For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এনআরসি নিয়ে আর দেরি বরদাস্ত নয়, চূড়ান্ত সময়সীমা বেঁধে দিল সুপ্রিম কোর্ট

অসমের জাতীয় নাগরিকপঞ্জীকরণ নিয়ে আর দেরি করতে রাজি নয় সুপ্রিম কোর্ট।

  • |
Google Oneindia Bengali News

অসমের জাতীয় নাগরিকপঞ্জীকরণ নিয়ে আর দেরি করতে রাজি নয় সুপ্রিম কোর্ট। ফলে ৩১ জুলাইয়ের ডেডলাইন যাতে কোনওভাবে পার না করা হয়, সেইবিষয়ে কড়া নির্দেশ দিল সর্বোচ্চ আদালত। ওই দিনের মধ্যেই তালিকা সম্পূর্ণ করে ফেলতে হবে।

এনআরসি নিয়ে আর দেরি বরদাস্ত নয়, চূড়ান্ত সময়সীমা বেঁধে দিল সুপ্রিম কোর্ট

আদালত জানিয়েছে, আসন্ন লোকসভা নির্বাচনের জন্য কোনওভাবেই যেন জাতীয় নাগরিকপঞ্জী তৈরিতে কোনও বাধা না পড়ে। এর জন্য ওয়াকিবহাল মহলকে পদক্ষেপ করতে বলা হয়েছে।

অসম সরকারের মুখ্য সচিব, নির্বাচন কমিশনের সচিব ও এনআরসি কোঅর্ডিনেটরকে একসঙ্গে বসে বিষয়টি নিয়ে আলোচনা করে নিতে বলা হয়েছে।

এদিন সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি আরএফ নরিম্যানের বেঞ্চ বলেছে, লিসিটর জেনারেল তুষার মেহতা তদারকি করবেন যাতে বৈঠক সাতদিনের মধ্যে হয়ে যায়। সেই বৈঠকের ফলাফল আগামী ৫ ফেব্রুয়ারি আদালতে রি্পোর্ট আকারে জানাতে বলা হয়েছে।

[আরও পড়ুন:এসসি-এসটি আইনের প্রস্তাবিত সংশোধনী আটকাচ্ছে না সুপ্রিম কোর্ট ][আরও পড়ুন:এসসি-এসটি আইনের প্রস্তাবিত সংশোধনী আটকাচ্ছে না সুপ্রিম কোর্ট ]

প্রসঙ্গত, ২০১৮ সালের জুলাই মাসে অসমের ৩.২৯ কোটি মানুষের মধ্যে ২.৮৯ কোটি মানুষের নাম তালিকায় উঠলেও ৪০ লক্ষ মানুষের নাম বাদ যায়। তার মধ্যে থেকে ৩৬ লক্ষের বেশি মানুষ ইতিমধ্যে ফের নাম তোলার আবেদন জমা করেছেন।

English summary
Assam NRC deadline shouldn't be extended beyond July 31, 2019, directs Supreme Court
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X