For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুম্বইয়ে নৌবাহিনীর জাহাজ INS Ranvir-এ বিস্ফোরণ! মৃত অন্তত ৩, আহত বেশ কয়েকজন

Google Oneindia Bengali News

ভারতীয় নৌবাহিনীর জাহাজে বিস্ফোরণে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। আহত বেশ কয়েকজন। আজ দুর্ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের নৌঘাঁটিতে। জাহাজের অন্যান্য কর্মী ও আধিকারিকরা তৎপর থাকায় আইএনএস রণবীর (INS Ranvir) জাহাজটিতে তেমন ক্ষতি হয়নি।

মুম্বইয়ে নৌবাহিনীর জাহাজে বিস্ফোরণ! মৃত অন্তত ৩, আহত বেশ কয়েকজন

(প্রতীকী ছবি)

সংবাদসংস্থা এএনআই ভারতীয় নৌবাহিনীর এক আধিকারিককে উদ্ধৃত করে জানাচ্ছে, ইস্টার্ন নেভাল কম্যান্ড থেকে আইএনএস রণবীর ২০২১ সালের নভেম্বর থেকে ক্রস কোস্ট অপারেশনে মোতায়েন করা ছিল। অল্প কিছু সময়ের মধ্যেই সেটির বেস পোর্ট বা বন্দরে ফেরার কথা ছিল। কিন্তু যুদ্ধজাহাজটির ইন্টার্নাল কম্পার্টমেন্টে আচমকাই বিস্ফোরণটি ঘটে।

বিস্ফোরণে সেখানে কর্মরত অবস্থায় থাকা নৌবাহিনীর তিন কর্মীর মৃত্যু হয়। ১১জন আহত নাবিককে নৌবাহিনীর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের পর জাহাজের অন্য কর্মীরা দ্রুত অবস্থা নিয়ন্ত্রণে আনায় বড় ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়। বিস্ফোরণের কারণ খুঁজে বের করতে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে।

১৯৮৬ সালের ২৮ অক্টোবর থেকে ভারতীয় নৌবাহিনীতে রয়েছে আইএনএস রণবীর, যেটি পাঁচটি রাজপুত-ক্লাস ডেস্ট্রয়ারের মধ্যে চতুর্থ। গত বছরের অক্টোবরে আইএনএস রণবিজয় আগুন লাগায় চারজন আহত হয়েছিলেন। বিশাখাপত্তনমের নৌ-বন্দরে দাঁড়িয়ে থাকাকালীন এই দুর্ঘটনাটি ঘটেছিল। গত বছর মে মাসে এয়ারক্র্যাফট বহনকারী আইএনএস বিক্রমাদিত্যে আগুন লাগার অ্যালার্ম শুনে দ্রুত আগুন নেভানো সম্ভব হয়েছিল। কেউ হতাহত হননি। কিন্তু এদিনের ঘটনার পর কেন নৌবাহিনীর জাহাজগুলিতে এত দুর্ঘটনা ঘটছে তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। তদন্তে কী বেরিয়ে আসে সেদিকেই সকলের নজর।

English summary
At Least 3 Naval Personnel Died In A Blast Onboard Indian Navy Destroyer INS Ranvir. Several Others Were Injured In The Incident That Happened At The Naval Dockyard In Mumbai.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X