For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৪৪ ডিগ্রিতে পুড়ছে ওড়িশা, অসমে বন্যায় আরও বাড়ল মৃতের সংখ্যা

৪৪ ডিগ্রিতে পুড়ছে ওড়িশা, অসমে বন্যায় আরও বাড়ল মৃতের সংখ্যা

Google Oneindia Bengali News

অসমে বন্যা পরিস্থিতির এখনও উন্নতির তেমন সম্ভাবনা দেখা যাচ্ছে না। আরও বেড়েছে মৃতের সংখ্যা। এদিকে দহণে পুড়ছে ওড়িশা। তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস পার করে গিয়েছে। অন্যদিকে আবার দক্ষিণের রাজ্য গুলিতে প্রবল বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। উত্তর ভারতের রাজ্য গুলিতে আগামী ৩ দিন বৃষ্টি হবে বলে জানিয়েছে আইএমডি।

অসমে বন্যা পরিস্থিতির অবনতি

অসমে বন্যা পরিস্থিতির অবনতি

অসমে বন্যা পরিস্থিতির ক্রমশ অবনতি হয়েছে। প্রতিদিন বাড়ছে মৃতের সংখ্যা। ইতিমধ্যেই ২৯ জন হয়ে গিয়েছে। অসমের একাধিক জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হতে শুরু করছে। তার সঙ্গে চলছে প্রবল বর্ষণ। কাছাড় জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে অসমে। চাষের জমি জলে ডুবে গিয়েছে অধিকাংশ জায়গায়। অসংখ্য মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। কারণ এখনও বৃষ্টি জারি রয়েছে অসমের একাধিক জায়গায়।

দহনে পুড়ছে ওড়িশা

দহনে পুড়ছে ওড়িশা

একদিকে অসমে যখন ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে প্রবল উত্তাপ বাড়ছে ওড়িশায়। তাপমাত্রা একেবারে ৪৪ ডিগ্রি পার করে গিয়েছে। পশ্চিম ভারতের রাজ্য গুলির মতই পরিস্থিতি হয়েছে সেখানে। উত্তাপ বাড়তে শুরু করায় স্বাস্থ্য সতর্কতা জারি করেছে ওড়িশার আবহাওয়া দফতর। পশ্চিম ভারতের রাজ্য গুলিতে লাগাতার চলছে তাপ প্রবাহ। মাধে রাজধানী দিল্লিতে ৪৯ডিগ্রি তাপমাত্র পৌঁছে গিয়েছিল। সেই পরিস্থিতি থেকে কিছুটা হলেও রেহাই মিলেছে। কিন্তু রাজস্থান, গুজরাত, মহারাষ্ট্রের কিছু এলাকায় এখনও তাপপ্রবাহ জারি রয়েছে।

উত্তর ভারতের রাজ্যগুলিতে বৃষ্টি বাড়বে

উত্তর ভারতের রাজ্যগুলিতে বৃষ্টি বাড়বে

উত্তর ভারতের রাজ্যগুলিতে আগামিকাল থেকে বৃষ্টি শুরু হবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। গত পরশু বিহারে তীব্র বর্ষণ হয়েছে। বজ্রপাত আর বৃষ্টিতে ৩৩ জন মারা গিয়েছেন বিহারে। এই নিয়ে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঝড় আর বৃষ্টির তীব্রতা এতটাই ছিল যে প্রতিরক্ষামন্ত্রীর বিমান অবতরণ করতে পারেনি পাটনায়। ফিরে গিয়েছে দিল্লিতে। একই ভাবে ১১টি বিমান অবতরণ করতে পারেনি সেদিন বিহারে।

দক্ষিণে প্রাক বর্ষার বৃষ্টি শুরু

দক্ষিণে প্রাক বর্ষার বৃষ্টি শুরু

দক্ষিণ ভারতের রাজ্য গুলিতে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। কেরল, কর্নাটক,তামিলনাড়ুতে চলছে প্রাক বর্ষার বৃষ্টি। কেরলের ৬ জেলায় লাল সতর্কতা জারি করেছে আইএমডি। ২৭ তারিখেই কেরলে বর্ষা প্রবেশ করবে বলে জানিয়েছে হাওয়া অফিস। কেরল কর্নাটকের একাধিক জেলার জল জমে গিয়েছে। একাধিক নদীর জল বেড়ে গিয়েছে। বর্ষার বৃষ্টি মে মাস থেকেই কেরলে শুরু হয়ে যাবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

English summary
Assam Flood update news
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X