For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফল অপ্রত্যাশিত হলেও চিন্তিত নন অরুণ জেটলি, মনে করালেন ২০০৩-০৪

বিধানসভা নির্বাচন ২০১৮-এর ফলাফল নিয়ে অরুণ জেটলির প্রতিক্রিয়া।

  • |
Google Oneindia Bengali News

সোমবার (১১ ডিসেম্বর) পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ফল বেরোতে দেখা গিয়েছে রাজস্থান, মধ্য়প্রদেশ, ছত্তিশগড় তিন রাজ্যেই কংগ্রেসের থেকে পিছিয়ে পড়েছে বিজেপি। এতে কিছুটা ভাঙলেও মচকালেন না কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। তাঁর মতে এই ফল অপ্রত্যাশিত হলেও লোকসভা ভোটে এর কোনও প্রভাব পড়বে না।

অপ্রত্যাশিত হলেও বিধানসভা ভোটের ফলে চিন্তিত নন অর্থমন্ত্রী

তিনি বলেছেন, এটা বরং তাঁদের কাছে লোকসভার আগে কেন প্রত্যাশিত ফল হল না তা বিশ্লেষণ করার বড় সুযোগ। প্রতিষ্ঠান বিরোধী ভোটের তত্ত্বও তিনি মানতে নারাজ। তাঁর মতে, মধ্য়প্রদেশ ও ছত্তিশগড় দুই রাজ্যেই ১৫ বছর ধরে তাঁদের সরকার দেখতে দেখতে মানুষের মনে একঘেয়েমি এসেছে।

তবে ওএই বিধানসভা ভোটের ফল লোকসভায় কোনও ফ্যাক্টর হবে না বলেই তাঁর বিশ্বাস। তিনি উল্লেখ করেছেন ২০০৩ সালের কথা। ২০০৩-এর ডিসেম্বরে এই রাজ্যগুলিতে বিধঝানসভা ভোটে জয় পেয়েছিল বিজেপিই। কিন্তু তারপর ২০০৪ সালে লোকসভা ভোটে তাদের হার হয়েছিল। তাঁর সাফ কথা ২০১৯ সালে মানুষ ভোট দেবে কেন্দ্রীয় সরকারের কাজ, আর নরেন্দ্র মোদীর নেতৃত্ব দেখে।

জেটলি জানিয়েছেন বিধানসভা আর লোকসভা ভোটের ইস্যু একেবারেই ভিন্ন। ২০১৯ সালের লোকসভা ভোট হবে পরীক্ষিত একটি সরকারগকে ভোট দেব, না নড়বড়ে আদর্শহীন একটি জোটকে সরকারে আনব এই বিষয়কে সামনে রেখে। বিধানসভা ভোটে অনেক স্থানীয় সমস্যা বড় হয়ে দাঁড়ায়, তা লোসভায় থারবে না। কাজেই ভোটের এই ফল অপ্রত্য়াশিত হলেও তিনি চিন্তিত নন।

English summary
Here is how Arun Jaitley reacts on the results of Assembly elections 2018.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X