For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অসংসদীয় শব্দের প্রয়োগ করে ইমেল পাঠিয়ে গ্রেফতার অসমের অধ্যাপক

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অসংসদীয় শব্দের প্রয়োগ করে ইমেল পাঠিয়ে গ্রেফতার অসমের অধ্যাপক

Google Oneindia Bengali News

সরকারের নীতি নিয়ে সমালোচনা ও রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অসংসদীয় শব্দ ব্যবহার করে কর্মকর্তাদের ইমেল পাঠানোর অভিযোগে অসমের এক সহযোগী অধ্যাপককে গ্রেফতার করল পুলিশ। শনিবার হাইলাকান্দি জেলার এক কলেজের অধ্যাপককে গ্রেফতার করা হয়।

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অসংসদীয় শব্দের প্রয়োগ করে ইমেল পাঠিয়ে গ্রেফতার অসমের অধ্যাপক


পুলিশ জানিয়েছে যে গ্রেফতারের পর পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে। হাইলাকান্দি সদর পুলিশ স্টেশনের অফিসার ইন–চার্জ আম্পি দাওলাগুপু জানিয়েছেন যে অভিযুক্ত সরকারি নীতির নিন্দা জানিয়ে জেলা পুলিশ সুপারের অফিসিয়াল ইমেল অ্যাকাউন্টে ইমেল পাঠিয়েছিল এবং মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অসংসদীয় শব্দও ব্যবহার করেছিল বলে অভিযোগ তোলা হয়েছে।

তিনি ইচ্ছাকৃতভাবে জাতীয় শিক্ষা নীতি ২০২০ এবং রাজ্যে চলমান '‌গুণোৎসব’‌–এর সমালোচনা করেছিলেন। দাওলাগুপু এও দাবি করেছেন যে ইমেলে সরকারি স্কুলের মূল্যায়ন করার জন্য শিক্ষা বিভাগের একটি অনুশীলন করার দাবি তোলেন অধ্যাপক। তিনি বলেন, '‌এসপিকে ইমেল পাঠানোর পাশাপাশি, তিনি একই ধরনের মেল পাঠান জেলার আরও এক সরকারি অধিকর্তাকে।’‌ ওসি বলেছেন, '‌বৃহস্পতিবার থেকে আমরা অধ্যাপককে জিজ্ঞাসাবাদ করতে শুরু করেছি এবং শনিবার অবশেষে আমরা তাঁকে গ্রেফতার করলাম।’‌

এ বিষয়ে কলেজের অধ্যক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, সহযোগী অধ্যাপককে গ্রেপ্তারের বিষয়ে তার কাছে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য নেই।

English summary
associate professor of assam arrested for sending emails criticizing government policy and the chief minister
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X