For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সুদানে ভয়াবহ বিস্ফোরণে মৃত কমপক্ষে ১৮ ভারতীয়! শোকপ্রকাশ মোদী-মমতার

সিরামিক কারখানায় এলপিজি ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ সুদানে। সেই বিস্ফোরণে কমপক্ষে ১৮ জন ভারতীয় শ্রমিকের মৃত্যু হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

সিরামিক কারখানায় এলপিজি ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ সুদানে। সেই বিস্ফোরণে কমপক্ষে ১৮ জন ভারতীয় শ্রমিকের মৃত্যু হয়েছে। আরও অন্তত ১৩০ জন আহত হয়েছেন। ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে এই তথ্য দেওয়া হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, এই কারখানায় কমপক্ষে ৬৮ জন ভারতীয় শ্রমিক ছিলেন।

কমপক্ষে ১৮ ভারতীয়ের মৃত্যু

দেরিতে পাওয়া খবরে জানা গিয়েছে, সুদানের রাজধানী খার্তুমের বাহারি এলাকায় শিলা সিরামিক ফ্যাক্টরি। সেখানেই মঙ্গলবার এই ঘটনাটি ঘটে। তারপর থেকে নিখোঁজ ১৬ জন ভারতীয়। এখনও পর্যন্ত সরকারিভাবে নিশ্চিত করা না হলেও, সেখানে ১৮ জন ভারতীয়ের মৃত্যু হয়েছে বলে সর্বশেষ খবরে জানা গিয়েছে। দেহগুলি এতটাই পুড়ে গিয়েছে যে চিহ্নিতকরণ পর্যন্ত সম্ভব হচ্ছে না।

বিভিন্ন রাজ্যের শ্রমিক

বিভিন্ন রাজ্যের শ্রমিক

খার্তুমে ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতীয় শ্রমিকরা মূলত উত্তর প্রদেশ, বিহার, রাজস্থান, তামিলনাড়ু এবং গুজরাতের।

আহত ও নিখোঁজদের তালিকা প্রকাশ

বুধবার ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে হাসপাতালে ভর্তি থাকা ভারতীয়দের তালিকা প্রকাশ করা হয়। এছাড়াও যাঁরা নিখোঁজ রয়েছেন তাঁদের তালিকাও প্রকাশ করা হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, সাতজনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। যাঁদের মধ্যে ৪ জনের অবস্থা সংকটজনক।

কমপক্ষে ৩৪ জন ভারতীয় শ্রমিককে সন্নিহিত সালুমি সিরামিক ফ্যাক্টরিতে থাকার বন্দোবস্ত করা হয়েছে।

প্রধানমন্ত্রীর শোক

সুদানে বিস্ফোরণে মৃত ভারতীয়দের প্রতি শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মমতা বন্দ্যোপাধ্যায়ের শোক

সুদানে বিস্ফোরণে মৃত ভারতীয়দের প্রতি শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

English summary
At least 18 Indian workers are killed and over 130 others injured in an LPG tanker blast in Sudan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X