For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৭ সাংসদের সম্পত্তির ওপর নজর আয়কর দফতরের, তালিকায় ৯৮ বিধায়কও

৭জন সাংসদ ও ৯৮ জন বিধায়কদের সম্পত্তির তদন্ত শুরু করবে সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস, জনপ্রতিনিধিদের বেহিসেবি সম্পত্তি মামলায় একটি এফিডেফিট পেশ করেছিল একটি স্বেচ্ছাসেবী সংস্থা

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

৭জন সাংসদ ও ৯৮ জন বিধায়কদের সম্পত্তির তদন্ত শুরু করবে সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস। সোমবার এই সংক্রান্ত একটি মামলার শুনানিতে সুপ্রিমকোর্টকে এমনই জানাল সিবিডিটি।

৭ সাংসদের সম্পত্তির ওপর নজর আয়কর দফতরের, তালিকায় ৯৮ বিধায়কও

কিছুদিন আগেই লোক-প্রহরী নামে লখনউয়ের একটি স্বেচ্ছাসেবী সংস্থা সুপ্রিমকোর্টে একটি মামলা দায়ের করে। মামলায় অভিযোগ করা হয়েছে, ২৬জন লোকসভার সাংসদ, ১১জন রাজ্যসভার সাংসদ ও ২৫৭জন বিধায়কের সম্পত্তি বহুগুন বেড়েছে। এবিষয়ে তদন্তের দাবি জানিয়ে শীর্ষ আদালতে মামলা দায়ের হয়।

সোমবার এই মামলার শুনানিতে সিবিডিটি আদালতকে জানায়, ২৬জন সাংসদের মধ্যে প্রাথমিকভাবে ৭জন সাংসদকে বেছে নেওয়া হয়েছে, যাদের সম্পত্তি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে বাকিদের রেহাই দেওয়া হয়েছে এমনটা নয়, বাকি সাংসদ ও বিধায়কদের সম্পত্তির পরিমাণও খতিয়ে দেখা হচ্ছে এবং শীঘ্রই তাঁদের বিরুদ্ধেও আয়কর দফতর তদন্ত শুরু করবে বলে সুপ্রিমকোর্টকে জানিয়েছে সিবিডিটি। প্রাথমিক তদন্তে আয়কর দফতর পেয়েছে, এই সাতজন সাংসদের সম্পত্তির পরিমাণ বহুগুন বেড়েছে, ফলে তাঁদেরকেই প্রথমেন চিহ্নিত করা হয়েছে। মঙ্গলবারই তাঁদের নাম মুখবন্ধ খামে আদালতের কাছে পেশ করা হবে বলে জানিয়েছে সিবিডিটি।

৭ সাংসদের সম্পত্তির ওপর নজর আয়কর দফতরের, তালিকায় ৯৮ বিধায়কও

সমস্ত জনপ্রতিনিধি, মূলত সাংসদ ও বিধায়কদের সম্পত্তির খতিয়ান সময় সময়ে খতিয়ে দেখে আয়কর দফতর। কোথাও কোনও বেনিয়ম দেখলেই বিশেষভাবে সেই ব্যক্তির ওপর নজর রাখা হয় বলে আয়কর দফতর সূত্রে জানা গিয়েছে।

[আরও পড়ুন: মাত্র ১৫ মাসেই অসাধ্য সাধন, ইডি-র পরিসংখ্যান দেখলে চমকে উঠবেন][আরও পড়ুন: মাত্র ১৫ মাসেই অসাধ্য সাধন, ইডি-র পরিসংখ্যান দেখলে চমকে উঠবেন]

English summary
Substantial increase in assets of 7 MP's and 98 MLA's are being investigated, says CBDT to Supreme Court, a NGO filed an affidavit in this regard.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X