For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘ডুবো'-অনুপ্রবেশই লক্ষ্য! গভীর সমুদ্রে ডাইভিং প্রশিক্ষণ ৫০ জইশ-জঙ্গির, ভারতও তৈরি

ফের জঙ্গি নজরে ভারত। অন্তত ৫০ জন জইশ-ই-মহম্মদ জঙ্গি ভারতে আক্রমণ চালাতে পারে। সীমান্ত সুরক্ষা বাহিনীর সূত্র মারফত জানানো হয়েছে, ৫০ জন জঙ্গি গভীর সমুদ্রে ডাইভিংয়ের প্রশিক্ষণ নিচ্ছে।

  • |
Google Oneindia Bengali News

ফের জঙ্গি নজরে ভারত। অন্তত ৫০ জন জইশ-ই-মহম্মদ জঙ্গি ভারতে আক্রমণ চালাতে পারে। সীমান্ত সুরক্ষা বাহিনীর সূত্র মারফত জানানো হয়েছে, ৫০ জন জঙ্গি গভীর সমুদ্রে ডাইভিংয়ের প্রশিক্ষণ নিচ্ছে। তাঁরা ভারতীয় নৌ বাহিনীর উপর হামলা চালাতে পারে। সেই কারণেই এই বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা বলে মনে করছে বিএসএফ।

গভীর সমুদ্রে ডাইভিং প্রশিক্ষণ ৫০ জইশ-জঙ্গির, ভারতও তৈরি

আর্মি সাউদার্ন কমান্ডের জিওসি-ইন-সি, লেফটেন্যান্ট জেনারেল এসকে সাইনি জানিয়েছেন, তিনি ভারতের দক্ষিণাঞ্চলে একটি সন্ত্রাসী হামলা হতে পারে বলে তথ্য পেয়েছেন। তিনি বলেন, কিছু পরিত্যক্ত নৌকার আনাগোনা দেখা গিয়েছে সমু্দ্রে। ভারত ও পাকিস্তানের সীমান্তে বাড়তি নজরদারির বন্দোবস্ত করেছে সেনা।

দক্ষিণ ভারতজুড়ে এই সন্ত্রাসী হামলার জন্য সতর্কতা জারি করা হয়েছে নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে। সেইসঙ্গে কেরালা পুলিশ প্রধান-সহ সমস্ত জেলা পুলিশ প্রধানকেও সতর্ক করা হয়েছে। জেলা পুলিশ প্রধানকে বাসস্ট্যান্ড, রেলস্টেশন, বিমানবন্দর এবং অন্যান্য জনবহুল স্থানে সতর্কতা ণঅবলম্বন করতে বলা হয়েচে।

এর আগে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল করমবীর সিং পুনেতে বলেন, পাকিস্তানের সন্ত্রাসী গোষ্ঠী জইশ-ই-মহম্মদ ভারতে ডুবো হামলা চালানোর প্রশিক্ষণ দিচ্ছে। একইসঙ্গে তিনি জানান, ভারতীয় নৌবাহিনী এ জাতীয় যে কোনও প্রচেষ্টা ব্যর্থ করতে প্রস্তুত। তিনি নিশ্চিত করেন, উপকূলীয় সুরক্ষা ব্যবস্থা অটুট রয়েছে। সমুদ্র পথে কোনও অনুপ্রবেশ ঘটবে না।

এদিন গোয়েন্দা সূত্রে পাওয়া আপডেট নিয়ে জানানো হয়, জইশ-ই-মহম্মদের একটি আন্ডারওয়াটার শাখা জল থেকে আক্রমণ চালানোর প্রশিক্ষণ চালাচ্ছে। তবে পাকিস্তান কোনওরকম সুবিধা করতে পারবে না। ভারতীয় নিরাপত্তা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। যে কোনও প্রচেষ্টা ব্যর্থ করে দেবে ভারত।

English summary
At least 50 Jaish-e-Mohammed terrorists are undergoing training in deep-sea. They take training of diving to launch an underwater attack in India.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X