For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অসমে নাগরিকপঞ্জী নিয়ে হইচইয়ের মাঝেই আর এক নতুন নিয়ম লাগু হল

নতুন এক নিয়ম লাগু করল অসম সরকার যা নিয়ে সর্বানন্দ সোনওয়ালের সরকারকে ধন্যবাদ দেওয়া যেতেই পারে।

  • |
Google Oneindia Bengali News

অসমে নাগরিকপঞ্জী প্রকাশ নিয়ে এদিন সকাল থেকেই তুমুল হইচই শুরু হয়েছে। সারা দেশে এই নিয়ে রাজনৈতিক প্রতিক্রিয়া দিচ্ছেন বিভিন্ন দলের নেতানেত্রীরা। তবে এর মাঝেই নতুন এক নিয়ম লাগু করল অসম সরকার যা নিয়ে সর্বানন্দ সোনওয়ালের সরকারকে ধন্যবাদ দেওয়া যেতেই পারে।

অসমে নাগরিকপঞ্জী নিয়ে হইচইয়ের মাঝেই আর এক নতুন নিয়ম লাগু হল

অসম সরকার জানিয়ে দিয়েছে, সরকারি কর্মীদের বৃদ্ধ-অসুস্থ বাবা-মা, নির্ভরশীল শারীরিকভাবে অক্ষম ভাই-বোনদের আবশ্যিকভাবে দায়িত্ব নিতে হবে। যদি কেউ দায়িত্ব নিতে অস্বীকার করেন, তাদের বেতনের ১০ শতাংশ কাটা যাবে। এবং তা জমা হবে বৃদ্ধ অভিভাবক অথবা ভাই-বোনদের অ্যাকাউন্টে।

অসমের মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, যদি কোনও অভিভাবককে তাঁদের অন্য কর্মক্ষম সন্তানকেও দেখতে হয় তাহলে সেই কাটা যাওয়া বেতনের পরিমাণ ১০ শতাংশ থেকে বেড়ে ১৫ শতাংশ হয়ে যাবে।

নতুন বিলটির নাম অসম এমপ্লয়িস 'প্রণাম বিল ২০১৭'। প্রণামের পুরো অর্থ হল - প্যারেন্টস রেসপন্সিবিলিটি অ্যান্ড নর্মস ফর অ্যাকাউন্টিবিলিটি অ্যান্ড মনিটরিং বিল ২০১৭।

শুধু সরকারি কর্মীদের জন্যই নয়, বিধায়ক, সাংসদ, পিএসএই কর্মী, বেসরকারি কর্মীদের জন্যও অসমে একই বিল আগামিদিনে আসতে চলেছে।

English summary
Assam makes it mandatory for govt employees to take care of parents, differently-abled siblings
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X