For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মাস্ক পরলে বিউটিপার্লার চলবে কেমন করে? আজব প্রশ্নে ফের বিতর্কে বিজেপি মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

মাস্ক পরলে বিউটিপার্লার চলবে কেমন করে? আজব প্রশ্নে ফের বিতর্কে বিজেপি মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

  • |
Google Oneindia Bengali News

গোটা দেশজুড়েই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। দৈনিক আক্রান্তের নিরিখেও ভেঙে যাচ্ছে অতীতের সমস্ত রেকর্ড। করোনা রুখতে উচ্চ পর্যায়ের জরুরি বৈঠকও ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে এই কঠিন সঙ্কটের মাঝেও রাজ্যবাসীকে মাস্ক না পড়ার পরামর্শ দিলেন অসমের স্বাস্থ্য মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। যা নিয়ে প্রবল বিতর্ক শুরু হয়েছে রাজ্য-রাজনীতিতে।

মাস্ক না পড়ার পরামর্শ হিমন্তের

মাস্ক না পড়ার পরামর্শ হিমন্তের

প্রসঙ্গত উল্লেখ্য, সংক্রমণের শুরু থেকেই করোনা নিয়ে একাধিক বিতর্ক মন্তব্য করেছেন রাজনৈতিক নেতারা। তালিকায় শীর্ষে রয়েছে গেরুয়া শিবির। গোমূত্রে করোনা নির্মূল হোক বা গঙ্গাজলে করোনা দূরীকরণ সবই বলে ফেলেছেন পদ্ম ভক্তেরা। এমতাবস্থায় এবার হিমন্ত বিশ্ব শর্মার 'নিদান' নিয়েও শুরু হয়েছে জোরদার চাপানৌতর। প্রশ্ন উঠছে অসম সরকারের ভূমিকা নিয়ে।

বিতর্কে অসমের স্বাস্থ্য মন্ত্রী

বিতর্কে অসমের স্বাস্থ্য মন্ত্রী

প্রসঙ্গত উল্লেখ্য, নতুন করে করোনার বাড়বাড়ন্ত ঠেকাতে ইতিমধ্যেই রাজ্যগুলিকে বিশেষ নির্দেশিকা পাঠিয়েছে কেন্দ্র। করোনা বিধি পালনেও নতুন করে জোর দেওয়া হয়েছে। অন্যথায় কড়া ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে আর ঠিক দু-দিন পরেই ভোট রয়েছে অসমে। আর আগে হিমন্ত বিশ্ব শর্মার এই কাণ্ডজ্ঞানহীন মন্তব্য অস্বস্তিতে ফেলেছে গেরুয়া শিবিরকে। যদিও তাতে বিশেষ কর্ণপাত করতে রাজি নন অসমের পদ্ম শিবিরের এই প্রথমসারির নেতা।

বিউটি পার্লারগুলো চলবে কী করে?

বিউটি পার্লারগুলো চলবে কী করে?

উল্টে এক সাক্ষাৎকারে হিমন্ত বিস্ময় প্রকাশ করে বলেছেন, "অসমে যখন করোনাই নেই, তা হলে কেন শুধু শুধু মাস্ক পরছেন রাজ্যবাসী! এতে বরং আরও আতঙ্ক ছড়াচ্ছে।" এমনকী নিজের দাবির পক্ষে যুক্তি খাঁড়া করে তাকে বলতে শোনা যায়, "মানুষ যদি মাস্ক পরে, তা হলে বিউটি পার্লারগুলো চলবে কী করে? বিউটি পার্লারগুলোকেও তো বাঁচিয়ে রাখতে হবে। সেই কথাও আমাদের ভাবতে হচ্ছে। "

কেন্দ্রের নির্দেশের তোয়াক্কা না করেই অকপট হিমন্ত

কেন্দ্রের নির্দেশের তোয়াক্কা না করেই অকপট হিমন্ত

অন্যদিকে কেন্দ্রীয় নির্দেশ প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, "কেন্দ্র নির্দেশ দিতেই পারে। নির্দেশিকাও জারি করতে পারে। কিন্তু অসমে তো কোভিড-ই নেই! রাজ্যে থেকেই যদি করোনা চলে গিয়ে থাকে তবে আমার কী করার আছে!" দেশজোড়া বিতর্কের মুখে পড়েও নিজের দাবিতে অনড় হিমন্ত। এমনকী কার্যত হুঁশিয়ারির সুরেই তিনি এদিন বলেন, " যে দিন মনে করব ফের কোভিড ঢুকেছে রাজ্যে, সে দিন রাজ্যবাসীকে মাস্ক পরতে বলব।তার আগে নয়।"

নন্দীগ্রামে বয়ালের বুথ ঘিরে মমতার চিঠির জবাব দিল কমিশন, এল গুরুত্বপূর্ণ বার্তা নন্দীগ্রামে বয়ালের বুথ ঘিরে মমতার চিঠির জবাব দিল কমিশন, এল গুরুত্বপূর্ণ বার্তা

English summary
Assam Health Minister Himanta Bishwa Sharma advised not to wear a mask
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X