বিনোদ কুমার (৫২), অমিত কুমার (৪০), রাজেশ কুমার (৩৫) এবং অরুণ কুমার।

নিরাপত্তার আশ্বাস দিয়েছিলেন অমিত শাহ

নিরাপত্তার আশ্বাস দিয়েছিলেন অমিত শাহ

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গত সপ্তাহে আশ্বাস দিয়েছিলেন জম্মু অঞ্চলে নিরাপত্তা জোরদার করা হবে। এব্যাপারে একটি পরিকল্পনা তৈরির কথাও তিনি জানিয়েছিলেন। রাজৌরিতে বিস্ফোরণে মৃতদের পরিবারের সঙ্গে তাঁর দেখা করার কথা থাকলেও আবহাওয়া খারাপ থাকায় তা আর হয়নি। তবে তিনি ফোনে মৃতদের পরিবারের সঙ্গে কথা বলেছিলেন। মনোযোগের সঙ্গে তাঁদের কথা শএানার পাশাপাশি উপ রাজ্যপালের সঙ্গেও তিনি কথা বলেন। বিস্ফোরণে যাঁদের মৃত্যু হয়েছিল, তাঁদের সাহসের তারিফ করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

ভারত জোড়ো যাত্রায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ

ভারত জোড়ো যাত্রায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ

রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রায় এই মুহূর্তে জম্মু ও কাশ্মীরে রয়েছেন। যে কারণে উদ্বেগ রাজনৈতিক মহলে। যদিও নিরাপত্তাজনিত কারণে জম্মু ও কাশ্মীরেরে ভারত জোড়ো যাত্রার একটা বড় অংশ বাসে করে সম্পন্ন হচ্ছে। শ্রীনগরে মেগা সমাবেশের মাধ্যমে ভারত জোড়ো যাত্রা শেষ হতে চলেছে। সেখানে কংগ্রেসের জাতীয় পর্যায়ের অনেক নেতাই উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। প্রসঙ্গত গত সেপ্টেম্বর কন্যাকুমারী থেকে ভারত জোড়ো যাত্রা শুরু হয়েছিল। পরবর্তী সময়ের প্রায় ১২৫ দিনে ৩৪০০ কিমি পথ অতিক্রম করেছে এই যাত্রা।

ভারত জোড়ো যাত্রার সময় প্রবীণ কংগ্রেস নেতা জয়রাম রমেশ জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের কেন্দ্রীয় সিদ্ধান্তের সমালোচনা করেছেন। সেখানকার জনগণের জন্য এটিকে অপমান বলেও মন্তব্য করেছেন তিনি।

সুরাতে তৈরি হয়েছে প্রধানমন্ত্রীর স্ট্যাচু! নরেন্দ্র মোদীর সোনার মূর্তি তৈরির পিছনে কী কারণসুরাতে তৈরি হয়েছে প্রধানমন্ত্রীর স্ট্যাচু! নরেন্দ্র মোদীর সোনার মূর্তি তৈরির পিছনে কী কারণ

সুরাতে তৈরি হয়েছে প্রধানমন্ত্রীর স্ট্যাচু! নরেন্দ্র মোদীর সোনার মূর্তি তৈরির পিছনে কী কারণ

English summary
At least 6 people are injured in a blast amid high alerts on Rahul Gandhi's 'Bharat Joro Yatra
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X