For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০২১ বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গ থেকে কেরলে কাদের হাওয়া জোরদার, সমস্ত বুথ ফেরৎ সমীক্ষা একনজরে

২০২১ বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গ থেকে কেরলে কাদের হাওয়া জোরদার, সমস্ত বুথ ফেরৎ সমীক্ষা একনজরে

  • |
Google Oneindia Bengali News

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন সহ দেশের ৪ রাজ্য ও এক কেন্দ্রশাসিত অঞ্চলের ভোটের অগ্নিপরীক্ষার ফলাফল আসন্ন ২ রা মে। তবে, পশ্চিমবঙ্গ বিধানসভার অষ্টম দফার ভোট মিটতেই এবার নজর বুথ ফেরৎ সমীক্ষার দিকে। ৪ রাজ্য ও এক কেন্দ্রশাসিত অঞ্চলের ভোটে সবচেয়ে বেশি দফায় ভোট হয়েছে বাংলায়। তাই বাংলার অষ্টম দফাই ছিল ২০২১ বিধানসভা ভোটে সারা দেশের নিরিখে শেষ দফা। এদিকে, বিভিন্ন রাজ্যের নিরিখে বুথ ফেরৎ সমীক্ষার সংখ্যায় যেমন আজকের নজর থাকছে, তেমনই তার রাজনৈতিক বিশ্লেষণও তাৎপর্যবাহী। একদিকে পশ্চিমবঙ্গ, অসম, কেরলে শাসকদলের গড় ধরে রাখার লড়াই। অন্যদিকে, বাংলায় বিজেপির মসনদ দখলের লড়াইয়ের পাশাপাশি কেরল , তামিলনাড়ুতে ভোটঅঙ্কে অ্যাডভান্টেজে আসার লড়াই। এছাড়াও অসমে বিজেপি আপাতত মসনদ সামাল দেওয়ার যুদ্ধে নেমেছে। এদিকে, স্থানীয় দলগুলি যেমন তামিলনাড়ুর এআইএডিএমকে, ডিএমকে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস জমি ধরে রাখার অঙ্ককে পাখির চোখ করেছে। এদিকে, এসবের মাঝেই কংগ্রেস সরকার পতনের পর পুদুচেরির বুকে বিজেপির পদ্ম ফোটে কি না, সেদিকে তাকিয়ে গোটা দেশ। সব মিলিয়ে এমন ধুন্ধুমার ভোট যুদ্ধের বুথ ফেরৎ সমীক্ষার ফলাফল একনজরে।

পশ্চিমবঙ্গ

পশ্চিমবঙ্গ

২০২১ ভোট জিততে পশ্চিমবঙ্গের ২৯৪ আসনের ভোট যুদ্ধে ম্যাজিক ফিগার ১৪৮। তবে এরই মাঝে বেশ কয়েকটি কেন্দ্রে উপনির্বাচন বাকি রয়েছে। তার আগে, বুথ ফেরৎ সমীক্ষা বলছে, সি-ভোটারের সমীক্ষায় তৃণমূল কংগ্রেস পেতে পারে ১৫২-১৬৪টি আসন, বিজেপি পেতে পারে ১০৯-১২১টি আসন, সংযুক্ত মোর্চা পেতে পারে ১৪-২৫টি আসন। অন্যান্যরা কোনও আসন পাবে না। সিএনএক্সের সমীক্ষায় তৃণমূল কংগ্রেস পেতে পারে ১২৮-১৩৮টি আসন, বিজেপি পেতে পারে ১৩৮-১৪৮টি আসন, সংযুক্ত মোর্চা পেতে পারে ১১-২১টি আসন। অন্যান্যরা কোনও আসন পাবে না। গ্রাউন্ড জিরো রিসার্চের সমীক্ষায় তৃণমূল কংগ্রেস পেতে পারে ১৫৭-১৮৫টি আসন, বিজেপি পেতে পারে ৯৬-১২৫টি আসন, সংযুক্ত মোর্চা পেতে পারে ৮-১৬টি আসন। অন্যান্যরা কোনও আসন পাবে না।

 তামিলনাড়ু

তামিলনাড়ু

২৩৪ আসনের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ১১৮ এর ম্যাজিক ফিগার নিয়ে লড়াইয়ে রয়েছে এআইএডিএমকে, ডিএমকে সহ কমল হাসানের মাক্কাল নিধি মাইয়াম। সেখানের বুথ ফেরৎ সমীক্ষা জানান দিচ্ছে-সি-ভোটারের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী তামিলনাড়ুতে বিজেপি-এআইএডিএমকে জোট এবার হারের মুখে দাঁড়িয়ে আছে। এই সমীক্ষা অনুযায়ী বিজেপি ৫৮ থেকে ৭০টি আসন পেতে পারে। ফলে ম্যাজিক ফি্গার থেকে অনেক আগেই থমকে যাবে তাদের আসন সংখ্যা। উল্লেখ্য, তামিলনাড়ুতে ম্যাজিক ফিগার ১১৮। সি ভোটারের সমীক্ষা অনুযায়ী ডিএমকে-কংগ্রেস জোট ১৬০ থেকে ১৭২টি আসন পেতে পারে। এবার দক্ষিণের এই রাজ্যে পালাবদল একপ্রকার নিশ্চিত।

