For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের উত্তেজনা ছড়ালো অসমে! গণপিটুনিতে মৃত্যু দুই সন্দেহভাজনের, উদ্ধার প্রচুর অস্ত্রশস্ত্র

রবিবার অসমের কাছার জেলায় দুই সন্দেহভাজন জঙ্গিকে পিটিয়ে মারা হল।

Google Oneindia Bengali News

জঙ্গি সন্দেহে দুই সন্দেহভাজন যুবককে পিটিয়ে মারা হল। ঘটনাস্থল সেই অসম। তিনসুখিয়ায় পাঁচ বাঙালি যুবককে হত্য়ার ঘটনার জেরে গোটা রাজ্যই এখন উত্তেজনায় থমথমে হয়ে রয়েছে। এদিনই পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলের প্রতিনিধি দল গিয়েছেন নিহতদের পরিবারবর্গের সঙ্গে দেখা করতে। এর মধ্যেই জঙ্গি সন্দেহে পিটিয়ে মারার ঘটনাটি ঘটল কাছার জেলায়।

ফের উত্তেজনা ছড়ালো অসমে! গণপিটুনিতে মৃত্যু দুই সন্দেহভাজনের, উদ্ধার প্রচুর অস্ত্রশস্ত্র

অসমের কাছার জেলায় ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অব নাগাল্যান্ড (খাপলাং) জঙ্গিদের প্রভাব রয়েছে। পুলিশের অনুমান মৃত দুই সন্দেহভাজন ওই সংগঠনের সঙ্গেই জডি়ত ছিল। তাদের সঙ্গে একে৪৭-সহ বেশ কিছু অস্ত্রশস্ত্র ছিল।

কাছার জেলার পুলিশের এসপি রাকেশ রোশন এক সর্বভারতীয় পত্রিকাকে জানিয়েছেন, রবিবার সকালে সোয়া ১১টা নাগাদ অসম-মনিপুর সীমান্ত সংলগ্ন জয়পুর থানার এক বাজার এলাকায় ওই ঘটনা ঘটে। জানা গিয়েছে ওই দুই যুবক গ্রামবাসীদের কাছ থেকে পথ নির্দেশ চেয়েছিল। কিন্তু তাদের হাবভাবে গ্রামবাসীদের সন্দেহ হয়।

ওই দুই যুবককে ঘিরে ধরে জেরা করতে গিয়েই তাদের সঙ্গে থাকা অস্ত্রশস্ত্রের কথা জানতে পারেন গ্রামবাসীরা। গ্রামে হামলা চালাতে এসেছে এই আশঙ্কায় এরপরই তাদের মারধর করা শুরু হয়।

খবর পেয়ে যতক্ষণে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় ততক্ষণে দুই যুবকই গুরুতর জখ অবস্থায় প্রায় নেতিয়ে পড়েছিল। গ্রামবাসীদের হাত থেকে তাদের উদ্ধার করে শিলর হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা জানান, পথেই তাদের মৃত্য়ু হয়েছে।

পুলিশ জানিয়েছে, তাদের সঙ্গে থাকা অস্ত্রশস্ত্রের মধ্যে ছিল, দুটি একে৫৬ রাইফেল, চাইিজ লাইট মেশিনগান, চাইনিজ হ্যান্ড গ্রেনেড, একটি ১২ বোরের বন্দুক এবং প্রচুর কার্তুজ। খাপলাং জঙ্গিদের সঙ্গে জড়িত সন্দেহ করা হলেও তাদের প্রকৃত পরিচয় বের করতে পুলিশ ইতিমধ্য়েই তদন্ত শুরু করেছে।

English summary
Two suspected militants have been lynched to death in Assam Cachar District on Sunday.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X