For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিয়ের কনের সোনার গয়নার খরচ যোগাতে রাজ্য সরকারের নয়া উদ্যোগ! অসমে এলো অরুন্ধতী স্কিম

সোনার দাম একদিকে ক্রমাগত উর্ধ্বমুখী। আর অন্যদিকে বিয়ের কনেকে সোনায় সাজাতে এমন মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে বহু মধ্যবিত্তের। এমন এক পরিস্থিতিতে অসমের বিজেপি সরকার নিয়ে এলো এত অরন্ধতী স্কিম।

  • |
Google Oneindia Bengali News

সোনার দাম একদিকে ক্রমাগত উর্ধ্বমুখী। আর অন্যদিকে বিয়ের কনেকে সোনায় সাজাতে এমন মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে বহু মধ্যবিত্তের। এমন এক পরিস্থিতিতে অসমের বিজেপি সরকার নিয়ে এলো এত অরুন্ধতী স্কিম। যে স্কিমের আওতায় অসম সরকার একাধিক প্রকল্প এনেছে।

বিয়ের কনের সোনার গয়নার খরচ যোগাতে রাজ্য সরকারের নয়া উদ্যোগ! অসমে এলো অরন্ধতী স্কিম

মহিলাদের আরও বেশি স্বনির্ভর করতে অসম সরকার এনেছে অরুন্ধতী স্কিম। যে স্কিমের আওতায় বিয়ের কনেকে সোনা কেনবার জন্য দেওয়া হবে ৩০ হাজার টাকা। ২০২০ সালের ১ জানুয়ারি থেকে লাগু হতে চলেছে এই স্কিম। সেরাজ্যের অর্থমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, এমন স্কিমের জন্য সরকারকে ৮০০ কোটি টাকা খরচ করতে হচ্ছে।

মূলত বাল্য বিবাহ রুখতেই অসম সরকারের এই অরুন্ধতী স্কিম। এমন স্কিমে বলা হয়েছে, সোনার গয়নার জন্য প্রাপ্য ৩০ হাজার টাকা পেতে হলে প্রতিটি কনের বয়স ন্যূনতম ১৮ বছর হতে হবে। শুধু তাই নয় অসমের অর্থমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, পাত্রপাত্রীকে অবশ্য়ই ন্যূনতম ১০ ক্লাস পাশ করতে হবে।

English summary
Assam govt to give Rs 30,000 to every bride for buying gold.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X