For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে উত্তাল অসম, গুয়াহাটি বিমানবন্দরে আটকে রইলেন মুখ্যমন্ত্রী

নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে সকলা থেকেই উত্তাল অসম। গুয়াহাটিতে দফায় দফায় বিক্ষোভ দেখাচ্ছেন প্রতিবাদীরা।

Google Oneindia Bengali News

নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে সকলা থেকেই উত্তাল অসম। গুয়াহাটিতে দফায় দফায় বিক্ষোভ দেখাচ্ছেন প্রতিবাদীরা। দোকানবাজার সব বন্ধ রয়েছে। যান চলাচলও করছে না। বিক্ষোভের দাপটে গুয়াহাটি বিমানবন্দরে আটকে পড়েন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনেওয়াল। তেজপুর সফর সেরে গুয়াহাটি বিমানবন্দরে নামেন তিনি।

নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে উত্তাল অসম, গুয়াহাটি বিমানবন্দরে আটকে রইলেন মুখ্যমন্ত্রী

নাগরিকত্ব সংশোধনী বিলে বাংলাদেশের অমুসলিম বাসিন্দাদের ভারতে নাগরিকত্ব প্রদানের কথা বলা হয়েছে। তাতেই আপত্তি উত্তর-পূর্বের রাজ্যগুলির। বিশেষ করে অসমের। তাঁরা অভিযোগ করেছেন বাংলাদেশ থেকে অনুপ্রবেশের কারণে অসমের জনসংখ্যা ৩ কোটিতে গিয়ে পৌঁছেছে। সেই সংখ্যা প্রতিদিন বাড়ছে। যার জেরে কর্মসংস্থানে সংকট তৈরি হচ্ছে। অসমের আদি বাসিন্দারা অস্তিত্ব হারাচ্ছেন। এই বাংলাদেশিদের নাগরিকত্ব দিলে সংকট আরও বাড়বে।

সকাল থেকেই দফায় দফায় গণ্ডগোল চলছে গুয়াহাটিতে। পুলিসের সঙ্গে প্রতিবাদীদের সংঘর্ষ হয়েছে একাধিকবার। এমনকী গণ্ডগোলের আশঙ্কায় অসমের একাধিক জেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। তারপরেও আন্দোলন দমানো যায়নি। উত্তর পূর্বের একাধিক রাজ্য এই বিলের প্রতিবাদে ১১ ঘন্টার বনধ পালিত হয়েছে আজ। নাগরিকত্ব বিল নিয়ে প্রথম থেকেই উত্তাল ছিল উত্তর পূর্বের রাজ্যগুলি। অমিত শাহ নিজে গিয়ে দফায় দফায় শরিক দলগুলির সঙ্গে বৈঠক করেছেন। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। এনআরসিকে সমর্থন জানালেও মোদী সরকারের এই সিদ্ধান্তকে তাঁরা মানতে নারাজ বলে জানিয়েছেন।

English summary
Assam protest over citizenship amendment bill, chief minister stranded at Guwahati airport
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X