For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

LIVE পাঁচ রাজ্যের বুথ ফেরত সমীক্ষা ২০২২: কোন রাজ্যে কে এগিয়ে, কী বলছে এক্সিট পোল

Google Oneindia Bengali News

উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের সপ্তম তথা শেষ দফার ভোটাভুটির মধ্য দিয়েই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ সমাপ্ত হল। এরপরে আগামী ১০ মার্চ বৃহস্পতিবার ফলাফল প্রকাশিত হবে। তবে তার আগে এদিন সন্ধ্যায়, ভোটগ্রহণ সমাপ্ত হওয়ার পরে বুথ ফেরত সমীক্ষার ফল প্রকাশিত হচ্ছে। সেখানে বিভিন্ন সংস্থার ফলাফলে কে কোন রাজ্যে এগিয়ে থাকে বা সরকার গড়ার জায়গায় থাকে তার একটা আভাস পাওয়া যেতে পারে। উত্তরপ্রদেশ, পাঞ্জাব, গোয়া, মণিপুর, উত্তরাখণ্ডের এক্সিট পোলের আপডেট জেনে নিন একনজরে।

LIVE পাঁচ রাজ্যের বুথ ফেরত সমীক্ষা ২০২২

Newest First Oldest First
10:20 PM, 7 Mar

উত্তরাখণ্ডে কংগ্রেস ৩২-৩৮টি আসন পেয়ে সরকার গড়তে পারে। এমনটাই বলছে সি ভোটারের বুথ ফেরত সমীক্ষা।
10:19 PM, 7 Mar

সি ভোটার বুথ ফেরত সমীক্ষা বলছে পাঞ্জাবে আপ ৫১-৬১টি আসন পেতে পারে।
10:18 PM, 7 Mar

সি ভোটারের সমীক্ষায় উত্তরপ্রদেশে বিজেপি ২২৪-২৪৪টি আসন পেতে পারে।
10:08 PM, 7 Mar

চাণক্যর বুথ ফেরত সমীক্ষায় সপা ১০৫টি, বসপা ২টি ও কংগ্রেস ১টি আসন পেতে পারে।
10:07 PM, 7 Mar

চাণক্যর বুথ ফেরত সমীক্ষা বলছে উত্তরপ্রদেশে বিজেপি ২৯৪টি আসন পেতে পারে।
9:15 PM, 7 Mar

পোলস্ট্র্যাট বুথ ফেরত সমীক্ষা বলছে উত্তরপ্রদেশে বিজেপি ২১১-২২৫টি আসন পেতে পারে। সপা ১১৬-১৬০টি আসন পেতে পারে।
8:49 PM, 7 Mar

পাঞ্জাব বাদে চার রাজ্যের নির্বাচনেই বিজেপি জয়লাভ করতে চলেছে বলে বুথ ফেরত সমীক্ষায় উঠে এসেছে।
8:37 PM, 7 Mar

পোল অব পোলস বলছে পাঞ্জাবে আপ ৫৯-৭৫টি আসন পেয়ে সরকার গড়তে পারে।
8:32 PM, 7 Mar

জি নিউজের সমীক্ষায় উত্তরপ্রদেশে ফের বিজেপি সরকারের আভাস।
8:25 PM, 7 Mar

উত্তরপ্রদেশে বিজেপি ২৮৮-৩২৬টি আসন পাবে - বলছে ইন্ডিয়া টুডের বুথ ফেরত সমীক্ষা।
8:18 PM, 7 Mar

পোল অব পোলস বলছে উত্তরপ্রদেশে বিজেপি ২৩১টি আসন পেতে পারে।
7:58 PM, 7 Mar

টাইমস নাও: কংগ্রেস ২২, আপ ৭০, অকালি দল জোট ১৯, অন্যান্য ৬
7:49 PM, 7 Mar

পাঞ্জাবের সমীক্ষা নিয়ে চাণক্য জানাচ্ছে আপ ১০০ ± ১১ আসন, কংগ্রেস ১০ ± ৭ আসন, অকালি দল+ ৬ ± ৫ আসন, বিজেপি+ ১ ± ১ আসন, অন্যান্য দল ০ ± ১ আসন পাবে
7:26 PM, 7 Mar

