For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলার আরও এক প্রতিবেশী রাজ্যে জাপানি এনসেফালাইটিসের গ্রাস ! মৃত ৪৯

এনসেফালাইটিসের গ্রাসে ভারতের আরও এক রাজ্য। ক্রমেই এই রোগ নতুন সরকারের কাছে একটি বড়সড় চ্যালেঞ্জ হয়ে উঠছে।

  • |
Google Oneindia Bengali News

এনসেফালাইটিসের গ্রাসে ভারতের আরও এক রাজ্য। ক্রমেই এই রোগ নতুন সরকারের কাছে একটি বড়সড় চ্যালেঞ্জ হয়ে উঠছে। বিহারে শতাধিক মানুষের মৃত্যুর পর এবার অসমে এনসেফালাইটিসের বলি ৪৯ জন। তড়িঘড়ি ব্যবস্থা নিয়ে ফেলেছে প্রশাসন।

পশ্চিমবঙ্গের আরও এক প্রতিবেশী রাজ্যে জাপানি এনসেফালাইটিসের গ্রাস ! মৃত ৪৯

জানুয়ারি থেকে ৫ জুলাইয়ের মধ্যে ক্রমেই বাড়ছে অসমে মৃতের সংখ্যা।শুধু তাই নয়, ১৯০ জন এই মুহূর্তে অসমে আক্রান্ত হয়ে রয়েছেন এনসেফালাইটিসে। পরিস্থিতি এতটাই সংকটজনক হয়ে পড়েছে যে তড়িঘড়ি চিকিৎকদের ও প্যারামেডিক কর্মীদের সমস্ত ছুটি বাতিল করার ঘোষণা করেছে অসম সরকার। মূলত অসমের কোকরাঝাড়ে এই রোগের প্রকোপ বেশি লক্ষ্য করা যাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও রোগ মুক্তির জন্য একাধিক ব্যবস্থাও নেওয়া হয়েছে।

ভাইরাল শনাক্ত করার কিটস ইতিমধ্যেই দেওয়া হয়ে গিয়েছে বিভিন্ন এলাকায়। অসমের সমস্ত হাসপাতাল ও মেডিক্যাল কলেজকে পরিস্থিতি নিয়ে প্রস্তুত থাকবার নির্দেশ দেওয়া হয়েছে। সেরাজ্যের ১০৯৪ টি গ্রামে এই মুহূর্তে যুদ্ধকালীন পরিস্থিতিতে চলছে 'ফগিং অপরেশন'।

English summary
Assam,Encephalitis claims 49 lives,leaves of doctors put on hold
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X