For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Live Assembly Election 2022: ৫ রাজ্যে বিধানসভা নির্বাচন, দিন ঘোষণা কমিশনের

দেশ জুড়ে ওমিক্রনের (Omicron) সুনামির মধ্যেই ৫ রাজ্যের নির্বাচনের দিন ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন (Election Commission)। এদিন বেলা ৩.৩০ নাগাদ নির্বাচন কমিশনের তরফ থেকে সাংবাদিক বৈঠক ডাকা হয়েছে। ফেব্রুয়ারিতে উত্তর প

  • |
Google Oneindia Bengali News

দেশ জুড়ে ওমিক্রনের (Omicron) সুনামির মধ্যেই ৫ রাজ্যের নির্বাচনের দিন ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন (Election Commission)। এদিন বেলা ৩.৩০ নাগাদ নির্বাচন কমিশনের তরফ থেকে সাংবাদিক বৈঠক ডাকা হয়েছে। ফেব্রুয়ারিতে উত্তর প্রদেশ (Uttar Pradesh) ছাড়াও, উত্তরাখণ্ড (Uttakhand), পঞ্জাব (Punjab), গোয়া(Goa) এবং মনিপুরের (Manipur) নির্বাচন হওয়ার কথা রয়েছে।

 Live Assembly  Election 2022:  ৫ রাজ্যে বিধানসভা নির্বাচন,  দিন ঘোষণা করবে  কমিশন

Newest First Oldest First
5:47 PM, 8 Jan

উত্তর প্রদেশের নির্বাচন সূচি একনজরে
5:46 PM, 8 Jan

উত্তরাখণ্ডের নির্বাচন সূচি একনজরে
5:45 PM, 8 Jan

পঞ্জাবের নির্বাচন সূচি একনজরে
5:43 PM, 8 Jan

মনিপুরের নির্বাচন সূচি একনজরে
5:42 PM, 8 Jan

গোয়ার নির্বাচন সূচি একনজরে
4:49 PM, 8 Jan

মনিপুর, উত্তরাখণ্ড, পঞ্জাব, গোয়ায় আগের বার ভোট প্রক্রিয়া শেষ হয়েছিল ১৫ মার্চ
4:49 PM, 8 Jan

মনিপুর, উত্তরাখণ্ড, পঞ্জাব, গোয়ায় আগের বার ভোট গণনা হয়েছিল ১১ মার্চ, ২০১৭
4:47 PM, 8 Jan

উত্তর প্রদেশে বর্তমান বিধানসভা সময় শেষ হবে ১৪ মে।
4:20 PM, 8 Jan

ভোট গণনা ১০ মার্চ
4:18 PM, 8 Jan

উত্তর প্রদেশে সপ্তম তথা শেষ দফার নির্বাচন ৭ মার্চ
4:18 PM, 8 Jan

উত্তর প্রদেশে ষষ্ঠ দফা এবং মনিপুরে দ্বিতীয় দফার নির্বাচন ৩ মার্চ
4:17 PM, 8 Jan

উত্তর প্রদেশে পঞ্চম দফার নির্বাচন ২৭ ফেব্রুয়ারি
4:16 PM, 8 Jan

উত্তর প্রদেশে তৃতীয় ও চতুর্থ দফার নির্বাচন ২০ ও ২৩ ফেব্রুয়ারি
4:15 PM, 8 Jan

উত্তর প্রদেশে দ্বিতীয় দফা এবং মনিপুরে প্রথম দফা, পঞ্জাব, উত্তরাখণ্ড, গোয়ায় ভোট ১৪ ফেব্রুয়ারি
4:09 PM, 8 Jan

১৪ জানুয়ারি নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হবে, ১০ ফেব্রুয়ারি ভোট
4:08 PM, 8 Jan

৫ রাজ্যে সাত দফায় নির্বাচন সম্পন্ন করা হবে
4:04 PM, 8 Jan

দরজায় দরজায় প্রচারের ক্ষেত্রে মাত্র ৫ জন যেতে পারবেন
4:03 PM, 8 Jan

১৫ জানুয়ারি পর্যন্ত এই নির্দেশিকা কার্যকর থাকবে। তারপর পরিস্থিতি পর্যালোচনা করে এব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে
4:03 PM, 8 Jan

কোনও রোড শো, বাইক মিছিল, পদযাত্রা করা যাবে না
3:59 PM, 8 Jan

ভোটকর্মীরা যাঁদের বুস্টার ডোজের সময় হয়ে গিয়েছে, তাঁরা যাতে তা নিয়ে নেন, সে ব্যাপারে নিশ্চিত করা হবে
3:57 PM, 8 Jan

৮০ বছরের বেশি বয়সী, চলতে অক্ষম কিংবা করোনা আক্রান্তরা পোস্টার ব্যালটে নির্বাচনে অংশ নিতে পারবেন
3:56 PM, 8 Jan

প্রত্যেক ভোট কর্মীর যাতে দুটো করে ভ্যাকসিন নেওয়া থাকে তার নিশ্চিত করা হবে
3:54 PM, 8 Jan

প্রার্থীরা অনলাইনে মনোনয়ন জমা দিতে পারবেন
3:53 PM, 8 Jan

বুথে ভোটারের সংখ্যা বৃদ্ধি করতে উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন, বললেন মুখ্য নির্বাচন কমিশনার
3:52 PM, 8 Jan

প্রতিটি ইভিএম-এর সঙ্গে ভিভিপ্যাট থাকবে
3:48 PM, 8 Jan

ঝঞ্ঝাট বিহীন ভোটে জোর দিয়েছে নির্বাচন কমিশন, বললেন মুখ্য নির্বাচন কমিশনার
3:41 PM, 8 Jan

করোনা জেরে ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা ১৬ শতাংশ বাড়ানো হয়েছে
3:36 PM, 8 Jan

গত মাসে ৫ রাজ্য পরিদর্শন করেছেন নির্বাচন কমিশন
3:35 PM, 8 Jan

৫ রাজ্যের মুখ্যসচিব, ডিজিপির সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন
3:35 PM, 8 Jan

কোভিড থাকায় ভোটের নতুন গাইডলাইন
READ MORE

সুস্থ হওয়া করোনা রোগীরা কি ফের ওমিক্রনে আক্রান্ত হতে পারেন, কী বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাসুস্থ হওয়া করোনা রোগীরা কি ফের ওমিক্রনে আক্রান্ত হতে পারেন, কী বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

English summary
Assembly Election 2022: Live updates of Election Commission announcement of election dates for five states
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X