For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অসম বিধানসভায় পোশাক বিধি! শেষ পর্যন্ত যা করলেন এই কংগ্রেস বিধায়ক

  • |
Google Oneindia Bengali News

রাজ্যের মন্ত্রী ও বিধায়কদের সঠিক পোশাক পরে বিধানসভায় আসার জন্য নির্দেশ জারি করলেন অসম বিধানসভার স্পিকার হীতেন্দ্রনাথ গোস্বামী। কংগ্রেস বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ বিধানসভায় গেঞ্জি পরে আসায় নির্দেশিকা জারি বলে জানা গিয়েছে।

অসম বিধানসভায় পোশাক বিধি! শেষ পর্যন্ত যা করলেন এই কংগ্রেস বিধায়ক

বিধানসভায় মধ্যাহ্ন ভোজনের আগে স্পিকার বলেন, তিনি লক্ষ্য করেছেন বিধানসভায় বেশ কিছু সদস্য গেঞ্জি পরে আসছেন। বিধানসভার সম্মান রক্ষায় ভাল পোশাক পরার আহ্বান জানিয়েছেন তিনি।

বিধানসভায় মধ্যাহ্ন ভোজনের পরেও কংগ্রেস বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ গেঞ্জি পরে থাকায় তাঁকে বলার সুযোগ দেননি। পোশাক পরিবর্তনের পরে তাঁকে বলার সুযোগ দেওয়া হয়।

স্পিকার বলেন, ওই সদস্যকে বলার সুযোগ দেওয়া হবে না। তিনি সদস্যকে তাঁর পোশাক পরিবর্তনের জন্যও বলেন। বিধানসভায় পোশাক বিধি মেনে চলারও আহ্বান জানান স্পিকার।

করিমগঞ্জ উত্তরের কংগ্রেস বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ শেষ পর্যন্ত বাধ্য হন পোশাক পরিবর্তন করতে।

কংগ্রেস বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ জানিয়েছেন, তিনি গেঞ্জি পরেছিলেন, কারণে তাতে বাংলায় লেখাছিল। সেটা মাতৃভাষা। একইসঙ্গে সেটি বরাক ভ্যালির সরকারি ভাষা। বলেছেন কংগ্রেস বিধায়ক।

পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে স্পিকার জানিয়েছেন, বিধানসভায় বিধায়কদের সঠিক পোশাক পরে আসা উচিত।

English summary
Assam Speaker Hitendra Nath Goswami asks the ministers and MLAs to dress up appropriately
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X