For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রজাতন্ত্র দিবসে অসমে ভয়াবহ গ্রেনেড বিস্ফোরণের নেপথ্যে কোন সংগঠন! জল্পনা বাড়ছে কাকে ঘিরে

অসমে প্রজাতন্ত্র দিবসে ভয়াবহ গ্রেনেড বিস্ফোরণের নেপথ্যে কোন সংগঠন! জল্পনা বাড়ছে কাকে ঘিরে

  • |
Google Oneindia Bengali News

প্রজাতন্ত্র দিবসের সকালে পর পর ৫ টি বিস্ফোরণে কেঁপে উঠেছে ভারতের উত্তরপূর্ব। সেখানে আধঘণ্টার ব্যবধানে ক্রমাগত হয়ে গিয়েছে একের পর এক বিস্ফোরণ। আর প্রজাতন্ত্র দিবসের দিন সকালের এমন ঘটনার নেপথ্যে আলফা জঙ্গিদের থাকবার সম্ভাবনা বাড়ছে।

প্রজাতন্ত্র দিবসের আগে অসমে কী ঘটেছিল?

প্রজাতন্ত্র দিবসের আগে অসমে কী ঘটেছিল?

প্রজাতন্ত্র দিবসের আগে অসমে ৬৪৪ জন জঙ্গি পুলিশের কাছে আত্ম সমর্পণ করে। যে ঘটনাকে প্রশাসনের দিক থেকে বড় সাফল্য বলে মনে করা হয়। সেই জঙ্গিদের তালিকায় ছিল আলফা জঙ্গিরাও। তবে প্রজাতন্ত্র দিবসের সকালে এদিন ৫ টি বিস্ফোরণ আবারও অসমের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে।

মুখ্যমন্ত্রী কী বলছেন?

এনআরসি, সিএএ ঘিরে ক্রমাগত ক্ষোভ বাড়তে থাকা অসমে এদিনের বিস্ফোরণ ফের একবার আতঙ্কের সঞ্চার করেছে। অসমের ৫ টি জায়গায় গ্রেনেড বিস্ফোরণ নিয়ে এদিন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেন, ' আমি নিন্দা করি বিস্ফোরণের। এটি দুর্বলতার নামান্তর। পুলিশকে কড়া ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছি।'

কেন 'আলফা ' উগ্রন্থীদের ঘিরেই জল্পনা বাড়ছে?

মূলত, ৭১ তম প্রজাতন্ত্র দিবসের দিন গোটা অসম জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছিল উগ্রপন্থী সংগঠন আলফা। আর সেই ডাকের পর রবিবার গোটা অসম জুড়ে এই বিস্ফোরণ ফের একবার আলফার দিকেই নজর ঘুরিয়ে দিচ্ছে। যদিও গোটা ঘটনা ঘিরে তদন্ত শুরু হয়ে গিয়েছে। অন্যদিকে, কোনও সংগঠন এই ঘটনার দায় স্বীকার করেনি। পাশাপাশি আলফার বনধ ঘোষণার সূত্র ধরে একাধিক জল্পনা উঠে আসছে।

চিনে কোরোনা ভাইরাসের প্রোকোপে মৃত্যু ৫৬ জনের, চড়ছে আতঙ্ক চিনে কোরোনা ভাইরাসের প্রোকোপে মৃত্যু ৫৬ জনের, চড়ছে আতঙ্ক

English summary
Assam Explosion in Republic day, Ulfa suspected, CM Condems .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X