For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'পা ওপরে মাথা নিচে'.. নির্বাচনী ফলাফলে বিজেপিকে 'জিটিইউ' তত্ত্বে কটাক্ষ সিধুর

১১ ডিসেম্বর ২০১৮, এই দিনটিই কার্যত লোকসভা নিক্বাচনের আগে বিজেপি-র কাছে লিটমাস টেস্টের দিন ছিল। ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনে এদিন ফলাফল গণনা শুরু হতেই ক্রমেই পাল্লা ভারি হতে থাকে কংগ্রেসের দিকে।

  • |
Google Oneindia Bengali News

১১ ডিসেম্বর ২০১৮, এই দিনটিই কার্যত লোকসভা নিক্বাচনের আগে বিজেপি-র কাছে লিটমাস টেস্টের দিন ছিল। ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনে এদিন ফলাফল গণনা শুরু হতেই ক্রমেই পাল্লা ভারি হতে থাকে কংগ্রেসের দিকে। মধ্যপ্রদেশ থেকে রাজস্থানের মত পদ্ম শিবিরের আঁতুরঘরে থাবা বসিয়ে দেয় কংগ্রেসের 'হাত'! এরপরই বিজেপিকে তথা মোদী সরকারে তুলোধনা করতে ছাড়েননি কংগ্রেস নেতা তথা পঞ্জাবের মন্ত্রী নভজ্যোত সিং সিধু।

পা ওপর দিকে মাথা নিচে.. নির্বাচনী ফলাফলে বিজেপিকে জিটিইউ তত্ত্বে কটাক্ষ সিধুর

সিধু বলেন, ' রাহুল ভাই প্রথম থেকেই সবাইকে সঙ্গে নিয়ে চলেন। উনি মানবিকতার প্রতিমূর্তি। যে হাত ভারতের ভাগ্য হাতে নেবে , সেই হাত খুব মজবুত। আর বিজেপি -র নতুন নাম জিটিইউ-- "গিরে তো ভি টাং উপর (পড়ে গেলেও পা উপরে থাকে)"..'। উল্লেখ্য, বেশ কিছুদিন আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির হয়ে ব্যাপক বির্কের মুখে পড়েন ভারতের এই প্রাক্তন ক্রিকেট তারকা তথা বর্তমান রাজনীতিবিদ।

বিজেপি-র তরফে সিধুর পাকিস্তান যাত্রাকে নিয়ে ব্যাপক কটাক্ষ করা হয়। প্রসঙ্গত মোদী ঘরানার বিজেপি নেতাদের সঙ্গে সংঘাতের জেরে এক সময়ে বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দেন নভজ্যোত সিং সিধু।

এদিকে, এদিনের ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হতেই সেখানে কংগ্রেসের বিজয় নিশান উড়তে দেখা যায়। ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, মিজোরাম, রাজস্থান সহ একাধিক জায়গায় বিজেপির পরাজয় লক্ষ্য করা যায়। এর আগে, কর্ণাটক, নাগাল্যান্ড সহ একাধিক রাজ্যের বিধানসভা নির্বাচনেও কার্যত বিজেপি-র ফলাফল রীতিমত অস্বস্তিতে ফেলে অমিত শাহ শিবিরকে।

English summary
Assembly election 2018, Navojyot Singh Sidhu attacks Modi government praises Rahul .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X