কেরল

কেরল

কেরলে ১৪০ আসনের লড়াইতে একদিক কংগ্রেস জোট অন্যদিকে শাসক বাম জোট । যার মধ্যে ৭১ হচ্ছে সেখানে সরকার গঠনের ম্যাজিক ফিগার। কেরলের বুথ ফেরৎ সমীক্ষা বলছে- প্রসঙ্গত, রিপাবলিক সিভোটারের সমীক্ষায় দেখা যাচ্ছে রিপাবলিক সি এনএক্সের সমীক্ষা অনুযায়ী এলডিএফ ৭৮ থেকে ৮০ টি আসন পাবে। ইউডিএফ ৫৮ থেকে ৬৪ টি আসন পেতে পারে। তাৎপর্যপূর্ণভাবে লাল দুর্গ বিজেপি পেতে পারে ১ থেকে ৫ টি আসন। বাকিদের ঘর শূন্য থাকবে বলে দাবি করা হচ্ছে। এদিকে বাম রাজ্য কেরল নিয়ে সমীক্ষা বলছে এলডিএফ পেতে পারে ১০৪ থেকে ১২০ টি আসন। ইউডিএফ পেতে পারে ২০ থেকে ৩৬ টি আসন। বিজেপি পেতে পারে ০ থেকে ২ টি আসনষ বাকিরা ২ টি আসন পাবে। কেরল নিয়ে পিএমআরকিউয়ের সমীক্ষা বলছে এলডিএফ পাবে ৭২ থেকে ৭৯ টি আসন, ইউটিএফ পাবে ৬০ থেকে ৬৬ টি আসন। বিজেপি পেতে পারে খুব জোর ৩ টি আসন। বাকিরা ০ থেকে ১ টি।

অসম

অসম

১২৬ আসনের অসম বিধানসভা নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট ৮৬ আসন দখল কর ২০১৬ সালে সরকার গঠন করে। এবার সেখানে এআইইউডিএফ ও , কংগ্রেসের বামেদের সঙ্গে বিজেপি জোটের এজিপি ও ইউপিপিএলের লড়াই রয়েছে। সেখানের বুথ ফেরৎ সমীক্ষা বলছে- ইন্ডিয়া টুডের সমীক্ষা বলছে, অসমে ৭৫ থেকে ৮৫টি আসন পেতে পারে বিজেপি। ৪০ থেকে ৫০ টি আসন পেতে পারে কংগ্রেস। অন্যান্যরা ১ থেকে ৪টি আসন পেতে পারে

পুদুচেরি

পুদুচেরি

৩০ আসনের পুদুচেরিতে ইতিমধ্যেই কংগ্রেস সরকারের পতন ঘটেছে । এরপর কোনদিকে যাবে সেখানের রাজনৈতিক আবহ , সেদিকে তাকিয়ে গোটা দেশ। সেখানের বুথ ফেরৎ সমীক্ষা কী বলছে দেখা যাক- সিএনএক্স রিপাবলিক ফলাফল বলছে, পুদুচেরিতে এনডিএ পেতে পারে ১৬ থেকে ২০ টি আসন। অন্যদিকে কংগ্রেস ও ডিএমকে সেখানে ১১ থেকে ১৩ টি আসন পেতে পারে বলে জানা গিয়েছে এই সমীক্ষায়। পুদুচেরি নিয়ে সিভোটারের সমীক্ষা বলছে এনডিএ সেখানে ১৯ থেকে ২৩ টি আসন পেয়ে যেতে পারে। কংগ্রেস সেই জায়গা থেকে ৬ থেকে ১০ আসন পেতে পারে। বাকিরা ১থেকে ২ টি আসন পেতে পারে। ইন্ডিয়া টুডে অ্যাক্সিসের সমীক্ষা বলছে , পুদুচেরিতে এনডিএ ২০ থেকে ২৪ টি আসন পেতে পারে । ৩০ আসনের বিধানসভায় সেখানে ইউপিএ পেতে পারে ৬ থেকে ১০ টি আসন। এমনই দাবি ইন্ডিয়া টুডের।

English summary
Assembly Election 2021 Exit Poll Results for West Bengal, Tamil Nadu, Assam, Kerala, and Puducherry over all Updates in Bengali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X