For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নরেন্দ্র মোদী ভারতের 'হিন্দু জিন্না', প্রধানমন্ত্রীকে তীব্র আক্রমণ সনিয়া ঘনিষ্ঠ কংগ্রেস নেতার

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভারতের হিন্দু জিন্না বলে বর্ণনা করলেন অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। পাকিস্তানের জন্মদাতা দ্বিজাতি তত্ত্বেরও জন্মদাতা।

  • |
Google Oneindia Bengali News

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভারতের হিন্দু জিন্না বলে বর্ণনা করলেন অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা তরুণ গগৈ। পাকিস্তানের জন্মদাতা দ্বিজাতি তত্ত্বেরও জন্মদাতা। গগৈ-এর অভিযোগ মোদী ধর্মের ভিত্তিতে দেশকে ভাগ করতে চাইছেন। রবিবার রাতে জেএনইউতে হামলার ঘটনার সমালোচনাও করেছেন তিনি।

'বিজেপি, আরএসএস-এর হিন্দুত্ব চায় না দেশবাসী'

'বিজেপি, আরএসএস-এর হিন্দুত্ব চায় না দেশবাসী'

সিএএ আর এনআরসি নিয়ে সারা দেশে যে বিক্ষোভ তৈরি হয়েছে, তাতেই প্রমাণিত বিজেপি ও আরএসএস যে হিন্দুত্ব চায়, দেশবাসী সেই হিন্দুত্ব চায় না।

প্রধানমন্ত্রী হলেন 'হিন্দু জিন্না'

প্রধানমন্ত্রী হলেন 'হিন্দু জিন্না'

প্রধানমন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে তরুণ গগৈ বলেন, তিনি(মোদী) বলছেন কংগ্রেস পাকিস্তানের ভাষায় কথা বলছে। কিন্তু প্রধানমন্ত্রী নিজেই নিজেকে প্রতিবেশী দেশের পর্যায়ে নিয়ে গিয়েছেন। তিনি মহম্মদ আলি জিন্নার দ্বিজাতি তত্ত্বকে অনুসরণ করছেন। এই ভাবেই তিনি ভারতে হিন্দু জিন্না হয়ে উঠেছেন বলেও মন্তব্য করেছেন গগৈ।

সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন, তারা হিন্দু হলেও, দেশ হিন্দু রাষ্ট্র হোক তা চান না। কেননা দেশের যে বেশিরভাগ অংশের মানুষ প্রতিবাদ করছেন, কিংবা যাঁদের মৃত্যু হয়েছে, তারা হিন্দু।

জেএনইউ-এর হামলার সমালোচনা

জেএনইউ-এর হামলার সমালোচনা

রবিবার সন্ধেয় জেএনইউতে যে হামলা হয়েছে, তারও কড়া সমালোচনা করেছেন তরুণ গগৈ। তিনি বলেছেন, যে ধরনের হিংসা সেদিন হয়েছে, তা দেশের ঐক্য ও অখণ্ডতার পক্ষে বিপজ্জনক।

নাগরিকত্ব আইন নিয়ে হুঁশিয়ারি

নাগরিকত্ব আইন নিয়ে হুঁশিয়ারি

তিনবারের অসমের মুখ্যমন্ত্রী বলেছেন, সিএএ বিরোধী আন্দোলন শুরু হয়েছিল অসমে। বিজেপির নীতির কারণে ক্রমেই তা সারা দেশে ছড়িয়ে পড়েছে। নতুন নাগরিকত্ব আইন প্রয়োগে বাধা দিতে যতদূর হয় ততদূর যাবেন বলেও জানিয়েছেন তিনি।

বিজেপিকে কটাক্ষ গগৈ-এর

বিজেপিকে কটাক্ষ গগৈ-এর

অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রীর কটাক্ষ, এখনই যদি অসমে ভোট হয়, তাহলে বিজেপি ১২৬ টি আসনের মধ্যে ২৫ টিও জিততে পারবে না।

জেএনইউ তাণ্ডবের ৩৬ ঘণ্টা পরও কাউকে গ্রেফতার করতে পারল না দিল্লি পুলিশজেএনইউ তাণ্ডবের ৩৬ ঘণ্টা পরও কাউকে গ্রেফতার করতে পারল না দিল্লি পুলিশ

English summary
Assam's ex CM Tarun Gogoi says Narendra Modi is India's Hindu Jinnah. He also condemned the attack in JNU.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X