চাণক্যর বুথ ফেরত সমীক্ষা বলছে পাঞ্জাবে আপ ১০০টি আসন পেতে পারে।
7:18 PM, 7 Mar

ইন্ডিয়া নিউজ-জন কি বাত বুথ ফেরত সমীক্ষা বলছে পাঞ্জাবে আপ ৬০-৮৪টি আসন পেতে পারে।
7:05 PM, 7 Mar

অ্যাক্সিস মাই ইন্ডিয়া সমীক্ষা বলছে পাঞ্জাবে আপ ৭৬-৯০টি আসন পেতে পারে।
6:57 PM, 7 Mar

ইন্ডিয়া টিভির এক্সিট পোল বলছে ১৬-২২টি আসন পেয়ে গোয়ায় বিজেপি সরকার গড়তে পারে।
6:47 PM, 7 Mar

P-Marq বুথ ফেরত সমীক্ষা বলছে উত্তরপ্রদেশে বিজেপি ২৪০টি আসন পাবে। সপা ১৪০টি, বিএসপি ১৭ ও কংগ্রেস ৪টি আসন পাবে।
6:39 PM, 7 Mar

নিউজ এক্স সমীক্ষা বলছে পাঞ্জাবে আম আদমি পার্টি সংখ্যাগরিষ্ঠার কাছাকাছি পৌঁছে যেতে পারে।
6:23 PM, 7 Mar

ভোটাভুটি শেষ। এবার শুরু হবে বুথ ফেরত সমীক্ষার ফলাফল প্রকাশ। তাতেই কিছুটা আভাস মিলবে, কোন রাজ্যে কোন দল এগিয়ে বা সরকার গড়তে চলেছে।
5:46 PM, 7 Mar

বিকেল ৫টা পর্যন্ত উত্তর প্রদেশে ভোট পড়েছে ৫৪.১৮ শতাংশ
5:30 PM, 7 Mar

রেকর্ড ভোট পড়েছে বারাণসীতে
4:17 PM, 7 Mar

বিকেল ৩টে পর্যন্ত উত্তর প্রদেশে ভোট পড়েছে ৪৬.৪০ শতাংশ
3:41 PM, 7 Mar

বিপুল সংখ্যক ভোট পড়ল বারাণসীতে
2:20 PM, 7 Mar

দুপুর ১টা পর্যন্ত উত্তর প্রদেশে ভোট পড়েছে ৩৫.৫১ শতাংশ
1:44 PM, 7 Mar

ভ্যানগাড়িতে করে উত্তর প্রদেশের আজমগড়ে ভোট দিলেন বৃদ্ধা
1:33 PM, 7 Mar

উত্তর প্রদেশের ভোটারদের শেষ দফায় ভোট দেওয়ার আর্জি বিএসপি নেত্রী মায়াবতীর
1:17 PM, 7 Mar

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের লাইন বাড়ছে উত্তর প্রদেশের বিভিন্ন বুথে
12:29 PM, 7 Mar

সকাল ১১টা পর্যন্ত উত্চর প্রদেশে ভোট পড়েছে ২১.৫৫ শতাংশ
12:08 PM, 7 Mar

সপ্তম দফায় ৪৫টি আসনে লড়ছে বিজেপি প্রার্থীরা
READ MORE

English summary
UP, Punjab, Goa, Uttarakhand, and Manipur Assembly Election Exit Poll Result's 2022 Live Updates in Bengali: All 5 state elections exit polls were released on the evening of Monday 7th March after the polling for the last phase of Uttar Pradesh elections concluded
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X