লোকসভা নির্বাচনের সঙ্গেই ভোট জম্মু ও কাশ্মীরে, আর কী বললেন মুখ্য নির্বাচন কমিশনার
জম্মু ও কাশ্মীরের বিধানসভা নির্বাচন লোকসভা নির্বাচনের সঙ্গেই। একথা স্পষ্ট করে দিল নির্বাচন কমিশন। দুই দিনের সফরের শেষে মঙ্গলবার নির্বাচন কমিশন একটি সাংবাদিক বৈঠক করে। সেখানেই জম্মু ও কাশ্মীরের বিধানসভা ভোটের বিষয়টি স্পষ্ট করেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা।

সোমবারই নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ নিয়ে শ্রীনগরে পৌঁছন মুখ্য নির্বাচন কমিশন। প্রথম দিন পুলিশ-প্রশাসনের সঙ্গে বৈঠক করে রাজ্যের শান্তি ও শৃঙ্খলা সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়। কোন কোন এলাকায় জঙ্গি হামলা বা বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের সমস্য়া রয়েছে তা নিয়েও বিস্তারিত তথ্য সংগ্রহ করে নির্বাচন কমিশন। সফরের দ্বিতীয় দিন অর্থাৎ মঙ্গলবার ছিল সমস্ত রাজনৈতিক দলগুলির সঙ্গে সাক্ষাৎ-এর দিন। বিজেপি, পিডিপি, ন্যাশনাল কনফারেন্স, সিপিএম এবং ন্য়াশনাল প্যান্থার্স পার্টি-র সঙ্গে জম্মু-তে বৈঠক হয় কমিশনের।
অধিকাংশ রাজনৈতিক দলই একইসঙ্গে বিধানসভা ও লোকসভা ভোট করার পক্ষে সায় দেয়। কমিশনের সঙ্গে বৈঠক সেরে বাইরে বেরিয়ে বিশিষ্ট বিজেপি নেতা তথা রাজ্যের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী কাবিন্দর গুপ্তা জানান, লাদখ অঞ্চল, জম্মু এবং কাশ্নীরের বেশকিছু জেলায় শান্তিপূর্ণভাবেই ভোট হতে পারে। কাশ্মীরের কিছু জেলায় বিচ্ছিন্নতাবাদীদের উপদ্রব আছে। সেই কারণে তাঁরা একদিন ভোট না করে কয়েক দফায় ভোট করার আর্জি রেখেছেন।
Chief Election Commissioner Sunil Arora on if J&K polls will be held along with LS polls: Commission had discussions with J&K Chief Secretary, DGP, Union Home Secretary, & all political parties. We'll consider everything & inform about the decision at a press conference in Delhi. pic.twitter.com/VT8Rt9aYtn
— ANI (@ANI) March 5, 2019
কংগ্রেসের রাজ্য সহ-সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী রমন ভাল্লা জানান, লোকসভা নির্বাচন যদি হতে পারে তাহলে বিধানসভা নির্বাচনকে কেন পিছনে
ঠেলে দেওয়া হবে। একই সঙ্গে লোকসভা ও বিধানসভা নির্বাচনেরও দাবি তুলেছেন তিনি।
ন্যাশনাল কনফারেন্সের প্রাদেশিক প্রেসিডেন্ট দেবেন্দর সিং ভার্মাও কমিশনকে জানিয়েছেন যত দ্রুত সম্ভব বিধানসভা নির্বাচন করতে। পিডিপি-র পক্ষে কমিশনের সঙ্গে বৈঠকে প্রতিনিধি দলকে নেতৃত্ব দেন চৌধুরী জুলফিকার আলি। তিনিও পিডিপি-র পক্ষ থেকে যত দ্রুত সম্ভব বিধানসভা নির্বাচনের আর্জি রাখেন।
জম্মু ও কাশ্মীরে প্রতিটি রাজনৈতিক দলের সঙ্গে তাদের যে আলোচনা হয়েছে মঙ্গলবার সাংবাদিক বৈঠকে তা ঘোষণা করেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা। লোকসভা নির্বাচনের সঙ্গে সঙ্গে জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচন হচ্ছে তাও জানিয়ে দেন। তবে, এই নিয়ে বিস্তারিত তথ্য এবং জম্মু ও কাশ্মীরের বিধানসভা ভোট গ্রহণের তারিখ সব কিছু দিল্লিতে সাংবাদিক বৈঠকে জানানো হবে বলে জানিয়েছেন মুখ্য় নির্বাচন কমিশনার সুনীল আরোরা।