For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিধানসভায় হাত কেটে ফেললেন বিধায়ক! অসমে তুমুল শোরগোল

দেশে একের পর এক সরকারী প্রতিষ্ঠান চলে যাচ্ছে বেসরকারী হাতে। আর এই প্রসঙ্গে ওএনজিসি, এবং এয়ার ইন্ডিয়ার বেসরকারীকরণের ঘোষণা ইতিমধ্যেই এসেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে।

  • |
Google Oneindia Bengali News

দেশে একের পর এক সরকারী প্রতিষ্ঠান চলে যাচ্ছে বেসরকারী হাতে। আর এই প্রসঙ্গে ওএনজিসি, এবং এয়ার ইন্ডিয়ার বেসরকারীকরণের ঘোষণা ইতিমধ্যেই এসেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে। সেউ বেসরকারী করণের প্রতিবাদে নেমে অসমরে কংগ্রেস বিধায়ক রূপজ্যোতি কুরমি বিধানসভায় হাত কেটে প্রতিবাদে সামিল হলেন।

কী ঘটেছে অসম বিধানসভায়

কী ঘটেছে অসম বিধানসভায়

অসমের মারিয়ানি এলাকার বিধায়ক কংগ্রেসের রূপজ্যোতি। এদিন বিধানসভা শুরু হওয়ার পর বেলা ১১৩০ মিনিট নাগাদ বিধানসভার মধ্যে নিজের হাতের তালু কেটে প্রতিবাদ জানান ওই কংগ্রেস বিধায়ক। মুহূর্তে ছিটিয়ে যায় রক্ত। ততক্ষণে কোনও নিরাপত্তারক্ষী সেখানে তাঁকে আটকাতে আসেননি। এদিকে, বিধানসভা চত্বরে ততক্ষণে একাধিক টিভি চ্যানেলের ক্যামেরা ছিল। ২০ মিনিট ধরে সেই ঘটনা নিউজ চ্যানেলগুলি ক্যামেরাবন্দি করে।

কেন রোখা গেলনা রূপজ্যোতিকে?

কেন রোখা গেলনা রূপজ্যোতিকে?

ততক্ষণে আশপাশের উপস্থিত ব্যক্তিরা ছুটে আসেন। অনেকেই ক্ষোভের জেরে প্রশ্ন তোলেন, কেন বিধানসবার কোনও নিরাপত্তারক্ষীরা এসে ওই কংগ্রেস বিধায়ককে এমন রক্তাক্ত কাণ্ড থেকে বিরত করেননি?

কংগ্রেসের দাবি কী?

কংগ্রেসের দাবি কী?

এদিকে, বিষয়টি নিয়ে কংগ্রেস বিধায়ক রূপজ্যোতিকে প্রশ্ন করা হলে, তিনি জানান, গত কয়েকদিন এই ইস্যুতে শান্তিপূর্ণ প্রতিবাদকে অবহেলা করেছে সরকার। তাই বাধ্য হয়ে এমন পদক্ষেপ নেন ওই বিধায়ক। এদিকে, কংগ্রেসের তরফে অসম কংগ্রেসের সংসদীয় দলের প্রধান জানিয়েছেন, পার্টি এমন আচরণকে কখনওই সমর্থন করেনা।

পাসবুক আপডেট করতে দীর্ঘ লাইন! এটিএম প্রতারণায় ব্যাঙ্ক কর্তৃপক্ষের আশ্বাসপাসবুক আপডেট করতে দীর্ঘ লাইন! এটিএম প্রতারণায় ব্যাঙ্ক কর্তৃপক্ষের আশ্বাস

English summary
Assam MLA cuts Palm to protest Privatisation .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X