
অসমের গ্যাস লিক নিয়ন্ত্রণে আনতে লাগবে আরও ২৫ দিন! কীভাবে আগুন লাগল তিনসুকিয়াতে?
মঙ্গলবার পূর্ব অসমের তিনসুকিয়া জেলার বাগজানে একটি তেলের খনিতে আগুন লাগে৷ জানা গিয়েছে, শেষ তিন সপ্তহারেও বেশি সময় ধরে ওই খনি থেকে ক্ষতিকারক গ্যাস লিক করছিল৷ সেই লিকেজ বন্ধ করার জন্য সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞদের নিয়ে আসে অসম সরকার ও ওএনজিডি কর্তৃপক্ষ৷ ইতিমধ্যেই ওই ক্ষতিকারক গ্যাস লিকের কারণে প্রভাবিত হয়েছে জীব বৈচিত্রে পরিপূর্ণ ডিব্রু শইখোয়া জাতীয় উদ্যান এবং মাগুরি মোটাপাং জলাভূমি৷

কুয়োতে লাগা আগুন নিয়ন্ত্রণে আসেনি এখনও
এদিকে অসমের তিনসুকিয়া জেলার বাঘজনে অয়েল ইন্ডিয়া লিমিটেডের গ্যাসের কুয়োতে লাগা আগুন নিয়ন্ত্রণে আসেনি এখনও। ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই জন। ঘটনাস্থলে রয়েছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং দমকল বাহিনী।

খনির থেকে ক্রমাগত বেরিয়ে চলেছে কালো ধোঁয়া
এখনও পর্যন্ত ওই খনির আগুন নেভানোর কোনও উপায় বের করতে পারেননি ওএনজিসি বিশেষজ্ঞরা৷ ইতিমধ্যেই ওএনজিসি-র দুইজন কর্মী এই দুর্ঘটনায় আহত হয়েছেন৷ তাঁদের ডিব্রুগড় মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছে৷ অন্যদিকে খনির থেকে ক্রমাগত বেরিয়ে চলেছে কালো ধোঁয়া ও সেই সঙ্গে গ্যাস ৷ যা আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে৷

আগুন নিয়ন্ত্রণে আনতে সরকার সবরকম চেষ্টা করছে
অসমের পরিবেশ ও বনদপ্তরের মন্ত্রী পরিমল শুক্লাবৈদ্য বলেন, 'আগুন নিয়ন্ত্রণে আনার জন্য সরকারের তরফে সবরকম চেষ্টা করা হচ্ছে ৷ কিন্তু পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি৷ এখনও পর্যন্ত ৬ জন আহত হয়েছেন৷ আশপাশের গ্রামেও আগুন ছড়িয়ে পড়েছে৷' অয়েল ইন্ডিয়ার তরফে জানান হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৬ থেকে ৭ দিন সময় লাগবে৷

নজর রাখছেন পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
জানা গিয়েছে, তিনসুকিয়ার বাগজানে খনিতে বিস্ফোরণ নিয়ে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে ফোনে কথা বলেছেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল৷ তিনি দুর্ঘটনাটির বিষয়ে জানিয়েছেন৷ সেই সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্যও তিনি আবেদন জানিয়েছেন৷

অমসের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী
এদিকে বুধবার সন্ধ্যায় গ্যাসের কুয়োতে আগুন লাগার ঘটনায় সেরাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুর্ঘটনা মোকাবিলায় অসমকে সবরকমভাবে সাহায্য করার আশ্বাস দেন তিনি। প্রধানমন্ত্রীর দফতর থেকে করা এক টুইটে জানানো হয়, বাঘজনের দুর্ঘটনা নিয়ে অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সররকম সাহায্যের আশ্বাস দিয়েছেন।

আগুন নিয়ন্ত্রণে আনতে ২৫-২৮ দিন সময় লাগবে
এদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পর অসমের মুখ্যমন্ত্রী সোনোয়াল জানান, প্রায় ৫০ মিটার এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে। বিশেষজ্ঞদের মতে পরিস্থিতি পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে আসতে ২৫-২৮ দিন সময় লাগবে। তবে আমরা দুর্ঘটনাস্থাল থেকে সাধারণ মানুষকে বের করে আনতে পেরেছি। প্রধানমন্ত্রী সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন।
Recommended Video

আন্তর্জাতিক বাজারের বিপরীত চিত্র ভারতে, দেশে রকেটের গতিতে বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম
{quiz_152}