For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গোয়া নির্বাচন ২০২২ঃ গোয়ায় সরকার গঠনের দাবি জানিয়ে রাজ্যপালের কাছে যাচ্ছে বিজেপি

গোয়া নির্বাচন ২০২২ঃ গোয়ায় সরকার গঠনের দাবি জানিয়ে রাজ্যপালের কাছে যাচ্ছে বিজেপি

Google Oneindia Bengali News

ভোট গণনার শুরু থেকেই টানাপড়েন আর নানা রকমের 'হাই ভোল্টেজ ড্রামা'র মধ্যে দিয়ে চলেছে ভারতের সবথেকে ছোট অঙ্গরাজ্য গোয়ার নির্বাচনের ফলাফলের চালচিত্র। প্রথমে ত্রিশঙ্কু মনে করা হলেও দিন যত এগিয়েছে ততই স্পষ্ট হতে শুরু করেছে এই রাজ্যের মসনদ আখেরে কার দখলে থাকবে। কংগ্রেস সহ অন্যান্য দল, মায়ে তৃণমূলের ঘারে নিঃশ্বাস ফেলা, সবকিছু চ্যালেঞ্জ পেড়িয়ে কার্যত জয় ছিনিয়ে নিল বিজেপি। পদ্ম শিবিরের ফলাফল নেহাত খুবন একটা খারাপ হয়নি এই রাজ্যে। তবে সুদুর বাংলা তজেকে গিয়ে গোয়ায় ছাপ ফেলেছে ঘাসফুল শিবির, এমন মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। কিন্তু শেষ হাসি হাসল সেই পদ্ম বাহিনীই।

প্রমোদ সাওয়ন্তের বক্তব্য

প্রমোদ সাওয়ন্তের বক্তব্য

ইতিমধ্যেই নিজের জয়ের খবর পাকা করেছেন গোয়ার বিজেপি দলের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী প্রমোদ সাওয়ন্ত। জয় লাভ করে তিনি বলেন, "গোয়ায় সরকার গঠন করবে বিজেপি" পাশাপাশি তিনি জানিয়েছেন এমজিপি এবং স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে নিয়ে এবার গোয়ায় সরকার গঠন করবে বিজেপি। কিন্তু এক্ষেত্রে এর আগে গত শনিবারই এমজিপি জানিয়েছিল যে কোনও ভাবেই আর প্রমোদ সাওয়ন্তকে মুখ্যমন্ত্রী পদে সমর্থন করবে না তারা। কিন্তু এখন বিজেপির জয় নিশ্চিত হতে জল কোন দিকে গড়ায় সেটাই এখন দেখার। সেই সঙ্গে জয় নিশ্চিত করেই রাজ্যে সরকার গঠনের দাবি জানাতে বিজেপি নেতারা আজ গোয়ার রাজ্যপাল পিএস শ্রীধরন পিল্লাইয়ের সঙ্গে দেখা করতে চলেছেন।

খাতা খুলতে পারল না তৃণমূল

খাতা খুলতে পারল না তৃণমূল

অভিষেক বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র এবং সর্বোপরি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের এবারের 'হার্ড টার্গেট' ছিল ভারতের বিচ রাজ্য গোয়া। একাধিকবার গোয়া সফর, এবং পিকের পরামর্শে এক্সিট পোলের সম্ভাব্য ফলাফল সামনে আসার পরেই গোয়া উড়ে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সকাল সকাল ভোট গণনায় বেশ কয়েকটি কেন্দ্রে এগিয়ে থাকলেও শেষ রক্ষা হলনা। এবারে গোয়ায় খাতা খুলতে পারল না তৃণমূল। শূন্য হাতেই ফিরতে হচ্ছে অভিষেককে।

 তথৈবচ কংগ্রেস

তথৈবচ কংগ্রেস

অন্যান্য রাজ্যের পাশাপাশি গোয়াতেও আশানুরূপ ফল করতে ব্যর্থ হল ভারতের সবথেকে প্রাচীন রাজনৈতিক দল কংগ্রেস। যদিও প্রবীণ কংগ্রেস নেতা দিগম্বর কামাত মোট ভোটের 60% পেয়ে তার মারগাও আসনে জয়ী হয়েছেন। কিন্তু সেক্ষেত্রে ম্যাজিক ফিগারের ধারেকাছেও আসতে পারেনি কংগ্রেস। এবারেও গোয়ায় কাজ করল না 'রাহুল' ম্যাজিক। এই মুহূর্তে গোয়ায় মাত্র ১২টি আসনে এগিয়ে রয়েছে এই দল। সেখানে বিজেপি ১৮টি আসনে এগিয়ে।

 তলানিতে শিবসেনা

তলানিতে শিবসেনা

কংগ্রেসের পাশাপাশি দুটি মহারাষ্ট্র-ভিত্তিক দল শিবসেনা এবং এনসিপিও হতাশাজনক পারফরম্যান্স করেছে গোয়াতে। গোয়ায় নির্বাচনী ফলাফল সামনে আসার পড়ে উঠে এল অবাক করা তথ্য! উদ্ধব ঠাকরের দলের থেকে বেশি সংখ্যক ভোট পড়েছে 'নোটা'তে। আর এর ফলে শিবসেনার গোয়ায় পতাকা পোঁতা কার্যত ইতিহাস হয়ে গেল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

 উৎপলের হার

উৎপলের হার

দীর্ঘদিন ধরে গোয়ার মসনদেই থাকা নয়, পাশাপাশি দেশের অন্যতম শ্রেষ্ঠ রাজনৈতিক নেতা হিসেবে যে যে নাম সবার আগে আসে তাঁদের মধ্যে অন্যতম ছিলেন মনোহর পারিক্কর। কিন্তু সেক্ষেত্রে তাঁরই ভূমিতে দাঁত ফোটাতে পারলেননা মনোহর পুত্র উৎপল পারিক্কর। ২০২২-এর গোয়া বিধানসভা নির্বাচনে পানাজি আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন উৎপল।

গোয়ায় খাতা খুলতে পারল না তৃণমূল! বিধানসভা নির্বাচনে আপের পিছনে মমতার দল গোয়ায় খাতা খুলতে পারল না তৃণমূল! বিধানসভা নির্বাচনে আপের পিছনে মমতার দল

English summary
Goa assembly election 2022: BJP will form the Government in Goa, Pramod Sawant will be the next CM,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X