For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অসমে গ্রেফতার স্বঘোষিত ধর্মগুরু 'কিসিং বাবা', মহিলা নিগ্রহের অভিযোগ পুলিশের

মধ্য অসমের মরিগাঁও জেলায় এক স্বঘোষিত ধর্মগুরুকে গ্রেফতার করল পুলিশ।

  • |
Google Oneindia Bengali News

মধ্য অসমের মরিগাঁও জেলায় এক স্বঘোষিত ধর্মগুরুকে গ্রেফতার করল পুলিশ। মহিলাদের সঙ্গে অশালীন আচরণ ও নিগ্রহের অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে। তার নাম 'কিসিং বাবা'।

অসমে গ্রেফতার স্বঘোষিত ধর্মগুরু কিসিং বাবা, মহিলা নিগ্রহের অভিযোগ পুলিশের

পুলিশ জানিয়েছে, অভিযুক্তের আসল নাম রাম প্রকাশ চৌহান। তার মাকেও গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হবে। মরিগাঁও জেলায় ভোরালটুপ গ্রামে নিজের আশ্রম খুলে বসেছিল রাম প্রকাশ। নিজেকে অলৌকিক ক্ষমতার অধিকারী বলে দাবি করত।

[আরও পড়ুন:'দিলখোলা' আলোচনার পর 'টেলি সিরিয়ালের দর্শক' মমতা কোন বার্তা দিলেন][আরও পড়ুন:'দিলখোলা' আলোচনার পর 'টেলি সিরিয়ালের দর্শক' মমতা কোন বার্তা দিলেন]

সেই অলৌকিক ক্ষমতার বলেই সে মানুষের সমস্যার সমাধান করে বলে দাবি করত। মহিলাদের চুম্বন করে সে সমাধান বাতলে দিত। আর তাই তার নাম হয়ে যায় কিসিং বাবা। মহিলাদের বৈবাহিক সমস্যার সমাধানও সে করত বলে শোনা গিয়েছে। আর এসবই করত চুম্বনের মাধ্যমে।

অসমে গ্রেফতার স্বঘোষিত ধর্মগুরু কিসিং বাবা, মহিলা নিগ্রহের অভিযোগ পুলিশের

[আরও পড়ুন:রাতারাতি অন্তত ৩৫০ জন কর্মীকে ছাঁটাই করল আভিভা ইন্ডিয়া, বৃহৎ এই 'লে-অফ' নিয়ে নিশ্চুপ সংস্থা][আরও পড়ুন:রাতারাতি অন্তত ৩৫০ জন কর্মীকে ছাঁটাই করল আভিভা ইন্ডিয়া, বৃহৎ এই 'লে-অফ' নিয়ে নিশ্চুপ সংস্থা]

যার ফলে মাত্র তিনমাসেই পসার জমে গিয়েছিল ঠগ এই স্বঘোষিত ধর্মগুরুর। তার কিস থেরাপি নিতে মহিলার ভিড়ও বাড়ছিল। অবশেষে অভিযোগ পেয়ে পুলিশ হস্তক্ষেপ করে। মহিলাদের সঙ্গে অশালীন আচরণ ও ভক্তদের দুর্বলতার সুযোগ নেওয়ার অভিযোগে রাম প্রকাশ ও তার মাকে গ্রেফতার করা হয়েছে।

[আরও পড়ুন: জাতীয় সুরক্ষার মতোই গুরুত্বপূর্ণ আর্থিক সুরক্ষা, আইবিসি-তে আর কী বললেন কিরেন রিজিজু][আরও পড়ুন: জাতীয় সুরক্ষার মতোই গুরুত্বপূর্ণ আর্থিক সুরক্ষা, আইবিসি-তে আর কী বললেন কিরেন রিজিজু]

English summary
Assam police arrested self styled Godman 'Kissing Baba'
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X