For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অ্যাস্ট্রাজেনকা করোনা ভ্যাকসিনের সেকেন্ড ট্রায়াল শুরু ভারতে, তদারকিতে সেরাম ইনস্টিটিউট

অ্যাস্ট্রাজেনকা করোনা ভ্যাকসিনের সেকেন্ড ট্রায়াল শুরু ভারতে, তদারকিতে সেরাম ইনস্টিটিউট

Google Oneindia Bengali News

প্রথম পর্যায়ের পরীক্ষা শেষ। এবার দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা। করোনা ভাইরাস ভ্যাকসিনের দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা শুরু হল ভারতে। সেরাম ইনস্টিটিউটের তত্বাবধানে ব্রিটেনের অ্যাসট্রাজেনকার সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি করোনা ভ্যাকসিনের পরীক্ষা মূলক প্রয়োগের দ্বিতীয় পর্যায় শুরু হয়েছে। সেকেন্ড ট্রায়ালের জন্য গোটা ভারতের ১০ টি সেন্টার চিহ্নিত করা হয়েছে।

করোনা ভ্যাকসিনের সেকেন্ড ট্রায়াল

করোনা ভ্যাকসিনের সেকেন্ড ট্রায়াল

ব্রিটেনের অক্সফোর্ড এবং অ্যাস্ট্রাজেনকার যৌথ উদ্যোগে তৈরি করোনা ভাইরাস ভ্যাকসিনের সেকেন্ড ট্রায়াল শুরু হল ভারতে। সেরাম ইনস্টিটিউটের তত্বাবধানে শুরু হয়েছে সেকেন্ড ট্রায়াল। গোটা দেশে মোট ১০টি সেন্টারকে বেছে নেওয়া হয়েছে সেকেন্ড ট্রায়ালের জন্য। এই সেন্টারগুলিতেই থার্ড বা তৃতীয় পর্যায়ের ট্রায়ালও হওয়ার কথা।

মুম্বইয়ে দুটি সরকারি হাসপাতালে পরীক্ষা

মুম্বইয়ে দুটি সরকারি হাসপাতালে পরীক্ষা

মুম্বইয়ের দুটি সরকারি হাসপাতােলও এই অ্যাস্ট্রাজেনকার করোনা ভ্যাকসিনের ট্রায়ালের অনুমতি দিয়েছে আইসিএমআর। মুম্বইয়ের প্যারেলে কিং এডওয়ার্ড মেমোরিয়াল হাসপাতাল এবং মুম্বই সেন্ট্রাসের বিওয়াই এল নায়ার হাসপাতাল। এই দুটি হাসপাতালে অক্সফোর্ড এবং অ্যাস্ট্রাজেনকার তৈরি করোনা ভ্যাকসিনের দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের ট্রায়াল হবে।

অগাস্ট থেকেই পরীক্ষা

অগাস্ট থেকেই পরীক্ষা

৩২০ ভলেন্টিয়ারের উপর করোনা ভ্যাকসিনের পরীক্ষা শুরু হয়ে যাবে অগাস্টের শেষ থেকেই। ২০ থেকে ৫০ বছর বয়সীদের উপর করোনা পরীক্ষার ট্রায়াল রান শুরু হবে। অক্সফোর্ডের তৈরি করোনা ভ্যাকসিনকে ভারতে কোভিডশিল্ড নাম দেওয়া হয়েছে।

করোনা ভ্যাকসিন আনছে রাশিয়া

করোনা ভ্যাকসিন আনছে রাশিয়া

করোনা ভ্যাকসিন ইতিমধ্যেই তৈরি করে ফেলেেছ রাশিয়া। সেপ্টেম্বরেই রাশিয়ায় মিলবে করোনা ভ্যাকসিন। প্রথমে সেদেশের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের দেওয়া হবে করোনা টীকা। তারপর বাকিদের দেওয়া হবে করোনা টীকা। অন্যান্য দেশেও করোনা টীকা সরবরাহ করা হবে বলে জানিয়েছে রাশিয়া।

বিশ্বজোড়া করোনা মহমারীকে কারা আরও ছড়িয়ে দিচ্ছে! উত্তর জানান দিল 'হু'বিশ্বজোড়া করোনা মহমারীকে কারা আরও ছড়িয়ে দিচ্ছে! উত্তর জানান দিল 'হু'

English summary
AstraZeneca coronavaccine second trial start trough Serum institute
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X