For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'আজমল গ্যাং'-এর বিপদের মুখে অসম, প্রভাবশালী মন্ত্রীর কথায় চাঞ্চল্য

'আজমল গ্যাং'কে ভয় পাচ্ছে বিজেপি, প্রভাবশালী মন্ত্রীর কথায় চাঞ্চল্য

  • |
Google Oneindia Bengali News

আজমল গ্যাং-এর বিপদের মুখে অসম। এমনটাই মন্তব্য করেছেন সেখানকার অর্থমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। প্রসঙ্গত সিএএ নিয়ে প্রবল বিক্ষোভ চলছে অসমে। বাঙালি হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার বিরোধিতা করা হয়েছে। এবার তারই পাল্টা হিসেবে হিমন্ত বিশ্বশর্মা বললেন, বাংলা নয়, অসমীয়াদের কাছে হুমকির মতো হয়ে দাঁড়িয়েছে আরবি।

এআইইউডিএফ প্রধানকে আক্রমণ

এআইইউডিএফ প্রধানকে আক্রমণ

গুয়াহাটির সভা থেকে অসমের এআইইউডিএফ প্রধান বদরুদ্দিন আজমলকে আক্রমণ করেন হিমন্ত। তিনি বলেন, অসম আজমল গ্যাং-এর বিপদের মুখে। একই সঙ্গে তিনি বলেন, বছরের পর বছর ধরে সেখানে লক্ষ লক্ষ আজমল তৈরি করা হয়েছে, সেটাই অসমের বড় সমস্যা। আগে ছিলেন একজন, এখন তারা সব জায়গায়, বলেছেন তিনি।

জোট বাধতে আহ্বান

জোট বাধতে আহ্বান

হিমন্ত বিশ্বশর্মা বলেন, বিক্ষোভকারীদের বোঝা উচিত, মূল্য সমস্যা হল আজমল গ্যাং, মোদী কিংবা সোনওয়াল কিংবা হিমন্ত বিশ্বশর্মা নন। যদি অসমীয়ারা জোট না বাধেন, তাহলে আজমল আগামী ১০ বছরে মুখ্যমন্ত্রী হয়ে যাবেন, বলেছেন তিনি। সেই সময় তাদের দর্শক হয়েই থাকতে হবে। বলেছেন অসমের অর্থমন্ত্রী।

বাড়ছে আরবি কলেজ, মাদ্রাসা

বাড়ছে আরবি কলেজ, মাদ্রাসা

হিমন্ত বিশ্বশর্মা বলেছেন, যদি কেউ বলেন অসমীয়া ভাষা হুমকির মুখে, তাহলে নিজের আশপাশে তাকান। দেখুন, রাজ্যের এদিন-সেদিকে গড়ে উঠছে আরবি কলেজ। তাঁর প্রশ্ন কেন আরবি কলেজের প্রয়োজন। এবার সেখানে তৈরি হয়েছে ইসলামিক সাহিত্য সভা। তাই আরবিই অসমীয়া ভাষার পক্ষে হুমকির হয়ে উঠেছে ব্যাখ্যা করেছেন তিনি।

হিমন্ত বিশ্বশর্মা অভিযোগ করেছেন, বাংলাদেশের সঙ্গে সীমান্তবর্তী এলাকায় এই মাদ্রাসাগুলি বাড়ছে। সেখানে কম্পিউটার কিংবা আধুনিক শিক্ষা দেওয়া হয় না। সেখানে ধর্মান্ধতার শিক্ষা দেওয়া হয় বলেও অভিযোগ করেছেন তিনি।

 সিএএ বিরোধী বিক্ষোভ নিয়ে প্রশ্ন

সিএএ বিরোধী বিক্ষোভ নিয়ে প্রশ্ন

হিমন্ত বিশ্বশর্মা বলেন, সিএএ নিয়ে বিক্ষোভকারীদের কাছে সমস্যার হলেন, নরেন্দ্র মোদী, অমিত শাহ আর হিমন্ত বিশ্বশর্মা। কিন্তু তারা দেখছেন না আসল সমস্যা হচ্ছে আরবি কলেজগুলি।

English summary
Assam Minister Himanta Biswa Sarma says, Assam is facing danger from Ajmal gang. By naming Ajmal gang he wants to criticise AIUDF Chief Badruddin Ajmal.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X