For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অসম দ্বিতীয় দফা নির্বাচনে ১১ শতাংশ প্রার্থীর বিরুদ্ধে ধর্ষণ–খুন সহ রয়েছে অপরাধমূলক মামলা

অসম দ্বিতীয় দফা নির্বাচনে ১১ শতাংশ প্রার্থীর বিরুদ্ধে ধর্ষণ–খুন সহ রয়েছে অপরাধমূলক মামলা

Google Oneindia Bengali News

২৭ মার্চ, ১ ও ৬ এপ্রিল এই তিন দফায় বিধানসভা নির্বাচন হতে চলেছে অসমে। ১২৬টি আসনে ভোট হবে এই রাজ্যে। ২ মে গণনা। ইতিমধ্যে নির্বাচন নজরদারি কমিটি অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্ম (‌এডিআর) ৩৪৫ জন প্রার্থীর স্ব–ঘোষিত হলফনামা খতিয়ে দেখে ফেলেছেন। এই প্রার্থীরা রাজ্যের দ্বিতীয় দফার নির্বাচনের প্রার্থী বলে জানা গিয়েছে।

এডিআর জানিয়েছে, ৩৪৫ জন প্রার্থীর মধ্যে ৩৭ জন বা ১১ শতাংশ প্রার্থী নিজেরাই ঘোষণা করেছেন যে তাঁদের বিরুদ্ধে অপরাধমূলক মামলা রয়েছে। অন্যদিকে ৩০ জন বা ৯ শতাংশ প্রার্থী হলফনামায় জানান যে তাঁদের বিরুদ্ধে গুরুতর অপরাধমূলক মামলা রয়েছে।

অপরাধমূলক মামলা

অপরাধমূলক মামলা

প্রধান রাজনৈতিক দলগুলির মধ্যে ৩৪ জন বিজেপি প্রার্থীর মধ্যে ১১ জন (‌৩২ শতাংশ), কংগ্রেসের ২৮ জনের মধ্যে ৫ জন (‌১৮ শতাংশ)‌ প্রার্থী, সাতজন এআইইউডিএফ প্রার্থীর মধ্যে পাঁচজন (‌৭১ শতাংশ)‌, ৬ জন এজিপি প্রার্থীর মধ্যে ২ জন (‌৩৩ শতাংশ), অসম জাতিয়া পরিষদের ১৯ জনের মধ্যে তিনজন (‌১৬ শতাংশ) এবং এআইএফবি, এসইউসিআই (‌সি)‌ এবং ইউনাইটেড পিপল পার্টি লিবারেলের একজন করে প্রার্থী হলফনামায় ঘোষণা করেছেন যে তাঁদের বিরুদ্ধে অপরাধমূলক মামলা রয়েছে।

গুরুতর অপরাধমূলক মামলা

গুরুতর অপরাধমূলক মামলা

অন্যদিকে, বিজেপির ৩৪ জন প্রার্থীর মধ্যে ১০ জন (‌২৯ শতাংশ)‌, অসম জাটিয়া পরিষদের ১৯ জনের মধ্যে তিনজন (‌১৬ শতাংশ)‌ প্রার্থী, এআইইউডিএফের সাতজনের মধ্যে তিনজন প্রার্থী (‌৪৩ শতাংশ)‌, ৬ জন এজিপি প্রার্থীর মধ্যে ২ জন (‌৩৩ শতাংশ), কংগ্রেসের ২৮ জনের মধ্যে ২ জন (‌৭ শতাংশ)‌ প্রার্থী ও এআইএফবি, এসইউসিআই (‌সি)‌ এবং ইউনাইটেড পিপল পার্টি লিবারেলের একজন করে প্রার্থী হলফনামায় জানিয়েছেন যে তাঁদের বিরুদ্ধে গুরুতর অপরাধমূলক মামলা রয়েছে।

 ধর্ষণ, খুনের মামলাও রয়েছে

ধর্ষণ, খুনের মামলাও রয়েছে

তিনজন প্রার্থী আবার এও ঘোষণা করেন যে তাঁদের বিরুদ্ধে মহিলা ঘটিত মামলা রয়েছে। অন্যদিকে, তিনজন প্রার্থীর মধ্যে একজন প্রার্থীর বিরুদ্ধে ধর্ষণের মামলাও রয়েছে। এটাও উল্লেখযোগ্য যে কমপক্ষে তিনজন প্রার্থী জানিয়েছেন যে তাঁদের বিরুদ্ধেখুনের অভিযোগ এবং ২ জন প্রার্থী জানিয়েছেন যে তাঁদের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ রয়েছে।

পুরনো অভ্যাস বজায়

পুরনো অভ্যাস বজায়

এডিআর তার রিপোর্টে জানিয়েছে যে অসম বিধানসভা নির্বাচন ২০২১ সালে দ্বিতীয় দফার প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলির ওপর সুপ্রিম কোর্টের নির্দেশের কোনও প্রভাব পড়েনি। রাজনৈতিক দলগুলি তাদের পুরনো অভ্যাস মতোই অপরাধমূলক মামলা রয়েছে এমন ১১ জনকে টিকিট দিয়েছে। ‌‌‌

২১ শতাংশ প্রার্থী কোটিপতি

২১ শতাংশ প্রার্থী কোটিপতি

অসম বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ৩৪৫ জন প্রার্থীর মধ্যে ৭৩ জন বা ২১ শতাংশ কোটিপতি বলে জানা গিয়েছে। প্রধান রাজনৈতিক দলগুলির মধ্যে ৩৪ জন বিজেপি প্রার্থীর মধ্যে ১৯ জন (‌৫৬ শতাংশ), কংগ্রেসের ২৮ জনের মধ্যে ১৮ জন (‌৬৪ শতাংশ)‌ প্রার্থী, সাতজন এআইইউডিএফ প্রার্থীর মধ্যে পাঁচজন (‌৭১ শতাংশ)‌, ৬ জন এজিপি প্রার্থীর মধ্যে ৩ জন (‌৫০ শতাংশ), বড়ল্যান্ড পিপল ফ্রন্টের চারজনের মধ্যে তিনজন (‌৭৫ শতাংশ)‌ তাঁদের হলফনামায় নিজেদের সম্পত্তি এক কোটির বেশি বলে ঘোষণা করেছেন। দ্বিতীয় দফার নির্বাচনে প্রত্যেক প্রার্থীর গড় সম্পত্তির পরিমাণ ২.‌১৯ কোটি।

 গড় সম্পত্তি

গড় সম্পত্তি

প্রধান দলগুলির মধ্যে বিজেপির ৩৪ জনের প্রত্যেক প্রার্থীর গড় সম্পত্তি ২.‌৭৪ কোটি, ২৮ জন কংগ্রেস প্রার্থীর ৪.‌৭৮ কোটি, অসম জাতিয়া পরিষদের ১৯ জনের প্রতি প্রার্থীর সম্পত্তির পরিমাণ ৮৮.‌৭০ লক্ষ, সাতজন এআইইউডিএফ প্রার্থদের ২১.‌২৫ কোটি, ৬ জন এজিপি প্রার্থীদের ১.‌১৩ কোটি এবং এসইউসিআই (‌সি)‌ ১৩ জন প্রার্থীর গড় সম্পতি ২৫.‌৪৩ লক্ষ।

মিঠুন শুধু বাংলার ভোটারই, বিজেপির 'ফাটাকেষ্ট’ এমএলএ হওয়ার লড়াইয়ে নামলেন না

English summary
There are criminal cases against 11 percent of the candidates in the second phase of elections in Assam
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X