For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অসমে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হচ্ছে, এক–দু’‌দিনেই সেনা তুলে নেওয়া হবে

অসমে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হচ্ছে, এক–দু’‌দিনেই সেনা তুলে নেওয়া হবে

Google Oneindia Bengali News

উত্তর–পূর্ব ভারতের কিছু অংশ ও অসমের পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে দ্রুত। এক–দু’‌দিনের মধ্যেই ব্যারাকে ফিরে যাবে সেনারা। সোমবার এই তথ্য দেন ইস্টার্ন কম্যান্ডের জেনারেল কম্যান্ডিং–ইন–চিফ লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান।

অসমে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হচ্ছে, এক–দু’‌দিনেই সেনা তুলে নেওয়া হবে


অনিল চৌহান জানিয়েছেন যে ২৪ সেনা কলম রয়েছে অসমের ওপরের দিকে এবং ১২ কলম সেনা আছে রাজ্যের নীচু এলাকাগুলিতে। অসমের আইন–শৃঙ্খলা বজায় রাখতে এবং রাজ্যের প্রশাসনকে সহায়তা করতেই সেনা পাঠানো হয়েছিল। শুধু অসমেই নয়, ত্রিপুরাতেও বেশ কিছু কলম সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এমনকী মেঘালয়েও কিছু সেনাবাহিনীকে অপেক্ষা করিয়ে রাখা হয়েছে, পরিস্থিতি জটিল হলে তাদের কাজে লাগানো হবে। চৌহান বলেন, '‌রবিবারই ২৪ কলম সেনাকে মোতায়েন করা হয়েছে অসমের উঁচু এলাকাগুলিতে এবং ১২ কলম সেনা রয়েছে নীচু এলাকায়। তবে ধীরে ধীরে বিক্ষোভকারীদের সংখ্যা কমে আসছে এবং পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হচ্ছে। এক–দু’‌দিনের মধ্যেই সেনারা তাদের ব্যারাকে ফিরে আসবে।’‌

সংসদে নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হওয়ার পর এবং রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের অনুমোদনের পর তা আইনে পরিণত হওয়ার সঙ্গে সঙ্গে উত্তর–পূর্ব ভারতের কিছু অংশে ও অসমে প্রতিবাদের ঝড় ওঠে। সংশোধনী আইনে বলা হয়েছে যে পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে নিপীড়িত হিন্দু, ক্রিস্টান, শিখ, বৌদ্ধ ও পার্সি শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে। যাঁরা ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে ভারতে প্রবেশ করেছে। এই সংশোধনী আইন নিয়েই উত্তাল হয়ে রয়েছে গোটা দেশ।

বিজেপির কাছ থেকে টাকা নিয়ে গণ্ডগোল! অনির্দিষ্টকাল আন্দোলন জারি রাখার বার্তা মমতারবিজেপির কাছ থেকে টাকা নিয়ে গণ্ডগোল! অনির্দিষ্টকাল আন্দোলন জারি রাখার বার্তা মমতার

English summary
Army Columns were deployed not only in Assam but also in Tripura while some columns were kept on standby in Meghalaya, he informed
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X