For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাঁচ রাজ্যের বিধানসভা গণনার ফল, এক নজরে দেখে নিন কোন রাজ্যে ‌কোন দল কত ভোট পেল

পাঁচ রাজ্যের বিধানসভা গণনার ফল, এক নজরে দেখে নিন কোন রাজ্যে ‌কোন দল কত ভোট পেল

Google Oneindia Bengali News

বৃহস্পতিবার পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণায় চার রাজ্য উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, মণিপুর ও গোয়ায় বিজেপির জয়জয়কার হলেও সকলের দৃষ্টি আকর্ষণ করেছে পাঞ্জাব। শিরোমণি অকালি দল (‌স্যাড)‌ ও কংগ্রেসের সাত দশকের শক্ত ঘাঁটি উপড়ে ফেলে পাঞ্জাবে জয় এনেছে আম আদমি পার্টি। কংগ্রেস মুক্ত ভারত মিশনে একদিকে যেমন বিজেপির জয় হয়েছে, অপরদিকে দিল্লির পর পাঞ্জাবেও আপের জয় এই দলকে জাতীয় রাজনৈতিক দলে পরিণত করেছে। এবার এক ঝলকে দেখে নেওয়া যাক কোন রাজ্যে কোন দল কত শতাংশ ভোটে এগিয়ে বা পিছিয়ে রইল।

উত্তরপ্রদেশ

উত্তরপ্রদেশ

এই রাজ্যে ফের বিজেপির জয়জয়কার। ভারতীয় জনতা পার্টি উত্তরপ্রদেশে ৪১.৬ শতাংশ ভোট পেয়েছে। তাদের প্রাপ্ত ভোটের সংখ্যা ৩৪,৭৫৭, ১৯৫। এরপরেই রয়েছে সমাজবাদী পার্টি। উত্তরপ্রদেশে বিজেপির প্রধান প্রতিদ্বন্দ্বি। এরা ৩২ শতাংশ ভোট পেয়েছে, সপার প্রাপ্ত ভোট সংখ্যা ২৬,৮৭৭,৬৯৩। মায়াবতীর বহুজন সমাজ পার্টি এই নির্বাচনে ১২.৮ শতাংশ ভোট পেয়েছে, বসপার প্রাপ্ত ভোটের সংখ্যা ১০,৭০৫,৮৯৮। উত্তরপ্রদেশে কংগ্রেসের অবস্থা খুবই খারাপ, তাদের প্রাপ্ত ভোটের সংখ্যা ২,০০১,৪০০, অর্থাৎ ২.‌৪ শতাংশ ভোট পেয়েছে এই দল। রাষ্ট্রীয় লোক দল এ রাজ্যে কংগ্রেসের থেকে ভালো ফল করেছে। তারা ভোট পেয়েছে ৩ শতাংশ, অর্থাৎ ২,৫৬০,৪০৮। এছাড়াও অন্যান্য দল মিলিয়ে ৬.‌৫ শতাংশ ভোট এসেছে, অর্থাৎ ৫,৪৭৩,৮২২‌।

 গোয়া

গোয়া

উত্তপ্রদেশের মতো গোয়াতেও বিজেপি জয়ী হয়েছে। এ রাজ্যে বিজেপির প্রাপ্ত ভোটের সংখ্যা ৩১৬,৫৭৩, অর্থাৎ ৩৩.‌৩ শতাংশ। গোয়াতে অবশ্য বিজেপির পর এগিয়ে রয়েছে কংগ্রেস, তাদের প্রাপ্ত ভোটের সংখ্যা ২২২,৯৪৮ অর্থাৎ ২৩.‌৫ শতাংশ। মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি প্রাপ্ত ভোটের সংখ্যা ৭২,২৬৯ অর্থাৎ ৭.‌৬ শতাংশ। এ রাজ্যে আপ পেয়েছে ৬৪,৩৫৪টি ভোট অর্থাৎ ৬.‌৮ শতাংশ।

মণিপুর

মণিপুর

মণিপুরে বিজেপির প্রাপ্ত ভোটের সংখ্যা ৬৯০,৭৩৩ অর্থাৎ ৩৭.‌৮ শতাংশ। এ রাজ্যে ন্যাশনাল পিপলস পার্টির প্রাপ্ত ভোটের সংখ্যা ৩১৭,০৯৭ অর্থাৎ ১৭.‌৩ শতাংশ ভোট পেয়েছে। কংগ্রেস এ রাজ্যে ১৬.‌৬ শতাংশ ভোট পেয়েছে, অর্থাৎ তাদের প্রাপ্ত ভোটের সংখ্যা ৩০৩,৯৭৪। নাগা পিপলস ফ্রন্ট পেয়েছে ১৫০,২০৯টি ভোট অর্থাৎ ৮.‌২ শতাংশ ভোট। জনতা দল ইউনাইটেড এ রাজ্যে ১৯৬,৮৫২ টি ভোট পেয়েছে, অর্থাৎ ১০.‌৭ শতাংশ ভোট পেয়েছে।

 পাঞ্জাব

পাঞ্জাব

এ রাজ্যে আম আদমি পার্টি জয়লাভ করেছে। আপ এ রাজ্যে ভোট পেয়েছে ৬,৫৩৮,৭৮৩টি অর্থাৎ ৪২ শতাংশ ভোট। কংগ্রেস এ রাজ্যে পেয়েছে ২৩ শতাংশ ভোট, মোট ৩,৫৭৬,৬৮৪ টি ভোট। বিজেপি পেয়েছে ৬.‌৬ শতাংশ ভোট, ১,০২৭,১৪৩টি ভোট এসেছে গেরুয়া শিবিরের ঝুলিতে। শিরোমণি অকালি দল পেয়েছে ১৮.‌৪ শতাংশ ভোট, অর্থাৎ ২,৮৬১,২৮৬টি।

উত্তরাখণ্ড

উত্তরাখণ্ড

এ রাজ্যে বিজেপির প্রাপ্ত ভোটের সংখ্যা ৪৪.‌৩ শতাংশ অর্থাৎ ২,৩৭৬,৭৪৬টি ভোট। কংগ্রেস এ রাজ্যে ৩৭.‌৯ শতাংশ ভোট পেয়েছে অর্থাৎ তাদের প্রাপ্ত ভোটের সংখ্যা ২,০৩২,৯৭৩টি। বহুজন সমাজ পার্টি এ রাজ্যে ভোট পেয়েছে ৪.‌৮ শতাংশ অর্থাৎ বসপার প্রাপ্ত ভোটের সংখ্যা ২৫৯,১৮৫টি। আপ এ রাজ্যে ৩.‌৩ শতাংশ ভোট পেয়েছে, অর্থাৎ কেজরিওয়াল সরকারের ঝুলিতে ভোট এসেছে ১৭৭,৭০৪টি। ‌

English summary
assembly election result 2022 take a look state wise result
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X