For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Assam: চার জেলা কমতে চলেছে অসমে ! বিজেপি শাসিত রাজ্যে ডিলিমিটেশন নিয়ে নিশানা বিরোধীদের

বিভিন্ন রাজ্য জেলার সংখ্যা বৃদ্ধির খবর প্রকাশিত হয় বিভিন্ন সংবাদ মাধ্যমে। কিন্তু এবার তার উল্টোপথে অসমের বিজেপি সরকার। পশ্চিমবঙ্গের এই প্রতিবেশী রাজ্য ঠিক করেছে তাদের চারটি জেলার সংখ্যা কমানো হবে। এদিন মন্ত্রিসভার বৈঠ

  • |
Google Oneindia Bengali News

বিভিন্ন রাজ্য জেলার সংখ্যা বৃদ্ধির খবর প্রকাশিত হয় বিভিন্ন সংবাদ মাধ্যমে। কিন্তু এবার তার উল্টোপথে অসমের বিজেপি সরকার। পশ্চিমবঙ্গের এই প্রতিবেশী রাজ্য ঠিক করেছে তাদের চারটি জেলার সংখ্যা কমানো হবে। এদিন মন্ত্রিসভার বৈঠকে জেলার সংযুক্তিকরণের সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে।

কোন জেলার সঙ্গে কোন জেলার সংযুক্তি

কোন জেলার সঙ্গে কোন জেলার সংযুক্তি

এদিন অসমের মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বাজালি জেলাকে বরপেটার সঙ্গ, বিশ্বনাথকে শোনিতপুরের সঙ্গে, হোজাইকে নগাঁওয়ের সঙ্গে এবং তামুলপুরকে বক্সার সঙ্গে সংযুক্ত করা হবে। জেলাগুলিকে সংযুক্ত করা হলেও সেখানকার পুলিশ কিংবা বিচারবিভাগ, কোনও কিছুর পরিবর্তন করা হবে না। নতুন জেলা গঠনের সময় যে সব সরকারি অফিস খোলা হয়েছিল, তা একই রকমের থাকবে। কোনও সরকারি আধিকারিক কিংবা কর্মীকেও সমস্যায় পড়তে হবে না বলে আশ্বস্ত করা হয়েছে। তবে এই সংযুক্তির ফলে অসমের জেলার সংখ্যা ৩৫ থেকে কমে ৩১ হবে।

রাজ্যের স্বার্থে সিদ্ধান্ত

রাজ্যের স্বার্থে সিদ্ধান্ত

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এদিন দিল্লিতে বলেছেন, প্রশাসনিক কারণের পাশাপাশি অসমের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি চারটি জেলাকে পুনরায় সংযুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। অসমের ভবিষ্যতের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

রাজ্যে ডিলিমিটেশনের প্রক্রিয়া শুরু হচ্ছে ১ জানুয়ারি থেকে

রাজ্যে ডিলিমিটেশনের প্রক্রিয়া শুরু হচ্ছে ১ জানুয়ারি থেকে

নির্বাচন কমিশন আগেই আদেশে জানিয়েছে অসমে ১ জানুয়ারি থেকে ডিলিমিচেশনের প্রক্রিয়া শুরু হচ্ছে। সেই কারণে ১ জানুয়ারি, ২০২৩ থেকে কোনও জেলা কিংবা প্রশাসনিক ইউনিটে কোনও পরিবর্তন করতে পারবে না অসম সরকার। ২৭ ডিসেম্বরের আদেশে নির্বাচন কমিশন জানিয়েছিল অসমের লোকসভা ও বিধানসভা কেন্দ্রগুলির জন্য ২০০১ সালের সেনসাসের রিপোর্টের ভিত্তিতে ডিলিমিটেশন করা হবে। এব্যাপারে মুখ্যমন্ত্রী বলেছেন, ডিলিমিটেশনের জন্য জন্য এটা একটা অস্থায়ী ব্যবস্থা।
ডিলিমিটেশন হল সেই রাজ্যের লোকসভা এবং বিধানসভাগুলির নতুন করে সীমানা নির্ধারণ। সাধারণভাবে সবকটি লোকসভা ও বিধানসভা কেন্দ্রের লোকসংখ্যা যাতে কাছাকাছি রাখা যায়, তার জন্যও ডিলিমিটেশন করা হয়ে যাকে।

বিরোধীরা বিরোধিতা করেছে

বিরোধীরা বিরোধিতা করেছে

অসমের বিরোধী দলগুলি ডিলিমিটেশনের পদক্ষেপের বিরোধিতা করেছে। তাদের অভিযোগ, বিজেপি তাদের সুবিধার জন্য মুসলিম সংখ্যাগরিষ্ঠ আসনগুলিকে পরিবর্তনের চেষ্টা করছে। কেন ২০১১ সালের পরিবর্তনে ২০০১ সালের আদমশুমারির তথা ব্যবহার করা হচ্ছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। উল্লেখ করা প্রয়োজন ২০১১ সালের আদমশুমারিতে অসমের মুসলিম জনসংখ্যা ৩.৩ শতাংশ বেড়েছে। যা দেশের মধ্যে সব থেকে বেশি। যদিও বিজেপি তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে দিয়েছে। বিভ্রান্তি তৈরির জন্যই বিরোধী এই কাজ করছে বলে পাল্টা অভিযোগ করেছে শাসক দল।

LPG Price: নতুন বছরের শুরুতেই হেঁসেলে আগুন! বাড়ছে রান্নার গ্যাসের দামLPG Price: নতুন বছরের শুরুতেই হেঁসেলে আগুন! বাড়ছে রান্নার গ্যাসের দাম

English summary
Assam's BJP Govt has decides to merge four districts with others in the name if administrative convenience
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X